|
|
|
|
মহিষাদল ২ লোকাল কমিটি |
সম্মেলন বাতিল করল সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
দলের নির্দেশিকা মেনে সম্মেলন হয়নি। এমনই অভিযোগ তুলে সদ্য অনুষ্ঠিত মহিষাদল ২ লোকাল কমিটির সম্মেলন বাতিল করেছে জেলা সিপিএম। নতুন করে ওই সম্মেলন আয়োজনের নির্দেশ দিয়েছে জেলা নেতৃত্ব। দলীয় নেতৃত্বের নির্দেশ মেনে আজ, মঙ্গলবার মহিষাদলের প্রজ্ঞানানন্দ ভবনে ফের ওই সম্মেলন করা হচ্ছে। সিপিএমের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য ও দলের মহিষাদল জোনাল এলাকার দায়িত্বপ্রাপ্ত নেতা নিরঞ্জন সিহি ঘটনার কথা স্বীকার করে বলেন, “ওই লোকাল কমিটির সম্মেলনে পদ্ধতিগত ত্রুটি ছিল। দলীয় নির্দেশিকা অনুযায়ী ওই লোকাল কমিটির সম্মেলন না হওয়ায় রাজ্য কমিটির নির্দেশে নতুন করে সম্মেলন করতে বলা হয়েছে।”
রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তনের জেরে এমনিতেই দলের সাংগঠনিক সম্মেলন নিয়ে জেরবার জেলা সিপিএম নেতৃত্ব। তার উপর একটি লোকাল কমিটির সম্মেলন অনুষ্ঠিত হওয়ার পরেও তা বাতিল করার ঘটনায় সিপিএমের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে এসেছে। দলীয় সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরে দলের সাংগঠনিক শক্তি দুর্বল হওয়ায় জেলায় নিজের আধিপত্য নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষ্মণ শেঠ। নন্দীগ্রাম-কাণ্ডে তাঁর ভূমিকা নিয়ে বিরোধীদের তোপ তো ছিলই। এ বার সিপিএমের মহিষাদল-২ লোকাল কমিটির সম্মেলনে হলদিয়া শিল্পাঞ্চলে সমর্থন হারানোর প্রশ্নে লক্ষ্মণবাবুর সমালোচনায় মুখর হয়েছেন স্থানীয় সিপিএম নেতাদের একাংশ। এমনকী, সম্মেলনের সম্পাদকীয় প্রতিবেদনে নাম না করে লক্ষ্মণবাবু এবং তাঁর স্ত্রী তমালিকাদেবীর বিরুদ্ধে তোপ দাগা হয়েছে।
ওই লোকাল কমিটির সম্মেলনে নতুন কমিটি গঠনের সময় প্রাথমিক ভাবে লক্ষ্মণ অনুগামী তিন সদস্যকে বাদ দেওয়া হয়েছিল। পরিস্থিতি সামাল দিতে জেলা নেতৃত্বকে হস্তক্ষেপ করতে হয়। শেষ পর্যন্ত লক্ষ্মণ অনুগামী দুই সদস্যকে অন্তর্ভুক্ত করে কমিটি গঠন হয়। যদিও লোকাল কমিটির অধিকাংশ সদস্য লক্ষ্মণ বিরোধী বলেই পরিচিত। আর এই লোকাল কমিটি গঠন নিয়েই অস্বস্তিতে পড়েন লক্ষ্মণ অনুগামীরা। এমনকী ওই লোকাল কমিটির সম্মেলনের পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। গত ২০ নভেম্বর মহিষাদল-২ লোকাল কমিটির সম্মেলনের পদ্ধতিগত ত্রুটির অভিযোগ তুলে জেলা নেতৃত্বের কাছে অভিযোগ জমা পড়ে। জেলা কমিটি সম্মেলনের পদ্ধতিগত ত্রুটির জন্য সম্মেলন বাতিল করে নতুন করে সম্মেলন করার জন্য রাজ্য কমিটির কাছে সুপারিশ করে। রাজ্য কমিটির নির্দেশ মেনে জেলা সম্পাদক ওই লোকাল কমিটির পূর্বতন কমিটির সম্মেলন নতুন করে আয়োজনের নির্দেশ দেন। সিপিএম সূত্রে জানা গিয়েছে, জেলায় দলের ১৩৯টি লোকাল কমিটির সম্মেলনই শেষ হয়ে গিয়েছিল। বেশ কিছু এলাকায় জোনাল কমিটির সম্মেলন শেষ হয়েছে। মহিষাদল জোনাল কমিটির সম্মেলনের দিনও স্থির হয়। কিন্তু মহিষাদল-২ লোকাল কমিটির সম্মেলন নতুন করে আয়োজন হওয়ায় জোনাল সম্মেলনের দিনও পরিবর্তন করতে হচ্ছে। |
|
|
|
|
|