টেস্ট ক্রিকেটের দর্শকদের আবার মাঠ-মুখী করে তুলতে দিন-রাতের টেস্ট এবং টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপের বিষয় দু’টি আই সি সি-কে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে। একই সঙ্গে ক্রিকেট নিয়ে মানুষের আগ্রহ জিইয়ে রাখতে হলে একগাদা ‘অর্থহীন’ এক দিনের ম্যাচ কমাতে হবে।
স্যর ডোনাল্ড ব্র্যাডম্যান বক্তৃতার মঞ্চ। বক্তা, রাহুল দ্রাবিড়।
২০০০ সালে অস্ট্রেলীয় কিংবদন্তির নামাঙ্কিত এই বক্তৃতা শুরু হওয়ার পর এই প্রথম বক্তা ছিলেন কোনও বিদেশি ক্রিকেটার। এবং টেস্ট ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের মালিক এ দিন ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে বলতে উঠে জোরদার সওয়াল করলেন পাঁচ দিনের খেলার পক্ষে। বললেন, “টেস্ট ম্যাচ হল ক্রিকেটের গোল্ড স্ট্যান্ডার্ড।” আর তাই এই ফরম্যাটকে রক্ষা করার জন্য যা যা দরকার, করা উচিত। |
দ্রাবিড়ের কথায়, “বিশ্বের সেরাদের আসল বিচার টেস্ট পারফরম্যান্সের নিরিখেই হয়।” টেস্ট নিয়ে দর্শক আগ্রহে ভাঁটার টানের তত্ত্ব মানেন না দ্রাবিড়। বক্তৃতায় বলেছেন, “টেস্ট দেখতে মাঠে ভিড় না হলেও লোকে কিন্তু ঘণ্টায় ঘণ্টায় স্কোরের খবর রাখেন। তাই আগ্রহ কমেছে বলা যায় না।” তবে এই আগ্রহীদের আবার মাঠে ফেরাতে হলে নতুন চিন্তা চাই। “দিন-রাতের টেস্ট, টেস্ট বিশ্ব চ্যাম্পিয়নশিপ নিয়ে এ বার ভাবতেই হবে,” বলেছেন দ্রাবিড়। কোনও ফরম্যাটই বাতিল না করে একটা “মাঝের রাস্তা”র কথা বলেছেন দ্রাবিড়। “স্ট্রোক প্লে এবং ফিল্ডিংয়ের উন্নতির পিছনে ওয়ান ডে খেলার বিশাল ভূমিকা রয়েছে। এই ফরম্যাট তাই থাকা উচিত। তবে অর্থহীন এক দিনের ম্যাচ কমাতে হবে।” সংখ্যা কমলে এক দিনের খেলা নিয়ে দর্শক আগ্রহ আবার বাড়বে বলে মনে করেন দ্রাবিড়। আর বলছেন, “টি-টোয়েন্টিটা সীমাবদ্ধ থাক ঘরোয়া ক্রিকেটে।” |