টুকরো খবর
হাতি ভাঙল ১০টি ঘর
ঘন্টা দুয়েক তান্ডব চালিয়ে বুনো মাকনা হাতি ভাঙল ১০টি ঘর। সোমবার রাতে ঘটনাটি ঘটে ডুয়ার্সের নিমতিঝোরা এলাকায়। মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে রেঞ্জ অফিসারকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। বক্সা ব্যাঘ্র প্রকল্পের নিমতি এলাকার রেঞ্জ অফিসার নারায়ণ আচার্য জানান, কয়েকদিন ধরে তাঁর রেঞ্জের বিভিন্ন জায়গায় তাণ্ডব চালাচ্ছে বুনো হাতির দল। ওই দিন রাতে নিমতিঝোরা ও উত্তর লতাবাড়ি এলাকায় বুনো হাতির দল তাণ্ডব চালায়। উত্তর লতাবাড়ি এলাকায় একটি চার্চের সুপারি বাগান ও কলাবাগান নষ্ট করে তিনটি বুনো হাতি। রাত প্রায় আড়াইটে থেকে ভোর চারটে পর্যন্ত একটি বড় মাকনা হাতি পশ্চিম পোরো বিটের কাছে নিমতিঝোরা এলাকায় তাণ্ডব চালায়। নিমতিঝোরা এলাকায় দাঁতালের তাণ্ডবে দশটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রেঞ্জ অফিসার বলেন, “এলাকায় নজরদারি বাড়ানো হচ্ছে।” এলাকার স্থানীয় বাসিন্দা তন্ময় গাবুর অভিযোগ করেন, “হাতির হানায় আমরা অতিষ্ঠ। রাতে ডেকেও পাওয়া যাচ্ছে না বনকর্মীদের।”

রানওয়েতে কুকুর, অবতরণে দেরি
রানওয়েতে ঢুকে পড়ল কুকুর। আর তাই ঠিক সময়ে নামতে পারল না বিমান। মঙ্গলবার দুপুর পৌনে একটা নাগাদ বাংলাদেশ থেকে আসা একটি যাত্রীবাহী বিমানের পাইলট কলকাতার এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)-র কাছ থেকে কলকাতা বিমানবন্দরের রানওয়েতে নামার অনুমতি চান। অনুমতি মেলার পরে নামার মুখে দেখা যায়, রানওয়েতে ঘুরে বেড়াচ্ছে একটি কুকুর। অগত্যা বিমানটিকে আবার উড়ে যেতে হয়। এক চক্কর ঘুরে প্রায় দশ মিনিট পরে নামে বিমানটি। ততক্ষণে রানওয়ে থেকে তাড়িয়ে দেওয়াহয়েছে কুকুরটিকে। এর আগেও কলকাতা বিমানবন্দরের রানওয়েতে মাঝেমধ্যেই শিয়াল ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তাই বন দফতরের সহযোগিতায় বিমানবন্দরের বিভিন্ন প্রান্তে টোপ সহকারে আটটি খাঁচা রাখা হয়েছে শিয়াল ধরার জন্য। সেখানে দু’একটি শিয়াল আর বনবেড়াল ধরাও পড়ছে। আবার বিমানবন্দরের ভিতরের দিকে কর্মীদের ক্যান্টিনে পর্যাপ্ত খাবারের জোগান থাকায় এখন বিমানবন্দরের ভিতরে নিশ্চিন্তে ঘুরে বেড়াচ্ছে কুকুরের দলও। অভিযোগ, মাঝেমধ্যেই গড়িয়ে চলা বিমানের সামনে ট্যাক্সিওয়েতে এসে পড়ছে কুকুর। ফলে ব্যাঘাত হচ্ছে বিমান চলাচলে।

প্রচুর কাঠ উদ্ধার
চালসা রেঞ্জে উত্তর ধূপঝোরার দুটো বাড়ি থেকে ৩ লক্ষাধিক টাকার শাল ও সেগুন কাঠ উদ্ধার করলেন বনকর্মীরা। মঙ্গলবার সকালে হঠাৎ হানাদারিতে এই কাঠ উদ্ধার হয়।

বাইসনের দেহ উদ্ধার

জঙ্গলে টহলদারি করার সময় এক টি পূর্ণবয়স্ক বাইসনের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করলেন বনকর্মীরা। মঙ্গলবার দুপুরে জলদাপাড়া বনাঞ্চলের উত্তর রেঞ্জের জঙ্গল থেকে মৃত বাইসনটি উদ্ধার করে আনা হয়।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.