টুকরো খবর |
মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
|
চলছে মেরামতির কাজ। নিজস্ব চিত্র। |
মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হওয়ায় ঘণ্টা দু’য়েক আপ লাইনে ট্রেন চলাচল বিঘ্নিত হয়েছে। বুধবার ভোর সাড়ে ৬টা নাগাদ অন্ডালের ইস্ট কেবিনের কাছে বর্ধমান থেকে আসানসোলগামী একটি মালগাড়ির তিনটি বগি লাইনচ্যুত হয়। এর জেরে আসানসোল থেকে ৭টা ৪০ মিনিটে ছাড়া আসানসোল-বর্ধমান লোকাল ট্রেন বাতিল হয়ে যায়। বিকল্প ব্যবস্থা হিসেবে আসানসোল-শিয়ালদহ ইন্টারসিটি এক্সপ্রেস বর্ধমান পর্যন্ত সব স্টেশনে দাঁড়ানোর ব্যবস্থা করা হয়। আজমির সরিফ ওয়ারিয়ায় এবং বর্ধমান-আসানসোল দু’টি লোকাল ট্রেনের একটি পানাগড়ে এবং অপরটি দুর্গাপুরে দাঁড়িয়ে পড়ে। প্রসঙ্গত, সোমবার গভীর রাতে বীরভূমের রাজগ্রাম স্টেশনের কাছে একটি কয়লা বোঝাই মালগাড়ির আটটি কামরা লাইনচ্যুত হয়। তার পরে ফের এ দিন এমন ঘটনা ঘটল। এ দিন রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কী করে এমন ঘটল, প্রযুক্তি-সহ অন্য সব দিক তদন্ত করে দেখা হচ্ছে।
|
কারখানায় সংঘর্ষ, জখম চার দুর্গাপুরে
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
মিশ্র ইস্পাত কারখানায় (এএসপি) দু’টি দলের মধ্যে সংঘর্ষে জখম হয়েছেন চার জন। তাঁদের মধ্যে এক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইএনটিটিইউসির দাবি, আহতেরা তাদের সংগঠনের কর্মী সমর্থক। সিটু ও আইএনটিইউসি যৌথভাবে এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে আইএনটিটিইউসি। অন্য দিকে, সিটু ও আইএনটিইউসি এই অভিযোগ অস্বীকার করেছে। এএসপি সূত্রে জানা গিয়েছে, এ দিন শ্রমিক সংক্রান্ত কিছু বিষয় নিয়ে কারখানায় বৈঠক করছিলেন আইএনটিটিইউসি কর্মী সমর্থকেরা। সংগঠনের কারখানা ইউনিটের সাধারণ সম্পাদক অশোক কুণ্ডুুর অভিযোগ, “হঠাৎ কয়েক জন এসে তাঁদের কর্মী সমর্থকদের উপরে চড়াও হয়। চার জন জখম হন। এর মধ্যে একজনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।” তাঁর দাবি, “খোঁজ নিয়ে জেনেছি, সিটু ও আইএনটিউসি যৌথভাবে এই হামলা চালিয়েছে।” অভিযোগ অস্বীকার করেছে সিটু ও আইএনটিইউসি-দুই পক্ষই। সিটুর জেলা সভাপতি দেবব্রত বন্দ্যোপাধ্যায় জানান, বিধানসভা নির্বাচনের পর থেকে শিল্পাঞ্চলের বিভিন্ন শিল্প কারখানায় সিটু সমর্থকদের কারখানায় ঢুকতে বাধা দেওয়া হয়েছে। জোর করে সিটু ছাড়তে বাধ্য করা হয়েছে অনেককে। সেখানে আইএনটিটিইউসি তাঁদের বিরুদ্ধে এমন অভিযোগ করায় বিস্ময় প্রকাশ করেন তিনি। অন্য দিকে, আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নেই।”
|
বেতন মেলেনি, বিক্ষোভ অন্ডালে
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বেতন মিলতে দেরি হওয়ায় ঘণ্টা চারেক কাজ বন্ধ রেখে বিক্ষোভ দেখান শ্রমিকরা। বুধবার ঘটনাটি ঘটেছে অন্ডালের সিঁদুলি ও জামবাদ ইউনিটে। শ্রমিকদের দাবি, মাসের ১০ তারিখের মধ্যে বেতন পেয়ে যান। কিন্তু এই মাসে ১৪ তারিখ পর্যন্ত কোনও ‘পে স্লিপ’ তৈরি হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছেন, ‘পে ক্লাকর্’ ছুটিতে থাকায় এই বিপত্তি ঘটেছে। দু’দিনের মধ্যেই সমস্যা মিটে যাবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। বিক্ষোভকারীরা জানিয়েছেন, ভবিষ্যতে ওই ব্যক্তি ছুটি নিলে বিকল্প এক জনের ব্যবস্থা না করা হলে তাঁরা বৃহত্তর আন্দোলনে যাবেন।
|
পুনর্বাসনের দাবি
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
সাঁকতোড়িয়া ভিলেজার্স কমিটির উদ্যোগে বুধবার ইসিএলের সাঁকতোড়িয়া সদর কার্যালয়ে বিক্ষোভ দেখান কয়েকশো গ্রামবাসী। সংগঠনের সহ-সম্পাদক বাচ্চু মুখোপাধ্যায় জানান, ধস কবলিত এলাকার বাসিন্দাদের পরিচয়পত্র প্রদান ও পুনর্বাসনের দাবিতে এ দিন বিক্ষোভ দেখানো হয়। |
|