|
|
|
|
টুকরো খবর |
দুর্ঘটনায় মৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • দাঁতন |
দুর্ঘটনাগ্রস্ত লরিকে রাস্তার পাশের খাদ থেকে তুলতে গিয়ে লরি-সহ উল্টে গেল ক্রেন। ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ক্রেনের খালাসির। নাম নেপাল মাইতি (২৬)। বাড়ি বেলদা থান এলাকার মহম্মদপুর গ্রামে। ঘটনাটি ৬০ নম্বর জাতীয় সড়কে দাঁতন থানা এলাকার শান্তানগরের। পুলিশ জানিয়েছে, সোমবার রাতে বেলদা থেকে সোনাকনিয়ায় ইট আনতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় ফাঁকা লরিটি। আহত হয়েছিলেন লরির চালক ও খালাসি। লরিটিকে খাদ থেকে তোলার জন্য ওই রাতেই বেলদা থেকে ঘটনাস্থলে যায় ক্রেনটি। লরিটিকে মাটি থেকে তোলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ক্রেনটিও খাদে পড়ে যায়।
|
স্কুল-ভোটে জয়ী তৃণমূল |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
একের পর এক স্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচনে জয়ী হলেন তৃণমূল সমর্থিতেরা। খড়্গপুর গ্রামীণ এলাকার ৬টি স্কুলেই জয় পেয়েছে তৃণমূল। তার মধ্যে চাঙ্গুয়াল হাইস্কুল, বলরাম হাইস্কুল ও চকমকরামপুর হাইস্কুল আগে বামপন্থীদের দখলে ছিল। তবে মাদপুর হাইস্কুল, মাদপুর বালিকা বিদ্যালয় ও বানভাসি হাইস্কুল তৃণমূলের দখলে ছিল। তৃণমূল নেতা অজিত মাইতি বলেন, “সিপিএমের সন্ত্রাসের কারণে ওই স্কুলগুলি আমরা জিততে পারিনি। পরিবর্তনের পরেই একের পর এক স্কুলে জয় পাচ্ছি।”
|
|
|
|
|
|