টুকরো খবর |
স্কুলবাড়ি গুঁড়িয়ে দিল জঙ্গিরা |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
|
গয়ার চোরদহা গ্রামে একমাত্র স্কুলবাড়িটি বিধ্বস্ত মাওবাদী হামলায়। মঙ্গলবার সুমনের তোলা ছবি। |
গয়া জেলায় বারাচাট্টি থানা এলাকায় মাওবাদীরা একটি দোতলা স্কুল বাড়ি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। গত কাল রাত ১১টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঝাঁজ পঞ্চায়েত এলাকার চোরদহা গ্রামে। গত বছর ৭ লক্ষ টাকা খরচ করে বিহার শিক্ষা প্রকল্পের অধীনে এই স্কুলটি তৈরি করা হয়েছিল। স্কুলের পড়ুয়ারা প্রায় সকলেই দরিদ্র ঘরের। স্কুল ভবনটি ভেঙে উড়িয়ে দেওয়ার ফলে ওই এলাকায় এখন আর কোনও স্কুলই রইল না। এই ঘটনায় প্রবল ক্ষুব্ধ গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, গত কাল রাতে মাওবাদীদের একটি দল মাটি কাটার যন্ত্র (এক্সকাভেটর) দিয়ে স্কুলের দোতলা বাড়িটি ভেঙে দেয়। স্কুলের আসবাব পত্রও চুরমার। এই ঘটনার পরে পুলিশ ওই এলাকায় টহলদারি বাড়িয়েছে। পুলিশ জানিয়েছে, জঙ্গল সংলগ্ন ওই এলাকাটি এতটাই দুর্গম যে পুলিশও সেখানে যেতে সাহস করে না। উল্লেখ্য, এই জেলার বিভিন্ন এলাকায় মাওবাদীদের মোকাবিলার জন্য পুলিশ ও জওয়ানরা বিভিন্ন স্কুলে আশ্রয় নিয়ে পাহারার কাজ করে থাকে। অনেক স্কুল বাড়ি এখন পুলিশের আশ্রয় স্থল হয়ে উঠেছে। যদিও এই স্কুলটি তা ছিল না। তবে পুলিশের অনুমান, স্কুলবাড়িতে পুলিশ যাতে আশ্রয় নিতে না পারে তার জন্য আগে ভাগেই মাওবাদীরা এই ঘটনা ঘটিয়েছে। রাজ্য পুলিশের ডিআইজি (মগধ রেঞ্জ) এন এইচ খান বলেন, “ওই এলাকায় বাড়তি নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে।” কয়েক দিন আগে রাজ্যের বিভিন্ন জায়গায় মাওবাদীরা মোবাইল টাওয়ার পুড়িয়ে দিচ্ছিল। এখন স্কুল বাড়ির উপর আঘাত হানছে।
|
দুই শরিক মিলল মেঘালয়ে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আনুষ্ঠানিক ভাবে এক হয়ে গেল মেঘালয়ের শাসক জোটের দুই শরিক, ইউনাইটেড ডেমোক্র্যাটিক পার্টি (ইউডিপি) ও খান হিন্নেইত্রেপ ন্যাশনাল অ্যাওকনিং মুভমেন্ট (খানাম)। আজ শিলং-এর লাবান এলাকায় এক অনুষ্ঠানে, দুই সংগঠনের প্রধান নেতারা ‘এক’ হওয়ার কথা ঘোষণা করেন। ইউডিপির কার্যনির্বাহী সভাপতি বিন্দো এম লানোং জানান, “দু’টি দল এক হওয়ার আগে, আজ সকালে ইউডিপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে দলীয় সংবিধানে কিছু পরিবর্তন আনা হয়। খানাম নেতাদের জন্য দলে নতুন সাংগঠনিক পদ তৈরি করা হচ্ছে।” খানাম সভাপতি তথা দলের একমাত্র বিধায়ক পল লিংডো ও তাঁর অনুগামীরা ইউডিপির সঙ্গে এক হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেও, তা সর্বসম্মত নয়। দলের সাধারণ সম্পাদক পাইনডাপবর সাইবর্ন ও আরও এক নেতা আদিলবার্থ নোংরাম একত্রীকরণের বিরুদ্ধে। তবে দলের দুই-তৃতীয়াংশের বেশি সদস্য একত্রীকরণের পক্ষে মত দিয়ে বিধানসভার স্পিকারের কাছে চিঠি পাঠান।
