অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের প্রথম বার টেস্ট সিরিজ জেতার এ বারই সেরা সুযোগ। এ রকমটাই মনে করছেন স্বয়ং ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ডনের দেশে উড়ে যাওয়ার আগে ধোনি বলে গেলেন, “বছর চারেক আগেও আমাদের সিরিজ জেতার খুব ভাল সুযোগ এসেছিল। আমরা ভাল খেলেওছিলাম। এমন নয় যে, ওরা এখন খারাপ খেলছে। কিন্তু এ বারই আমাদের ওই দেশে সিরিজ জেতার সেরা সুযোগ আছে বলে আমি মনে করি।”
পন্টিংদের বিরুদ্ধে জেতার অঙ্কটা ঠিক কী? এ দিন প্রাক-সফর সাংবাদিক সম্মেলনে ধোনির ব্যাখ্যা, “নিজেদের প্রতিভা অনুযায়ী খেলতে হবে। কী রকম প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে খেলছি না ভেবে বরং খেয়াল রাখতে হবে যে, আমরা নিজেদের কাজটা ঠিকঠাক করতে পারছি কি না।” |
অস্ট্রেলিয়ার পেস বোলিং সহায়ক উইকেটে ভারতের সম্ভাব্য প্রথম পছন্দের দুই পেসার প্রবীণ কুমার ও বরুণ অ্যারন চোটের জন্য দলের বাইরে ছিটকে গেলেও ধোনি ইঙ্গিত করছেন, অভিজ্ঞ জাহির খানের নেতৃত্বে ক্যাঙারুদের দেশে ভারতীয় বোলিং ‘হিট’ করবে। “আমাদের বোলাররা প্রতিভাবান। অবশ্যই আপনার হাতে প্রধান বোলাররা না থাকলে থিতু হওয়ার জন্য একটু সময়ের দরকার। আমি মনে করি, প্রতিভার বিচারে আমরা সেরাদের সঙ্গেই আছি। তরুণরা, যারা অস্ট্রেলিয়া সফরের দলে আছে, তারা যথেষ্ট আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা নিয়েই বিমানে উঠছে। সব মিলিয়ে আমার মতে অস্ট্রেলিয়ায় ভাল ‘প্যাক’ নিয়েই যাচ্ছি।”
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক দিনের সিরিজে বিশ্রাম নেওয়ার ধোনি নিজেকে ‘নতুন করে চাঙ্গা মানুষ’ বলছেন। “বিশ্রামের দরকার ছিল আর সেটা পাওয়ায় আমি খুশি। আমাদের দলও খুব ভাল খেলছে। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সফরের দিকে আগ্রহ ভরে তাকিয়ে আছি।” দুঃস্বপ্নের ইংল্যান্ড সফরের মতো নয়, বরং অস্ট্রেলিয়া সফরের আগে প্রস্তুতির যথেষ্ট সময় তাঁর দল পেয়েছে বলেই মনে করছেন অধিনায়ক। “অস্ট্রেলিয়ায় গিয়ে প্রথম টেস্টের আগেও আমরা যথেষ্ট প্রস্তুতির সময় পাচ্ছি। আশা করি সিরিজ শুরুর আগে আর কোনও চোটআঘাত দলকে ক্ষতিগ্রস্ত করবে না,” বলেছেন ধোনি। |