টুকরো খবর
বহির্বিভাগ বন্ধ ডেন্টালে
বারবার অনুরোধ করা সত্ত্বেও দস্তানা, মুখোশ, গজ, স্পিরিটের মতো সরঞ্জাম হাসপাতালের স্টোরে পর্যাপ্ত পরিমাণে মজুত করা হয়নি বলে রোগীদের সুষ্ঠু পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না জানিয়ে সোমবার থেকে বহির্বিভাগে চিকিৎসা বন্ধ রেখেছেন উত্তরবঙ্গ ডেন্টাল কলেজের জুনিয়র ডাক্তাররা। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তাঁরা এই অভিযোগ জানান। জুনিয়র ডাক্তার কাউন্সিলের সভাপতি মুস্তাফিজুর রহমান জানান, অভিযোগ উঠলে সাময়িকভাবে তার ব্যবস্থা করে পরিস্থিতি ঠেকা দেওয়া হয়। বর্তমান পরিস্থিতিতে সরঞ্জামের অভাবে রোগীদের চিকিৎসা করতে সমস্যা হচ্ছে। প্রয়োজনীয় ব্যবস্থা না করা পর্যন্ত পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। জুনিয়র চিকিৎসকদের সমর্থন জানিয়েছেন ডেন্টাল কলেজের ছাত্র সংসদের সদস্যরা। ডেন্টাল কলেজের অধ্যক্ষ সত্যব্রত মুখোপাধ্যায় বলেন, “জুনিয়র চিকিৎসকদের দাবি যুক্তিযুক্ত। ২০০৯-এ স্টোর কিপার অবসর নেওয়ার পর ওই পদে কর্মী নিয়োগ হয়নি। সমস্যা হচ্ছে। বুধবারই স্বাস্থ্য দফতরে গিয়ে সমস্যার কথা জানিয়ে ব্যবস্থা নিতে অনুরোধ জানাব।

ক্ষতিপূরণের টাকা পুলিশকে
ঢাকুরিয়ার আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য কলকাতা পুলিশকে দু’কোটি ৭০ লক্ষ টাকা মঞ্জুর করেছে রাজ্যের প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলা দফতর। মঙ্গলবার মহাকরণে এ কথা জানান দফতরের সচিব ইন্দীবর পাণ্ডে। আমরিতে অগ্নিকাণ্ডের পরেই মৃতদের প্রত্যেকের পরিবারকে তিন লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইন্দীবর জানান, কলকাতা পুলিশের তরফে ক্ষতিপূরণের বিষয়টি তদারকির জন্য যুগ্ম কমিশনার (অপরাধ দমন) দময়ন্তী সেনকে ‘নোডাল অফিসার’ করা হয়েছে। মৃতদের পরিবারের তরফে যুগ্ম কমিশনারের সঙ্গে যোগাযোগের জন্য দু’টি ফোন নম্বর ঘোষণা করেছে কলকাতা পুলিশ। ৯৮৩০১৫৪৪১১ এবং ০৩৩-২২১৪৫৭৩৭ এই দু’টি নম্বরে ফোন করলে ক্ষতিপূরণ সম্পর্কে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

টাকা চাওয়ার নালিশ
সন্তানের জন্ম দেওয়ার পরে এক প্রসূতির কাছ থেকে ‘জোর করে’ টাকা আদায়ের চেষ্টার অভিযোগ উঠেছে রঘুনাথপুর মহকুমা হাসপাতালের প্রসূতি বিভাগের চতুর্থ শ্রেণির কিছু কর্মীর বিরুদ্ধে। মঙ্গলবার এই মর্মে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েছেন ওই প্রসূতি। অভিযোগের প্রেক্ষিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের সুপার সুভাষ চন্দ্র। হাসপাতাল সূত্রের খবর, এ দিন সকালে ওই হাসপাতালে সন্তানের জন্ম দেন রঘুনাথপুর এলাকারই বাসিন্দা মৌসুমী বাউরি। তাঁর দাবি, এর পরেই কিছু চতুর্থ শ্রেণির কর্মী তাঁর কাছে ৫০০ টাকা দাবি করেন। মৌসুমীদেবীর অভিযোগ, “ওই কর্মীদের বলি, আমার কাছে টাকা নেই। স্বামী আসার পরে দিতে পারব। কিন্তু ওই কর্মীরা জানিয়ে দেন, দাবিমতো টাকা না দিলে সদ্যোজাতের পরিচর্যা করা হবে না।” মৌসুমীদেবীর স্বামী সমীর বাউরির দাবি, “ওঁদের বলি, আমি দিনমজুরি করি। টাকা দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু ওঁরা টাকার দাবিতে অনড় থাকেন।”

