দাম বাড়াচ্ছে আরও গাড়ি সংস্থা |
টয়োটা কির্লোস্কর মোটরের পথে হাঁটছে হুন্ডাই, জিএম। জানুয়ারি থেকেই গাড়ির দাম বাড়াচ্ছে তারা। দাম বাড়াতে পারে মারুতি এবং নিসান মোটরও। কাঁচামালের চড়া দাম বা মূল্যবৃদ্ধির জেরে বাড়ছিলই গাড়ি তৈরির খরচ। ডলারে টাকার দামও দ্রুত নামায় সঙ্কট আরও বাড়ে। হন্ডাই কর্তা অরবিন্দ সাক্সেনা জানান, তাঁরা দাম বাড়াচ্ছেন ১.৫-২%। জিএম কর্তা পি বলেন্দ্রন জানান, তাঁদের গাড়ির দাম ১ জানুয়ারি থেকে ১-২% বাড়বে। সংশ্লিষ্ট সূত্রে খবর, নিসানও জানুয়ারি থেকে মোটর মাইক্রা ও সানির দাম ০.৫-২% বাড়ানোর বিষয়টি প্রায় চূড়ান্ত করেছে। যদিও এ নিয়ে সংস্থা মুখ খুলতে চায়নি।
|
নরেশ কে নায়ার এসার অয়েলের ডেপুটি চেয়ারম্যান হয়েছেন। এই প্রথম রুইয়া পরিবারের বাইরের কেউ এই পদে নিযুক্ত হলেন। ললিত কুমার গুপ্ত সংস্থাটির এমডি-সিইও হয়েছেন। |