|
মুলায়মের ঘাঁটিতে প্রচারে রাহুল |
সংবাদসংস্থা • লখনউ |
|
ভীমনগরে রাহুল।
ছবি: পি টি আই |
মুলায়ম সিংহের শক্ত ঘাঁটিতে দাঁড়িয়ে সমাজবাদী পার্টিকে ফের আক্রমণ করলেন রাহুল গাঁধী। প্রত্যাশিত ভাবেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভও দেখালেন সমাজবাদী পার্টির সমর্থকেরা। ভোটের প্রচারে মঙ্গলবার পশ্চিম উত্তরপ্রদেশের বদাউনে এসেছিলেন রাহুল। তাঁর দাবি, সমাজবাদী ও মায়াবতীর বহুজন সমাজ পার্টিকে বিশ্বাস করে রাজ্যের মানুষ প্রতারিত হয়েছেন। দুর্নীতি ছাড়া তাঁদের ভাগ্যে কিছুই জোটেনি। কংগ্রেসের সরকার ১০ বছর ক্ষমতায় থাকলে রাজ্যের প্রকৃত উন্নয়ন হবে। রাহুলের কথায়,“ উত্তরপ্রদেশে পরিবর্তন ঘটানো সম্ভব। এখন মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লিতে গিয়ে কাজ করেন। উত্তরপ্রদেশের উন্নয়ন হলে মানুষ এই রাজ্যে কাজ খুঁজতে আসবেন।” তাঁর দাবি, গরিব মানুষের জন্য কেন্দ্রের দেওয়া অর্থ তাঁদের কাছে পৌঁছয় না। মঙ্গলবার রাহুল গাঁধীর কনভয় আটকানোর চেষ্টা করেন সমাজবাদী পার্টির সমর্থকেরা। পুলিশ এই ঘটনায় জড়িত সন্দেহে ১৫ জনকে গ্রেফতার করেছে।
|
স্বত্বাধিকার বিলের বিরোধিতা রাজ্যসভায় |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
স্বত্বাধিকার আইন সংশোধন করতে টেলিকম মন্ত্রী কপিল সিব্বল যে বিল আনতে চলেছিলেন তা রাজ্যসভায় তীব্র বিরোধিতার মুখে পড়েছে। বিরোধিতা হয়েছে হাইকোর্ট সংক্রান্ত একটি বিল নিয়েও। এর ফলে চরম অস্বস্তিতে পড়েছে সরকার। সিব্বল স্বত্বাধিকার আইন সংশোধন নিয়ে কথা শুরু করা মাত্রই জেডিইউ সাংসদ শিবানন্দ তিওয়ারি বিরোধিতা শুরু করেন। সিব্বলের ছেলে যে সুপার ক্যাসেট ইন্ডাষ্ট্রিজের আইন উপদেষ্টা হিসেবে কাজ করেন, সে কথারও উল্লেখ করেন তিনি। তাঁর সমর্থনে সরব হন বিজেপি সাংসদরাও।
|
গাড়িচালক খুন, ধৃত তিন |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
চালককে খুন করে তাঁর গাড়িটি ছিনতাই করেছিল দুষ্কৃতীরা। কিন্তু, শেষ রক্ষা হল না। ছিনতাই করা গাড়িটি নিয়ে পালানোর সময় তিন দুষ্কৃতী পুলিশের হাতে ধরা পড়ে গেল। গত কাল রাতে ঘটনাটি ঘটেছে বিহারের রোহতাস জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মোক্তার আনসারি।
গত রাতে গাড়ি নিয়ে চালক বাড়ি ফিরছিলেন। শুনশান শীতের রাতে রাস্তায় দাঁড়িয়ে একদল দুষ্কৃতী গাড়িটির পথ আটকায়। এরপরেই গাড়ির দরজা খুলে দুষ্কৃতীরা চালককে টেনে গাড়ি থেকে বের করে আনে। সেখানেই তাঁকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। চালকের মৃতদেহ ফেলে রেখে গাড়িটি নিয়ে যাওয়ার সময় এলাকার মানুষ কোনও ভাবে টের পেয়ে যায়। তারা গাড়িটির পিছু ধাওয়া করে। পুলিশকে খবর দেওয়া হয়। গাড়িটিকে ধাওয়া করে পুলিশ দুষ্কৃতীদের ধরে ফেলে। ধৃতদের কাছ থেকে দু’টি দেশি পিস্তল ও একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, “উদ্ধার হওয়া পিস্তলটি গাড়ির চালককে খুন করার কাজে ব্যবহার করা হয়েছিল।”
