|
|
|
|
রাস্তায় ছিনতাইয়ের জের |
সন্ধ্যার পরে বাস বন্ধ লালগড় রুটে |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
সন্ধ্যার পর বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে মেদিনীপুর-লালগড় রুটে।
বাস ব্যবসায়ীদের বক্তব্য, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে বাস আটকানো হচ্ছে। যাত্রীদের মারধর করে ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। অথচ, পুলিশ-প্রশাসন নির্বিকার। এই পরিস্থিতিতে যাত্রীদের সুরক্ষার কথা ভেবেই বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
সন্ধ্যার পর মেদিনীপুর-লালগড় রুটে দু’টি বাস চলত। একটি মেদিনীপুর থেকে ৬টা ২০ নাগাদ ছেড়ে লালগড় যেত। অন্যটি হাওড়া-সারেঙ্গা রুটের বাস। মেদিনীপুর থেকে ৭টা ১৫ নাগাদ ছেড়ে লালগড়, রামগড় হয়ে সারেঙ্গায় পৌঁছত। দু’টি বাসই সোমবার সন্ধ্যা থেকে আর চলছে না। জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি বলেন, “গত রবিবার ঝিটকার জঙ্গলের কাছে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে। এর আগেও এমন ঘটনা ঘটেছে। যাত্রী সুরক্ষার কথা ভেবেই সন্ধের পর ওই রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।” সংশ্লিষ্ট রুটে বাস চলাচল স্বাভাবিক রাখতে পুলিশ-প্রশাসনের প্রয়োজনীয় পদক্ষেপ করা উচিত বলে মনে করেন জেলা বাস ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি শিবু সরখেল। তাঁর কথায়, “একের পর এক ছিনতাইয়ের ঘটনা ঘটছে। অথচ, পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না। এই পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব।” লালগড়ের বিডিও অভিজিৎ সামন্ত বলেন,“বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।”
স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার রাতেই লালগড়ের কাঁটাপাহাড়ি অঞ্চলের লকাটে বাস থামিয়ে ছিনতাইয়ের ঘটনা ঘটে। হাওড়া-সারেঙ্গা ভায়া লালগড় রুটের একটি বেসরকারি বাসে জনা ৩৫ যাত্রী ছিলেন। বাসটি লালগড় ছেড়ে খাসজঙ্গল যাচ্ছিল। কাঁটাপাহাড়ি পেরনোর পর লকাটের কাছে রাস্তায় গাছের গুঁড়ি পড়ে থাকায় বাস থামাতে বাধ্য হন চালক। তখনই জনা সাতেক সশস্ত্র দুষ্কৃতী বাসে উঠে পড়ে। মারধর করে যাত্রীদের নগদ টাকা, মোবাইল ফোন-সহ সর্বস্ব কেড়ে নেয় তারা। ওই সময় রামগড়গামী একটি মারুতি গাড়ি সেখানে এসে পড়লে গাড়ির আরোহীদেরও নগদ টাকা ও মোবাইল লুঠ করে দুষ্কৃতীরা। শুধু রুটের বাসই নয়, বরযাত্রী বোঝাই একটি বাসও সম্প্রতি ছিনতাইকারীদের কবলে পড়েছে। অভিযোগ, ঘটনাস্থলের অদূরেই কাঁটাপাহাড়িতে যৌথ বাহিনীর ক্যাম্প রয়েছে। তা সত্ত্বেও কাঁটাপাহাড়ি-রামগড় পিচ রাস্তার উপর এ ধরনের দুষ্কর্ম চলছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে পুলিশ।
|
|
|
|
|
|