টুকরো খবর
হুগলির চারটি কলেজ-ভোটে জয়ী টিএমসিপি
বিরোধী কোনও ছাত্র সংগঠন মনোনয়নপত্র না তোলায় বুধবার হুগলির চারটি কলেজে তৃণমূল ছাত্র পরিষদ জয়ী হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। এ দিন তারকেশ্বরের চাঁপাডাঙা রবীন্দ্র মহাবিদ্যালয়, তারকেশ্বর ডিগ্রি কলেজ, চুঁচুড়া মহসিন কলেজ এবং ভদ্রেশ্বরের সুকান্ত মহাবিদ্যালয়ে মনোনয়ন তোলার দিন ছিল। কিন্তু কোনও ছাত্র সংগঠন মনোনয়নপত্র তোলেনি। এর ফলে নিয়ম অনুয়ায়ী কলেজগুলির ছাত্র সংসদ তৃণমূল ছাত্র পরিষদের হাতে চলে যায়। তারকেশ্বরের চাঁপাডাঙ্গা রবীন্দ্র মহাবিদ্যালয়ে মোট ২৮টি আসন রয়েছে। তার মধ্যে ২৭টি আসনে টিএমসিপি মনোনয়নপত্র দাখিল করে। কিন্তু অন্য কোনও সংগঠন মনোনয়নপত্র দাখিল করেনি। একই ভাবে তারকেশ্বর ডিগ্রি কলেজে ২৪টি আসনের মধ্যে ২১টিতে টিএমসিপি মনোনয়নপত্র জমা দিলেও অন্য কোনও সংগঠন মনোনয়নপত্র তোলেনি। চুঁচুড়ার মহসিন কলেজে ৪২টি আসনের মধ্যে ৩৮টিতে টিএমসিপি মনোনয়নপত্র তোলে। ভদ্রেশ্বরের সুকান্ত কলেজে ২০টি আসনের মধ্যে টিএমসিপি প্রত্যেকটির মনোনয়নপত্র তুললেও অন্য কেউই মনোনয়নপত্র তোলেনি। তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি শুভজিৎ সাউ বলেন, “সাংগঠনিক দিক দিয়ে দুর্বল হয়ে পড়ায় হার নিশ্চিত জেনে কোনও ছাত্র সংগঠন মনোনয়নপত্র তোলেনি।” এসএফআইয়ের জেলা সম্পাদক অনিন্দ্য ভট্টাচার্য অবশ্য জেলার কলেজগুলিতে গণতন্ত্র বিপন্ন বলে অভিযোগ করেন। তিনি বলেন, “পরিকল্পিত ভাবে বাইরে থেকে লোক জড়ো করে প্রতিটি কলেজে কোনও ছাত্র সংগঠনকেই মনোনয়নপত্র তুলতে দেওয়া হয়নি। ওদের লক্ষ্য ছিল কাউকে মনোনয়নপত্র তুলতে দেওয়া হবে না। মহসিন কলেজের ঘটনায় চুঁচুড়া থানায় পুলিশ ডায়েরি পর্যন্ত নেয়নি।” এই অভিযোগ অবশ্য পুলিশের তরফে অস্বীকার করা হয়েছে।

ব্লক ছাত্র যুব উৎসব পালিত হরিপালে
রাজ্য সরকারের যুব কল্যাণ দফতরের পরিচালনায় এবং হরিপাল পঞ্চায়েত সমিতি ও ব্লক যুব করণের সহযোগিতায় হরিপাল ব্লক ছাত্র যুব উৎসব ও ক্রীড়া প্রতিযোগিতা তিন দিন ধরে অনুষ্ঠিত হল। এই উপলক্ষে গত সোম, মঙ্গল এবং শনিবার বিভিন্ন খেলাধূলা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। উদ্বোধন করেন হরিপালের বিধায়ক বেচারাম মান্না। প্রথম দিন হরিপাল গুরুদয়াল ইনস্টিটিউশনের মাঠে ৮টি দলকে নিয়ে একদিনের ফুটবল প্রতিযোগিতা হয়। চ্যাম্পিয়ন হয় জামাইবাটি পল্লিমঙ্গল সমিতি। পরের দিন অনূর্ধ্ব ১৬ বছর বালক ও বালিকা বিভাগে ১০০ মিটার, ৪০০ মিটার, ১৫০০ মিটার দৌড়, ১০০ মিটার রিলে রেস, লং জাম্প, শটপাট প্রতিযোগিতা হয়। শনিবার হরিপাল লোকমঞ্চে সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজিত হয়। ১৫ বছর পর্যন্ত বয়সীদের বিভাগে বসে আঁকো, আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, একক নৃত্য এবং ক্যুইজ বিষয়ে প্রতিযোগিতা হয়। ১৫ থেকে ৩৫ বছর বয়সীদের বিভাগে ছিল আবৃত্তি, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, নৃত্য, বিতর্ক, ক্যুইজ ও তাৎক্ষণিক বক্তৃতা প্রতিযোগিতা। শিশু বিভাগে শ’দুয়েক এবং বড়দের বিভাগে শতাধিক প্রতিযোগী যোগ দেন। সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিডিও ইজাজ আহমেদ, পঞ্চায়েত সমিতির সভাপতি দীনবন্ধু কোলে প্রমুখ।

