টুকরো খবর
জল সরবরাহের অনুমোদন পেল পুরসভা
বাড়ি বাড়ি পরিস্রুত পানীয় জল সরবরাহ প্রকল্পের কেন্দ্রীয় অনুমোদন পেল বালুরঘাট পুরসভা। রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতরের উদ্যোগে কেন্দ্রীয় সরকার বালুরঘাট পুরসভাকে ৪১ কোটি টাকা বরাদ্দ করেছে। পুরসভা সূত্রের খবর, আত্রেয়ী নদীর জলকে শোধন করে ট্রিটমেন্ট-প্ল্যান্টের মাধ্যমে প্রকল্পটি গড়া হবে। আগামী দু’বছরের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার কথা বলা হয়েছে। প্রাথমিকভাবে শহরের কংগ্রেসপাড়ায় আত্রেয়ীর ঘাটে হবে প্রকল্পের সূচনা। সেখান থেকে নদীর জল তুলে পাঠানো হবে ট্রিটমেন্ট-প্ল্যান্টে। প্ল্যান্ট থেকে জল শোধন হয়ে পাইপ-লাইনে জলাধারের মাধ্যমে বাড়িতে জল সরবরাহ করা হবে। গত ২০০৯ সালে এই পানীয় জল সরবরাহ প্রকল্পটি রাজ্য সরকারের মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়েছিল। কিন্তূ কেন্দ্রীয় অনুমোদন না-মেলায় প্রকল্পটি ফাইলবন্দি হয়ে পড়েছিল। সম্প্রতি নতুন রাজ্য সরকার ১০টি পুরসভার আটকে থাকা প্রকল্পগুলি অনুমোদনের জন্য দিল্লিতে দরবার করার পর জট খোলে। বালুরঘাট-সহ ওই ১০টি পুরসভার চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করে রাজ্যের পুরদফতর দফতরের সচিব পানীয় জল সরবরাহ প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের কথা ঘোষণা করেন। বালুরঘাট পুরসভার চেয়ারপার্সন সুচেতা বিশ্বাস বলেন, “মাটি পরীক্ষার কাজ শুরু হয়েছে। মিউনিসিপ্যাল ইঞ্জিনিয়ারিং ডাইরক্টরেট(এমইডি)-র তত্ত্বাবধানে চলছে প্রকল্প রূপায়ণের কাজ”। বাসিন্দাদের অভিযোগ, বাম শরিক আরএসপি পরিচালিত ৫০ বছরের এই পুরানো পুরসভা আজও বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দিতে পারেনি। জনস্বাস্থ্য কারিগরি দফতরের (পিএইচই) মাধ্যমে শহরের ২৩টি ওয়ার্ডের সর্বত্র ট্যাপ-কলের পানীয় জল পৌঁছানো হয়। তা ছাড়া ওই পাইপ লাইন দিয়ে প্রায়শই ঘোলা ও নোংরা জল সরবরাহ হয়।

মারধরের অভিযোগ
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার বহরমপুর শাখার এক সহকারী চালককে মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। দেওয়ানগঞ্জ থেকে বহরমপুর যাওয়ার সময় ইসলামপুর বাসস্ট্যান্ড ঢোকামাত্র বেশ কিছু যাত্রী ওই বাসটিতে উঠে পড়েন। এক যাত্রী বসার জায়গা দাবি করেন। ভিড় থাকায়, আসন দিতে পারেননি কন্ডাক্টর। ওই যাত্রী সে সময় স্টাফ সিটে বসার জন্য বচসা শুরু করেন। সহকারী চালক আবদুল লতিফ শেখ প্রতিবাদ করায় আচমকা তাঁর উপর হামলা চালান ওই যাত্রী। গুরুতর জখম অবস্থায় লতিফবাবুকে ইসলামপুর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পরিবহণ সংস্থার ইসলামপুর শাখার ভারপ্রাপ্ত আধিকারিক রণজিৎ কুমার সিংহ বলেন, “বহরমপুরের বাসের কন্ডাক্টর মহম্মদ রফিফুল ইসলাম স্থানীয় এক ব্যক্তি রানা পালের বিরুদ্ধে ইসলামপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।” পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

শহিদ দিবস পালিত
বাংলাদেশ মুক্তি যুদ্ধে শহিদ ভারতীয় সেনাদের স্মৃতির উদ্দেশ্যে সোমবার দক্ষিণ দিনাজপুরে হিলি সীমান্তে পালিত হল ‘শহিদ দিবস’। জেলা প্রাক্তন সৈনিক সঙ্ঘের উদ্যোগে হিলি ফুটবল মাঠে স্থাপিত স্মারক শহিদ স্তম্ভে এদিন পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ২০২ মাউন্টেন্ট ব্রিগ্রেডের কমান্ডার ব্রিগেডিয়ার এস বীরেন্দ্রর সিংহ, ১০০ মিডিয়াম রেজিমেন্টের নায়েব সুবেদার অশোক কুমার, ৮ মাদ্রাজ রেজিমেন্টের কর্নেল রাজেশ্বর পারমার-লসহ অন্যান্যরা ১৯৭১ সালের এই দিনটিতে বাংলাদেশ মুক্তিযুদ্ধে হিলি সীমান্তে পাক সেনাদের সঙ্গে ভারতীয় সেনার তুমুল লড়াইয়ে পর্যদুস্ত হয়। যুদ্ধে ভারতীয় বহু সেনা শহিদ হন। তারপর থেকে এই দিনটিকে ‘হিলি-দিবস’ পালন করে আসছে ভারতীয় সেনা। ১৯৯৮ সালে সেনার তরফে হিলিতে শহিদ স্মৃতিস্তম্ভ স্থাপিত হয়।

নদী পরিদর্শন
নিজেদের প্রয়োজন মিটিয়ে বাংলাদেশকে তিস্তার জল কতটা দেওয়া যেতে পারে তা খতিয়ে দেখতে সোমবার গজলডোবা এলাকা পরিদর্শন করলেন নদী বিশেষজ্ঞ কল্যাণ রুদ্র। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সোমবার দুপুরে তিনি তিস্তা সেচ প্রকল্পের আধিকারিকদের নিয়ে গজলডোবার জলস্তর খতিয়ে দেখেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.