টুকরো খবর
পূর্বস্থলীতে উদ্ধার নকল মদ, চোলাই
পূর্বস্থলীর হেমায়েতপুর এলাকায় উদ্ধার হওয়া জাল মদ ও চোলাই। বুধবার ছবিটি তুলেছেন কেদারনাথ ভট্টাচার্য।
পূর্বস্থলী ১ ব্লকের শ্রীরামপুর, বৈরাগীপাড়া-সহ বেশ কয়েকটি জায়গায় অভিযান চালিয়ে মঙ্গলবার প্রচুর নকল মদ ও চোলাই আটক করলেন আবগারি দফতরের আধিকারিকেরা। আবগারি দফতর সূত্রে খবর, উদ্ধার হওয়া নকল মদের পরিমাণ প্রায় দু’হাজার লিটার। চোলাই উদ্ধার হয়েছে ২৫০ লিটার। মিলেছে লেবেল, স্পিরিট-সহ চোলাই তৈরির সরঞ্জামও। এ দিন ওই দফতরের ডেপুটি সুপার মানিক সরকারের নেতৃত্বে অভিযান চালানো হয়। আবগারি দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতার বিভিন্ন বাজার থেকে বোতল, লেবেল নিয়ে আসা হয়। স্পিরিট ও বিভিন্ন মাদকদ্রব্য দিয়ে নকল মদ তৈরি করে তাতে সাঁটানো হয় নামকরা সংস্থার লেবেল। এর পরে তা চলে যায় বিভিন্ন প্রত্যন্ত গ্রামের বাজারগুলিতে। উল্লেখ্য, বছরখানেক আগে পূর্বস্থলীর শ্রীরামপুর ও দোগাছিয়া এলাকা থেকেও প্রচুর নকল মদ উদ্ধার হয়।

‘ভুয়ো’ সমন পাঠানোয় ধৃত আইনজীবী
বিচারকের সই ও রবার স্ট্যাম্প ব্যবহার করে কয়েক জনকে ‘ভুয়ো’ সমন পাঠানোর দায়ে গ্রেফতার হয়েছেন এক আইনজীবী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম সুদীপ্ত রায়। তাঁর ভাইকেও এই ঘটনায় গ্রেফতার করেছে বর্ধমান থানার পুলিশ। বুধবার পুলিশ ওই দু’জনকে আদালতে হাজির করানো হলে ভারপ্রাপ্ত সিজেএম শুভ্রকান্তি ধর তাঁকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। ধৃতের আইনজীবী কমল দত্ত জানান, ওই ব্যক্তির বিরুদ্ধে এগজিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও দ্বিতীয় বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট আদালতের নামে জাল রবার স্ট্যাম্প ও বিচারকদের সই জাল করে সমন পাঠানোর অভিযোগ রয়েছে। সব মিলিয়ে মোট ৯ জনের নামে আদালতে এই জাল পরোয়ানা পাঠানো হয়। এর পরে হুগলির শ্যাওড়াফুলির বাসিন্দা সুশীলকুমার রায় বর্ধমান থানায় ওই আইনজীবী ও তাঁর ভাইয়ের নামে অভিযোগ করেন। তার জেরে ওই দু’জনকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ।

ফল খারাপ, ক্ষুব্ধ টিএমসিপি
পরীক্ষায় খারাপ ফল, কাউকে দায়িত্ব না দিয়ে দীর্ঘ দিন অধ্যক্ষের কলেজে না আসা-সহ বিভিন্ন অভিযোগে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের পদ্মজা নাইডু কলেজ অফ মিউজিকের টিএমসিপি-র ছাত্র সংসদের তরফে বুধবার দিনভর কলেজের গেটে বিক্ষোভ দেখানো হয়। সংসদের সম্পাদিকা সুমিত্রা দাসের অভিযোগ, “অধ্যক্ষ প্রায় ৬ মাস ধরে কলেজে আসছেন না। বি-মিউজিকের নিয়মিত ক্লাস ও প্রাকটিক্যাল হচ্ছে না। তারই জেরে ছাত্রীরা কম নম্বর পাচ্ছেন। অথচ রিভিউয়ের কাজেও তাঁর সাহায্য মিলছে না।” এ দিকে অধ্যক্ষ আবুল হাসানের দাবি, “ছাত্রীদের বি-মিউজিক পার্ট-২ পরীক্ষার ফল খারাপ হয়েছে। তাতেই ওঁরা বিক্ষোভ দেখাচ্ছেন। আমি অসুস্থতার কারণে কলেজে যেতে পারছি না। বাড়িতে বসেই কলেজের সমস্ত কাজ করছি। পরিচালন সমিতি অন্য কাউকে চার্জ দিলে আমার আপত্তি নেই।”

বিএসসি-বিকম ফল প্রকাশিত
বর্ধমান বিশ্ববিদ্যালয়ের বিএসসি ও বিকম পার্ট-২ অনার্স ও পাস পাঠ্যক্রমের ফল প্রকাশ হয়েছে। পরীক্ষা নিয়ামক সুকুমার মুখোপাধ্যায় জানান, বিএসসি অনার্সে ৪৯৭৫ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২৪৮২ জন। বিএসসি পাস পাঠ্যক্রমে ১১৩০ পরীক্ষার্থীর মধ্যে ৩৬৫ জন পাশ করেছেন। বিকম অনার্স পার্ট-২ পরীক্ষায় ১৮১৬ জনের মধ্যে উত্তীর্ণের সংখ্যা ১০৬৬। বিকম পাস পাঠ্যক্রমে ১৪৫৪ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬১২ জন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.