জেল-হাজতে তথাগত
চুঁচুড়া আদালত থেকে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি নেতা তথাগত রায়কে। ছবি: তাপস ঘোষ।
তৃণমূল কর্মীদের উপরে ‘হামলা’র মামলায় বুধবার বিজেপি-র রাজ্য নেতা তথাগত রায়কে ১৪ দিন জেল-হাজতে রাখার নির্দেশ দিলেন চুঁচুড়ার সিজেএম মঞ্জুশ্রী মণ্ডল। বিজেপি-র রাজ্য সভাপতি রাহুল সিংহ জানান, “আইনি লড়াই লড়ব। রাজ্যপালকে জানাব। শুক্রবার রাজ্য জুড়ে কালা-দিবস পালন করব।” অগস্টে ঘরছাড়াদের ফেরাতে গুড়াপের গুড়বাড়িতে তথাগতবাবু মিছিল করেন। অভিযোগ, ওই মিছিলের পর বিজেপি সমর্থকেরা তৃণমূল কর্মীদের মারেন। মামলায় কলকাতা হাইকোর্ট ৯ নভেম্বর তথাগতবাবুর জামিন মঞ্জুর করে ১ মাসের মধ্যে নিম্ন আদালতে হাজির হতে নির্দেশ দেয়। এ মাসের ৮ তারিখ সময়সীমা পেরিয়ে যায়। এ দিন তিনি চুঁচড়া আদালতে হাজিরা দিতে গেলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

দুর্ঘটনায় জখম প্রাক্তন মন্ত্রী
পথ দুর্ঘটনায় জখম প্রাক্তন মন্ত্রী নন্দরানি ডলের চিকিৎসা চলছে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। ছবি হিলটন ঘোষ।
পথ দুর্ঘটনায় আহত হয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সিপিএম নেত্রী নন্দরানি ডল। বুধবার মেদিনীপুরের বাড়ি থেকে তিনি কলকাতায় আসছিলেন দলীয় কর্মসূচিতে যোগ দিতে। নিজের গাড়িতেই। বেলা ১টা নাগাদ উলুবেড়িয়ার কুলগাছিয়ার কাছে মুম্বই রোডে একটি ট্রাক তাঁর গাড়ির পিছনে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে উল্টে যায় গাড়িটি। চালক ছাড়াও গাড়িতে ছিলেন তাঁর মেয়ে কেয়া সেন ও এক নিরাপত্তাকর্মী। স্থানীয় বাসিন্দারা চার জনকে উদ্ধার করেন। নন্দরানিদেবী এবং চালককে হাসপাতালে ভর্তি করানো হয়।

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু শিক্ষকের
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক শিক্ষকের। বুধবার ঘটনাটি ঘটেছে চন্ডীতলার থানার অহল্যাবাঈ রোডের দেশমুখার কাছে। পুলিশ জানায়, মৃতের নাম শান্তনু চক্রবর্তী(২২)। বুধবার স্কুলছুটির পরে বিকেল ৪টে নাগাদ শান্তনুবাবু সাইকেলে চেপে মশাটের বাড়িতে ফিরছিলেন। উল্টো দিক থেকে দ্রুতগতিতে আসা একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওই গাড়ির চাকাতেই পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান শান্তনুববাবু। তিনি স্থানীয় একটি স্কুলে শিক্ষকতা করতেন। অবস্থা বেগতিক বুঝে চালক ট্রাক নিয়ে পালিয়ে যায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না-তদন্তের জন্য শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে পাঠায়।

বিএসএনএল দফতরে আগুন
বিএসএনএল এর শাখা দফতরে আগুন লাগে বুধবার দুপুরে। পুলিশ ও দফতর সূত্রে জানা যায়, শ্রীরামপুরের দে স্ট্রীটে বিএসএনএল এর শাখা দফতরের স্যুইচ রুমে দুপুর ১২টা নাগাদ আগুন লেগে যায়। কর্মীদের তৎপরতায় কিছুক্ষণের মধ্যেই আগুন নেভে। দু’টি দমকলের গাড়ি ঘটনাস্থলে আসে। শর্টসার্কিট থেকেই আগুন লেগেছে বলে অনুমান দমকলের।

বোমা উদ্ধার
পরিত্যক্ত ব্যাগে ৫টি সকেট বোমা উদ্ধার ঘিরে আতঙ্ক ছড়াল। বুধবার, হাওড়ার সালকিয়ায়। পুলিশ জানায়, সালকিয়ার রাসবিহারী বসু লেনে নর্দমা সাফাইয়ের সময়ে পুর-কর্মীরা নর্দমার পাশে একটি পরিত্যক্ত ব্যাগে বোমাগুলি দেখেন। পুলিশ এসে বোমাগুলি নিষ্ক্রিয় করে। ঘটনার তদন্ত চলছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.