|
বাঁধ নিয়ে দুই রাজ্যকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে তামিলনাড়ু ও কেরল দুই রাজ্যকেই আজ ভর্ৎসনা করল সুপ্রিম কোর্ট। বাঁধের সুরক্ষা চেয়ে সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিল তামিলনাড়ু। জলস্তর কমানোর পাল্টা আর্জি জানায় কেরলও। এর পরিপ্রেক্ষিতে আজ বিচারপতি ডি কে জৈনের নেতৃত্বাধীন পাঁচ সদস্যের বেঞ্চ বলে, “অশান্তি থামানোর বদলে দুই রাজ্য তাতে আরও ইন্ধন দিচ্ছে। দু’তরফেরই সংযত হওয়া প্রয়োজন।” মুল্লাপেরিয়ার বাঁধ ঘিরে হিংসাত্মক ঘটনায় উদ্বেগ প্রকাশ করে আজ দুই রাজ্যকে সংযত হতে অনুরোধ করেছেন প্রধানমন্ত্রী মনমোহন সিংহও।
|
ক্ষতিপূরণেও ছাড় নেই |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
হত্যার চেষ্টার মতো গুরুতর অপরাধে আর ক্ষতিপূরণ দিয়ে ছাড় মিলবে না। অভিযুক্তর বিরুদ্ধে মামলা হবে এবং অপরাধী সাব্যস্ত হলে তাকে সাজাও ভোগ করতে হবে। শীর্ষ আদালত জানিয়েছে, এই ধরনের ঘটনায় মামলা দায়ের হওয়ার পরে যদি অভিযোগকারী এবং অভিযুক্তের মধ্যে চুক্তি হয় এবং জরিমানার মাধ্যমে বিষয়টি মীমাংসার ব্যাপারে দু’পক্ষই সম্মত থাকে, তার পরেও মামলা তোলা যাবে না।
|
প্রাচীন মূর্তি চুরি |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
কাটিহারের বারারি থানা এলাকায় গুরুবাজারে রামজানকী মন্দির থেকে কাল রাতে চারটি প্রাচীন অষ্টধাতুর মূর্তি চুরি হয়ে গিয়েছে। পুলিশ জানিয়েছে, দুষ্কৃতীরা মন্দিরে ঢুকে প্রথমে পুরোহিতকে মন্দিরের থামের সঙ্গে বেঁধে ফেলে। তাঁর মুখও বাঁধা হয়। এরপর দুষ্কৃতীরা রাম, সীতা, লক্ষ্মণ এবং হনুমানের মূর্তিগুলি চুরি করে নিয়ে যায়। সকালে গ্রামবাসীরা পুরোহিতকে ওই অবস্থায় দেখে তাঁর বাঁধন খুলে দেয়। গ্রামবাসীরা এরপর পুরোহিতকে নিয়ে গিয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন।
|
শাহরুখ না আসায় ভাঙচুর পটনায় |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
নিজের ছবি ডন -২ -এর প্রচারে আজ পটনায় আসার কথা ছিল শাহরুখ খানের। ২৩ ডিসেম্বর পটনায় ডন -২ ছবি মুক্তি পেতে চলেছে। কিন্তু কুয়াশা থাকায় বিমান নামতে অসুবিধা হবে জেনে যাত্রা বাতিল করেন তিনি। এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে দুপুরে শাহরুখের অনুরাগীরা পাটলিপুত্রয় একটি প্রেক্ষাগৃহের সামনে ভাঙচুর চালায়। পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। মারমুখী জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ জল কামানের সাহায্য নেয়। এই ঘটনার জেরে এলাকার দোকানপাট বন্ধ হয়ে যায়। |
|