টুকরো খবর |
মোহনবাগানের আগে মহমেডান |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
মহমেডান-১ (স্ট্যানলি)
টেকনো এরিয়ান-০ |
সুব্রত ভট্টাচার্যকে টপকালেন অলোক মুখোপাধ্যায়। মঙ্গলবার কলকাতা প্রিমিয়ার লিগে টেকনো এরিয়ানকে ১-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় দু’নম্বরে উঠে এল মহমেডান (১১)। ৬ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ইস্টবেঙ্গল। একটা ম্যাচ কম খেলে তিনে মোহনবাগান (১০)। মহমেডান জিতলেও গোল নষ্টের বদভ্যাস থেকে কিছুতেই বেরোতে পারছেন না সাদা-কালো ফুটবলাররা। স্ট্যানলি-অ্যালফ্রেড নামে বিদেশি দলে থাকলেও এক জন প্রকৃত স্ট্রাইকারের অভাব হাড়ে হাড়ে টের পাচ্ছেন অলোক। ম্যাচ শুরুর আধ ঘণ্টার মধ্যে দিনের সবচেয়ে সহজ সুযোগ পেয়েছিলেন স্ট্যানলি। কিন্তু এরিয়ান গোলকিপার শিবরামকে ফাঁকি দিয়েও ফাঁকা গোলে বল ঢোকাতে পারেননি। বিরতির পর অবশ্য সেই স্ট্যানলির গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে মহমেডান। গোল নষ্টের প্রদর্শনী আটকাতে এক জন নাইজিরিয়ান ফুটবলারকে ট্রায়ালে ডাকা হয়েছে। বুধবারই মহমেডান অনুশীলনে তাঁকে দেখা যাবে। নতুন বছরের আগে লিগে আর খেলা নেই মহমেডানের। কোচ অলোক বলছিলেন, “সামনেই আই লিগ দ্বিতীয় ডিভিশনের খেলা আছে। এই সময়টা দলের সঠিক ভারসাম্য বানানোর কাজে লাগাব।”
|
দশ বছর পরে বাদ রণদেব |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
দীর্ঘ দশ বছর পরে বাংলার প্রথম এগারো থেকে বাদ পড়লেন রণদেব বসু। সোমবার রাতেও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনও ইঙ্গিত ছিল না। বারো জনের দলে রণদেব ছিলেন। সকালে ম্যাচের ঠিক আগে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের মুখ থেকে রণদেব জানতে পারেন, তিনি প্রথম দলে নেই। রণদেবের বদলি হিসেবে এই ম্যাচে অভিষেক হল শ্যামবাজারের ডানহাতি পেসার বীরপ্রতাপ সিংহের। ইডেনে প্রথম দিন বীরপ্রতাপের বোলিং হিসেব ১০-০-৪৯-১। ম্যাচ শেষে অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বা কোচ ডব্লিউ ভি রামন কোনও কথা বলতে চাননি। রামন সরাসরি বলে দেন, “যা বলার, ম্যাচের পরে বলব।” আর ম্যাচের পরে রণদেবকে ফোনে ধরা হলে তিনি বলেন, “আমি এই নিয়ে কোনও মন্তব্য করতে পারব না।” নির্বাচকদের চেয়ারম্যান দীপ দাশগুপ্তও এই স্পর্শকাতর বিষয় নিয়ে কিছু বলতে চাননি। তাঁর বক্তব্য, “পনেরো জনের দল গড়া নির্বাচকদের কাজ। চূড়ান্ত এগারো টিম ম্যানেজমেন্টের।” ময়দানের একটা মহল মনে করছে, দিল্লি ম্যাচে এ দিন বাংলার বোলিং ভাল হওয়ায় পরের বরোদা ম্যাচেও রণদেবের পক্ষে প্রথম এগারোয় ফেরা কঠিন হবে। কারণ বাকি দুই পেসার অশোক দিন্দা ও সামি আহমেদের তুলনায় তাঁর সাফল্য এ মরসুমে কম। সে ক্ষেত্রে তিনি প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের কথা ভাবতে পারেন। রণদেব স্বয়ং কী করবেন, ঠিক করেননি। তবে এই মুহূর্তে অবসর নেওয়ার কোনও ভাবনা তাঁর নেই।
