শীতের দেখা নেই। কিন্তু কুয়াশার দাপটে উত্তর ভারত থেকে ছাড়া বিমান ও ট্রেনের কলকাতা এবং রাজ্যের অন্যত্র পৌঁছতে প্রচুর দেরি হচ্ছে।
কলকাতা, গুয়াহাটি থেকে বিভিন্ন উড়ান মোটামুটি সময়মতো বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে যাচ্ছে। কিন্তু দিল্লি থেকে ওড়া বেশির ভাগ বিমানই সোমবার দেরিতে কলকাতা ও বাগডোগরায় পৌঁছয়। বিমানবন্দর সূত্রের খবর, মূলত উত্তর ভারত থেকে ওড়া বিমান কুয়াশার জন্য দেরিতে পৌঁছেছে। তার মধ্যে এয়ার ইন্ডিয়া, জেট, স্পাইস জেটের মতো সংস্থার বিমান রয়েছে।
সকালে এয়ার ইন্ডিয়ার বিমান ৯টা ৫ মিনিটের পরিবর্তে দিল্লি থেকে বাগডোগরায় পৌঁছয় ১০টা ৩৭ মিনিটে। পরের বিমানটিও ১০টা ১০ মিনিটের বদলে ১০টা ২৩ মিনিটে পৌঁছয়। দুপুরে জেটের দিল্লি থেকে আসা বিমানটি ১২টা ১৫ মিনিটের পরিবর্তে ১২টা ২৯ মিনিটে পৌঁছয়। একই ভাবে স্পাইস জেটের বিমান ১২টা ৫০ মিনিটের বদলে এসেছে ১টা ৮ মিনিটে। দুপুরে গুয়াহাটি থেকে ওড়া একটি বিমান প্রায় আধ ঘণ্টা দেরিতে পৌঁছয়। বাগডোগরা বিমানবন্দরের অধিকর্তা কল্যাণকিশোর ভৌমিক বলেন, “কুয়াশার জন্য এ দিন সকালে দিল্লির বিমানগুলি কিছুটা দেরিতে এসেছে। তবে অন্য রুটের সব বিমানই সময়মতো পৌঁছে আবার উড়েছে।”
ট্রেনের দেরির ক্ষেত্রেও খলনায়ক সেই কুয়াশা। উত্তর ভারত থেকে ছাড়া দূর পাল্লার বিভিন্ন ট্রেন এ দিন অনেক দেরিতে হাওড়া ও শিয়ালদহে ঢোকে। পূর্ব রেল সূত্রে বলা হয়েছে, কুয়াশার জন্য দু’টি রাজধানী এক্সপ্রেস-সহ আটটি দূর পাল্লার ট্রেন গড়ে তিন ঘণ্টা দেরি করে এসেছে। ট্রেনগুলির মধ্যে রয়েছে নয়াদিল্লি-হাওড়া যুব এক্সপ্রেস, মুম্বই মেল, অমৃতসর মেল, হাওড়া-গরবা এক্সপ্রেস, অজমের এক্সপ্রেস এবং লালকিলা এক্সপ্রেস।
উত্তর-পূর্ব সীমান্ত রেলের খবর, কুয়াশার জন্য দিল্লি থেকে অসমগামী ট্রেনগুলিও এ দিন দেরিতে চলছে। কুয়াশার জন্য ১০ ঘণ্টা করে দেরিতে চলছে নর্থ ইস্ট এবং মহানন্দা লিঙ্ক এক্সপ্রেস। তবে সকালে কুয়াশা হলেও শিলিগুড়ি-সহ রাজ্যের বিস্তীর্ণ এলাকায় ট্রেন চলাচলে তেমন কোনও সমস্যা হয়নি। কলকাতা থেকে উত্তরবঙ্গগামী ট্রেনও সময় মেনে পৌঁছেছে। দার্জিলিং মেল, পদাতিক-সহ সব ট্রেনই চলেছে ঠিক সময়ে। |