ধানের সহায়ক মূল্য না-পেয়ে চাষিদের করুণ অবস্থার কথা বিধানসভার উল্লেখ পর্বে একযোগে তুলে ধরতে চান সরকারের শরিক কংগ্রেসের বিধায়করা। রাজ্য জুড়েই কৃষকদের সমস্যার কথা শীতকালীন অধিবেশনে তুলবেন বিরোধী বামফ্রন্টের বিধায়কেরাও।
বিধানসভায় সোমবার কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে সারা রাজ্যে ধানের ন্যায্য মূল্য চাষিদের না-পাওয়া নিয়ে অভিযোগ জানান বেশ কিছু বিধায়ক। মালদহ, মুর্শিদাবাদ-সহ বিভিন্ন গ্রামীণ এলাকার কংগ্রেস বিধায়কেরা এই বিষয়ে সরকার কী করছে, বিধানসভার অধিবেশনে তা স্পষ্ট করে জানতে চাইবেন বলে এ দিনের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। একই মর্মে আলোচনা হয়েছে এ দিন বামফ্রন্টের পরিষদীয় বৈঠকেও।
ন্যায্য মূল্যে চাষিদের কাছ থেকে ধান কেনার জন্য সরকার কী পদক্ষেপ করেছে এবং সমস্যা কোথায় হচ্ছে, তা পরিষ্কার করে বিধানসভায় জানাতে আগ্রহী রাজ্য সরকারও। খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক এ দিন বলেন, “আমি সমস্ত তথ্য নিয়ে প্রস্তুত। ধান চাষিরা যাতে ন্যায্য মূল্যে ধান বিক্রি করতে পারেন, তার জন্য আমরা কী ব্যবস্থা নিয়েছি, তা বিশদে বিধানসভায় জানাতে চাই।”
ধান ছাড়াও আলু ও সব্জি চাষিরাও ন্যায্য মূল্য পাচ্ছেন না বলে এ দিন কংগ্রেস পরিষদীয় দলের বৈঠকে অভিযোগ করেন নদিয়ার শান্তিপুরের বিধায়ক অজয় দে, মুর্শিদাবাদের কান্দির অপূর্ব সরকার প্রমুখ। পাট কেনার জন্য যেমন জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মতো সংস্থা আছে, ধান, আলু, সব্জি কেনার জন্য তেমনই রাজ্য ও কেন্দ্রের যৌথ ভাবে ‘কর্পোরেশন’ গড়ে তোলার দাবিও রাজ্য সরকারের কাছে তারা পেশ করবে বলে কংগ্রেস পরিষদীয় দল সূত্রের খবর।
|