|
প্রিমিয়ার লিগেও হারল ম্যান সিটি |
সংবাদসংস্থা • লন্ডন |
|
এএফপি-র ছবিতে পেনাল্টিতে ২-১ করে ল্যাম্পার্ড। |
অবশেষে ইংলিশ প্রিমিয়ার লিগে হার মানল রবের্তো মানচিনির ম্যাঞ্চেস্টার সিটি। ইউরোপিয়ান চ্যাম্পিন্সস লিগে গ্রুপ থেকে ছিটকে গেলেও এই মরসুমে ঘরেয়া লিগে ১৪ ম্যাচ অপরাজিত আগেরো-বালোতেল্লিরা গত রাতে ১-২ হারলেন চেলসির কাছে। দেড় মিনিটেই সিটিকে এগিয়ে দিয়েছিলেন বালোতেল্লি। অসাধারণ দক্ষতায় পের চেককে কাটিয়ে। তবে বিরতির আগেই স্টারিজের ক্রস থেকে ১-১ করেন রাউল মেইরেলেস। ম্যাচ শেষ হওয়ার সাত মিনিট আগে পেনাল্টি থেকে চেলসির জয়ের গোল করেন বদলি হিসাবে নামা অভিজ্ঞ ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ড। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজের এই জয়ে চেলসি লিগ টেবিলে উঠে এল তিন নম্বরে (৩১ পয়েন্ট)। দুই ম্যাঞ্চেস্টারসিটি এবং ইউনাইটেডের ঠিক পিছনেই। চেলসির জয়ে সুবিধা হল অ্যালেক্স ফার্গুসনেরও। ম্যান সিটি (৩৮) হেরে যাওয়ায় ১৫ ম্যাচ শেষে ফার্গুসনের ম্যান ইউনাইটেডের (৩৬) সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান মাত্র দুই। সোমবার রাতের ম্যাচে প্রথম থেকে প্রাধান্য ছিল কিন্তু সিটির। দ্বিতীয়ার্ধের শুরুতে ক্লিচি লাল কার্ড দেখায় দশ জন হয়ে যায় সিটি। আর সেই সুযোগে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় চেলসি। শেষ আধ ঘণ্টা বল ছিল সিটির বক্সের আশপাশেই। বিরতির আগে মেইরেলেসর গোলটি যদিও ছিল স্রোতের বিপরীতে। চেলসির দু’নম্বর গোলেও অবদান স্টারিজের। তাঁর গোলমুখী শট বক্সে হাতে লাগে লেসকটের। পেনাল্টি থেকে ২-১ করেন দশ মিনিট আগে মাঠে নামা ল্যাম্পার্ড।
|
র্যাঙ্কিংয়ে নামলেন সচিন-দ্রাবিড়রা |
সংবাদসংস্থা • দুবাই |
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে এক ধাপ করে নেমে গেলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড় এবং জাহির খান। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ছয় থেকে সাতে নামলেন সচিন। দ্রাবিড় ন’নম্বরে রয়েছেন। বোলারদের মধ্যে ছ’নম্বরে আছেন জাহির।
|
ডেম্পোর বিরুদ্ধে মেহতাব আত্মবিশ্বাসী |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
ডেম্পোর বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে নামার ৪৮ ঘণ্টা আগে আত্মবিশ্বাসী মেহতাব হোসেন। একটি ফুটবল পত্রিকার বর্ষপূর্তি অনুষ্ঠানে এসে বললেন, “কঠিন ম্যাচ হলেও আমরা জেতার জন্যই ঝাঁপাব।” সাফ কাপ থেকে ক্লাইম্যাক্স-ক্লিফোর্ড-সহ আট জন ফুটবলার ডেম্পো দলে যোগ দিচ্ছেন। মেহতাব অবশ্য উড়িয়ে দিলেন ওই ফুটবলারদের ক্লান্ত থাকার সম্ভাবনা। “বড় ম্যাচে যখন ক্লাইম্যাক্সদের মতো ফুটবলাররা নামে তখন ক্লান্তির কথা ভুলে যায়।” পাশাপাশি প্রশংসা করলেন ইস্টবেঙ্গলের রিজার্ভ বেঞ্চের। এ দিকে ব্যক্তিগত কাজে স্কটল্যান্ড চলে যাওয়া অ্যালান গাও বুধবার হয়তো ফিরছেন।
