ভিন রাজ্যে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল মালদহের দুই শ্রমিকের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শনিবার বেঙ্গালুরুতে মোবাইল টাওয়ার থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় কালিয়াচকের আনন্দিপুরের বাসিন্দা ভাদু শেখের (২১)। গত বৃহস্পতিবার রাজস্থানে বহুতল থেকে পড়ে জখম হন কালিয়াচকেরই সিলামপুরের নুরুল শেখ (৩৪)। গত শনিবার স্থানীয় হাসপাতালে তাঁরও মৃত্যু হয়। সোমবার দুপুরে তাঁর দেহ গ্রামে পৌঁছয়। তবে বেঙ্গালুরু থেকে ভাদু শেখের মৃতদেহ এখনও আনন্দিপুর গ্রামে এসে পৌঁছয়নি।
ভিন রাজ্যে কাজে গিয়ে জেলার দুই শ্রমিকের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করে রাজ্যের শ্রম প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন বলেন, “দীর্ঘ ৩৪ বছরের বাম সরকার রাজ্যে কমর্সংস্থান সৃষ্টি করেনি। আজ রাজ্যে কাজ থাকলে ভিন রাজ্যে শ্রমিকদের কাজ করতে যেতে হত না। জেলা তথা রাজ্যের শ্রমিকদের ভিন রাজ্যে যাতে পাড়ি দিতে না হয় তা জন্য রাজ্যে কমর্সংস্থানের সৃষ্টি করার পরিকল্পনা হচ্ছে।” জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, ইংরেজবাজার ব্লকের নরহাট্টা গ্রাম পঞ্চায়েতের আনন্দিপুর, বাবুপুর, সাতঘরিয়া গ্রামের ২৮ জন শ্রমিক ১৫ দিন আগে টাওয়ার তৈরির কাজে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। সেই দলে ভাদুও ছিলেন। শনিবার বিকেলে টাওয়ারের কাজ করার সময়ে ভাদু-সহ মালদহের ৬ জন শ্রমিক মাটিতে পড়ে যান। ঘটনাস্থলেই ভাদু শেখ মারা যান। মারাত্মক জখম সেতাবুল শেখ, ইব্রাহিম শেখ, সেন্টু শেখ, আকতারুল শেখ ও আনসারি শেখকে স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়েছে। টাওয়ার থেকে পড়ে মারা যাওয়ার খবর গ্রামে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে আনন্দিপুর গ্রামে। পেটের টানে মৃত ভাদু শেখের বাবা নবী শেখও মুম্বইয়ে কাজ করে গিয়েছেন। বাড়ি স্ত্রী, মা ও চার ভাই বোন এখন শুধু কেঁদেই চলেছে। বাড়ি বড় ছেলে ভাদু শেখ। দেড় বছর আগে বিয়ে করেছেন। স্ত্রী মর্জিনা বিবি কাঁদতে কাঁদতে বলেন, “বাড়ির ছাদের টাকা জোগাড় করতে টাওয়ারের কাজ করতে বেঙ্গালুরু গিয়েছিলেন। জানুয়ারি মাসে বাড়ি ফেরার কথা ছিল।” মা ফরিয়াম বিবি বলেন, “জেলায় কাজ থাকলে আমার স্বামী, ছেলেকে ভিন রাজ্যে কাজে যেতে হত না। পেটের টানে বাইরে কাজ করতে যেতে হওয়ায় ছেলেকে হারালাম। চার ছেলে মেয়ে ও ছেলের বউকে নিয়ে কীভাবে সংসার চালাব বুঝতে পারছি না।” ভাদুর মৃতদেহ কখন পৌঁছবে সেই অপেক্ষায় সমস্ত গ্রামের মানুষ পথ চেয়ে রয়েছেন। কালিয়াচকের জালালপুরে গ্রাম পঞ্চায়েতের সিলামপুর গ্রামের নরুল শেখ বহুতল বিল্ডিং তৈরির কাজে প্রায় ৪ মাস আগে রাজস্থানে পাড়ি দিয়েছিলেন। সেখানে বৃহস্পতিবার বিল্ডিং থেকে পড়ে মারাত্মক জখম হয়েছিলেন নুরুল। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। |