শিকাগো বিশ্ববিদ্যালয়ে স্বামীজির নামে চেয়ার |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
শিকাগো বিশ্ববিদ্যালয়ে স্বামী বিবেকানন্দের নামে একটি চেয়ার তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এ ব্যাপারে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চূড়ান্ত কথাবার্তা হয়ে গিয়েছে। সরকারি সূত্রের খবর, সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে এই চেয়ারের জন্য এককালীন ভিত্তিতে ১৫ লক্ষ ডলার দেওয়া হবে। বছরে একজন করে (যে কোনও দেশের) অধ্যাপক এই পদে নিযুক্ত হবেন। বিবেকানন্দের জন্মের সার্ধশতবর্ষকে স্মরণীয় করতে জাতীয় কমিটি যে একাধিক কর্মসূচি নিয়েছে, এটি তারই অন্তর্গত। সরকারি সূত্রের বক্তব্য, বিবেকানন্দকে কেন্দ্র করে শিকাগোর সঙ্গে ভারতের দীর্ঘদিনের সম্পর্কে একটি শিলমোহর দেওয়া হল এই পদটি গঠনের মাধ্যমে। আমেরিকায় ভারতীয় ব্যক্তিত্বের নামে কোনও বড় বিশ্ববিদ্যালয়ে পদ আর একটি মাত্রই রয়েছে। সেটি কলোরাডো বিশ্ববিদ্যালয়ে ভি আর অম্বেডকরের নামে। আগামী মাসে অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের শিকাগো সফরে যাওয়ার কথা। সেখানে এই চেয়ারটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন তিনি। ওই সময়েই ‘আর্ট ইনস্টিটিউট অফ শিকাগোয়’ চলবে রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনী। ১৮৯৩-এ শিকাগোর ধর্মমহাসভায় যে প্রেক্ষাগৃহে বক্তৃতা দেন বিবেকানন্দ, তাৎপর্যপূর্ণভাবে সেখানকার একটি ভবনে রবীন্দ্রনাথের আঁকা ছবির প্রদর্শনীর আয়োজন করা হচ্ছে। |
আমেরিকাকে ফের হুমকি দিলেন হিনা |
ন্যাটো হামলায় ২৪ জন পাক সেনার মৃত্যুর পর থেকে পাক-মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনার পারদ ক্রমশই চড়ছে। যার জেরে এক দিকে পাক বিদেশমন্ত্রী হিনা রব্বানি খার আমেরিকাকে হুঁশিয়ারি দিচ্ছেন, “ভবিষ্যতে পাকিস্তানের উপরে এ ধরনের হামলা হলে আমরাও পাল্টা হামলা চালাব।” অন্য দিকে ওয়াশিংটনে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উঠছে পাকিস্তানকে ৭০ কোটি ডলার অর্থসাহায্য বন্ধ করে দেওয়া হোক। ইসলামাবাদে দূতদের এক সম্মেলনে বিদেশনীতি নিয়ে আলোচনার সময়ে হিনা রব্বানি খার ওই মন্তব্য করেছেন। তবে হুঁশিয়ারির পাশাপাশি তিনি এটাও স্পষ্ট করে দিয়েছেন যে আমেরিকার সঙ্গে সম্পর্ক একেবারে নষ্ট হয়ে যাক, তারা সেটাও চান না। বৈঠকে ছিলেন আইএসআই প্রধান সুজা পাশাও। তিনি অবশ্য মনে করেন জেনেশুনেই ন্যাটো ওই হামলা চালিয়েছে। পাকিস্তান সুর চড়ানোয় আমেরিকাও তাদের অর্থসাহায্য বন্ধ করার কথা ভাবছে। আফগানিস্তানে আইইডি পাচার রুখতে না পারলে পাকিস্তানকে ৭০ কোটি ডলার সাহায্য দেওয়া হবে না বলে সেনেট এবং হাউস ওফ রিপ্রেজেন্টেটিভস-এর কমিটি একটি প্রস্তাবে সম্মত হয়েছে। ২০১২ সালের জন্য মার্কিন প্রতিরক্ষা খাতে যে কাটছাঁট হয়েছে, তার ফলেই এই প্রস্তাব বলে মনে করা হচ্ছে।
|
চিনে দুর্ঘটনায় মৃত ১৫ পড়ুয়া |
দু’টি পৃথক স্কুলবাস দুর্ঘটনায় অন্তত ১৫ স্কুল পড়ুয়ার মৃত্যু ঘটেছে। আহত অন্তত ৪৫। প্রথম দুর্ঘটনাটি ঘটে চিনের জিয়াংসু প্রদেশে। ২৯টি পড়ুয়া নিয়ে যাওয়ার সময়ে বাসটির সামনে একটি অটোরিকশা চলে আসে। তাকে পাশ কাটাতে গিয়ে পাশের নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মারা যায় ১৫টি শিশু। আর একটি দুর্ঘটনায় গুয়ানডং প্রদেশে বাসের মুখোমুখি সংঘর্ষ হয় একটি ট্রাকের। দুর্ঘটনায় আহত হয় ৩৭টি শিশু। |