মস্তিষ্কে ভুল জায়গায় অস্ত্রোপচারের জেরে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে শিলিগুড়ি শহরের উপকণ্ঠে মাটিগাড়া থানা এলাকার একটি অত্যাধুনিক নার্সিংহোমে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায় মৃত যুবকের নাম সুজিত দাস (৩৪)। তাঁর বাড়ির লোকজন মাটিগাড়া থানায় নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তা নিয়ে তদন্ত শুরু করেছে।
পুলিশ জানায়, অভিযোগপত্রে লেখা হয়েছে, গত বুধবার নর্দমায় পড়ে গিয়ে সুজিত মাথার বাঁ দিকে বেশি চোট পান। নার্সিংহোমে ভর্তি করানোর পরে তাঁর মাথায় অস্ত্রোপচার হয়। রবিবার রাতে তাঁর মৃত্যু হয়। তার পরে বাড়ির লোকজন চিকিৎসার নথিপত্র পরীক্ষার সময়ে দেখেন, সুজিতের মাথার ডান দিকে অস্ত্রোপচার করানো হয়েছে বলে সেখানে লেখা রয়েছে। বাড়ির লোকজনদের সন্দেহ, ভুল জায়গায় অস্ত্রোপচারের ফলেই রোগীর মৃত্যু হয়েছে। সোমবার ওই অভিযোগ পেয়ে পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহটি ময়নাতদন্ত করিয়েছে। কিন্তু, নার্সিংহোমের অন্যতম কর্ণধার ডব্লিউ এইচ চ্যাং দাবি করেছেন, “চিকিৎসায় কোনও ত্রুটি হয়নি। রোগীর মাথার বাঁ দিকে চোট ছিল। অস্ত্রোপচার বাঁ দিকের আঘাতের অংশেই করা হয়েছে। তবে রিপোর্টে ভুলবশত অস্ত্রোপচার ডান দিকে করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট লেখার সঙ্গে যুক্ত এক বা একাধিক কর্মীর অসতর্কতার জন্যই এই ভুল হয়েছে। তবে রোগীর পরিস্থিতি সঙ্কটজনক ছিল।” শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি জানান, অভিযোগ পাওয়ার পরে পুলিশ তদন্তে নেমেছে। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিষয়টি অনেকটা স্পষ্ট হবে। সব দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।” |
ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে আনা হয়েছে দেহ। নিজস্ব চিত্র। |
সুজিতবাবুর বাড়ি শিলিগুড়ি পুরসভার সংযোজিত এলাকার শান্তিনগর বউবাজারে। তিনি মহাবীরস্থান কালীবাড়ি রোডে সোনার দোকানে কাজ করেন। বুধবার রাতে সাইকেল করে বাড়ি ফেরার সময় বাগরাকোট এলাকায় রাস্তায় ধারে নর্দমায় পড়ে যান তিনি। কী ভাবে পড়ে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। পরিচিত কয়েকজন তাঁকে পড়ে থাকতে দেখে বাড়িতে নিয়ে যান। এর পর রাতে শিলিগুড়ি জেলা হাসপাতালে এবং সেখান থেকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়। শান্তিনগর এলাকার কাউন্সিলর তথা পুরসভার ডেপুটি মেয়র রঞ্জন শীলশর্মা ঘটনার খবর পেয়ে নার্সিংহোমে যান। ডেপুটি মেয়র বলেন, “রিপোর্টে লেখা রয়েছে মাথার বাঁ দিকে চোট পেয়েছেন সুজিতবাবু। অথচ ডান দিকে অস্ত্রোপচার করা হয়েছে। এখন বলা হচ্ছে রিপোর্ট লেখায় ভুল। ঠিক কী হয়েছে তা তদন্ত করে খতিয়ে দেখা হোক। তা ছাড়া দুর্ঘটনায় জখম রোগী ভর্তি করানোর পর নার্সিংহোমের তরফে পুলিশকে কিছু জানানো হয়নি। চিকিৎসকের দোষ প্রমাণিত হলে শাস্তি দিতে হবে।” পুলিশ জানিয়েছে, মৃতের দেহের ময়নাতদন্ত হয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে। সেখান থেকে দ্রুত রিপোর্ট পাওয়ার চেষ্টা হচ্ছে। মেডিক্যাল কলেজ সূত্রের খবর, মৃতের মাথার দুদিকেই আঘাতের চিহ্ন মিলেছে। তবে মাথার বাঁ দিকে অস্ত্রোপচারের চিহ্ন মিলেছে বলে হাসপাতালের একটি সূত্রে দাবি করা হয়েছে। |