|
আনন্দ যুগ্ম পঞ্চম |
সংবাদসংস্থা • লন্ডন |
বেশ খারাপ ফল করলেন বিশ্বনাথন আনন্দ। লন্ডন ক্লাসিকের শেষ রাউন্ডও কালো নিয়ে ড্র করায় পয়েন্ট দাঁড়াল ৯। ন’জনের টুর্নামেন্টে তিনি শেষ পর্যন্ত পঞ্চম হলেন। যুগ্ম ভাবে। অবশ্য এর আগে বিলবাও ফাইনাল মাস্টার্স এবং তাজ মেমোরিয়ালেও মাঝারিমানের ফল করেন আনন্দ। আগামী বছর বরিস গেলফাঁ-র সঙ্গে আনন্দের খেতাবি লড়াই। প্রস্তুতিও চালাচ্ছেন ভারতীয় সুপারমাস্টার। কিন্তু শেষ তিনটি টুর্নামেন্টে আনন্দের ফর্ম এখন থেকেই অনেকের উদ্বেগের কারণ হয়ে দাঁড়াল। যদিও শেষ রাউন্ডে জেতার চেষ্টাই করেননি। চ্যাম্পিয়ন হলেন ক্র্যামনিক।
|
৬ বছরে অনূর্ধ্ব চোদ্দো দলে |
সংবাদসংস্থা • মুম্বই |
|
দাদা সরফরাজ খান বছর দুই আগে হ্যারিস শিল্ডে সচিন তেন্ডুলকরের ৩২৬ নট আউটের রেকর্ড ভেঙেছিল, বারো বছর বয়সে। এ বার সরফরাজের ভাই মুশির খান বিরল নজির গড়ল, ৬ বছর বয়সে অনূর্ধ্ব চোদ্দো জাইলস শিল্ড স্কুল ক্রিকেটে খেলে। বাঁ-হাতি স্পিনার মুশির আঞ্জুমান ইংলিশ স্কুলে ক্লাস টু-র ছাত্র। মুম্বইয়ের ১১৪ বছরের পুরনো স্কুল টুর্নামেন্টের রেকর্ড রক্ষিত না হলেও সম্ভবত মুশিরই কনিষ্ঠতম। মাঠে ব্যাট -বলে (২৮ বলে ৩ এবং ৫ ওভারে ১২ রান দিয়ে উইকেট নেই) বিশেষ কিছু না করতে পারলেও ড্যানিয়েল ভেত্তোরির ভক্ত মুশির বলেছে, “ব্যাটে ওপেন করার জন্য তৈরি ছিলাম না। আর বোলিংয়ে ক্লোজ ইনে দু’টো ক্যাচ না পড়লে উইকেটও পেতাম।” সরফরাজের মতোই মুশিরেরও কোচ তাদের বাবা, মুম্বই ক্রিকেটে পরিচিত নাম নৌশাদ খান। ইকবাল আবদুল্লার মতো রঞ্জি ক্রিকেটার যাঁর ছাত্র।
|
সেরা হাওড়ার অজয় |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
হাওড়া জেলা দাবা সংস্থার ফিডে রেটেড দাবা টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলেন হাওড়ার অজয় হালদার। ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শেষ রাউন্ডে নেপালের মণীশ হামালের সঙ্গে ড্র করলেও অজয়ের চ্যাম্পিয়নশিপের পুরস্কার জিততে অসুবিধা হয়নি। রানার্স মণীশ। টুর্নামেন্টে দু’জন ফিডে মাস্টার এবং একজন মেয়ে ফিডে মাস্টার-সহ ২৬৬ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন।
|
সুনীল এক মাস মাঠের বাইরে |
মোহনবাগানের হয়ে এক মাস মাঠে নামতে পারবেন না সুনীল ছেত্রী। ডাক্তারের রিপোর্ট অনুযায়ী সুনীলের লিগামেন্টের চোট গুরুতর। দু’সপ্তাহ নয়। এক মাস বিশ্রাম নিতে হবে।
|
অন্য খেলায় |
আন্তঃজেলা সাব জুনিয়র ফুটবল টুর্নামেন্টে হুগলি ২-১ হারাল দক্ষিণ ২৪ পরগণাকে। অন্য দিকে হাওড়া ৩-০ হারাল পূর্ব মেদিনীপুরকে।
|
বুধবার |
আই লিগে-মোহনবাগান: হ্যাল (বেঙ্গালুরু, ৩-০০),
প্রয়াগ ইউনাইটেড: পৈলান অ্যারোজ (যুবভারতী, ২-০০),
স্পোর্টিং ক্লুব: এয়ার ইন্ডিয়া (মারগাও), চিরাগ কেরল: চার্চিল (কান্নুর)। |
|