জননী সুরক্ষায় দান
জননী সুরক্ষা প্রকল্পে ১৭২ জন মহিলাকে সরকারি আর্থিক অনুদান দিল কুলটি পুরসভা। পুরপ্রধান উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, প্রত্যেককে পাঁচশো টাকা করে চেক দেওয়া হয়েছে। সরকারের নিয়মানুযায়ী, পুরসভা এ বার থেকে নিয়ম করে পুর কার্যালয় থেকেই চেক প্রদান করবে।

আইএমএ-র নতুন পত্রিকা
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের দুর্গাপুর শাখার পক্ষ থেকে সোমবার বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানে চিকিৎসা সংক্রান্ত পত্রিকা ‘ইওর হেলথ’-র আনুষ্ঠানিক প্রকাশ করা হয়। উপস্থিত ছিলেন পত্রিকার সম্পাদক চিকিৎসক প্রদীপ নিমানি। উদ্যোক্তাদের পক্ষে দুর্গাপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক মিহির নন্দী জানান, সাধারণ মানুষ বিভিন্ন রোগ ও তা থেকে থেকে বাঁচতে কী কী বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন, সে সব তথ্য পাবেন।

আধুনিক চিকিৎসা
দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট জেলা হাসপাতালে রোগ নির্ণয় সুবিধাযুক্ত আধুনিক চিকিৎসা ইউনিট তৈরির অনুমোদন দিল রাজ্য সরকার। এই প্রকল্প রূপায়ণে রাজ্য ১০ কোটি টাকা মঞ্জুর করেছে। জেলাশাসক দূর্গাদাস গোস্বামী মঙ্গলবার এই খবর দিয়ে বলেন, “জেলা হাসপাতালে সিটি স্ক্যান, এমআরআই, ডায়ালেসিস -সহ অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা সম্পন্ন ইউনিট চালু হবে। পাবলিক-প্রাইভেট-পার্টনার (পিপিপি) ব্যবস্থায় গড়ে তেলা হবে কেন্দ্র।” শীঘ্রই বৈঠক করে কাজ শুরু হবে বলে জেলাশাসক জানিয়েছেন। সীমান্তবর্তী এই জেলায় পিছিয়ে থাকা স্বাস্থ্য ব্যবস্থায় অত্যাধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয় পরিষেবা হাতের মুঠোয় মেলার খবরে জেলা জুড়ে খুশির হাওয়া। রাজ্যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী ক্ষমতায় এসে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির সিদ্ধান্ত গ্রহণ করায় খুশি জেলার তৃণমূল শিবিরও।

স্বাস্থ্যশিবির
‘দুর্গাপুর টাউন হোমিওপ্যাথিক ডক্টরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন’-র উদ্যোগে বিনামূল্যে হোমিওপ্যাথি স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। আয়োজকদের পক্ষে চিকিৎসক শান্তনু রায় জানান, শিবিরে ৭০ জন পুরুষ, ৬৮ জন মহিলা এবং ৮৭ জন শিশুর বিনামূল্যে চিকিৎসা করা হয়।

বিষক্রিয়ায় মৃত্যু

বিষক্রিয়ায় কিশোরীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার চোপড়ার সোনাপুরের কাছে হোসেনপুর এলাকায় ঘটনাটি ঘটে। মৃতের নাম সাহেবানু খাতুন (১৮)। বাড়ি ওই এলাকাতেই।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.