টুকরো খবর
টুজি-কাণ্ডে এসারের বিরুদ্ধে চার্জশিট
টুজি কাণ্ডে স্পেকট্রাম বিতরণ মামলায় এসার এবং লুপ টেলিকম গোষ্ঠীর বিরুদ্ধে দিল্লি কোর্টে আজ চার্জশিট দিল সিবিআই। এসার সংস্থার অংশুমান এবং রবি রুইয়া, সংস্থার অধিকর্তা বিকাশ সরাফ এবং লুপ টেলিকম সংস্থার কিরণ খৈতান ও তাঁর স্বামী আই পি খৈতানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে সিবিআই। ভারতীয় দণ্ডবিধির ১২০বি ধারায় (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৪২০ ধারায় (প্রতারণা) তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। তবে এসার গোষ্ঠী তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছে। তারা জানিয়েছে, ‘এসার গোষ্ঠী সরকারি সব শর্ত মেনেই কাজ করেছে। টেলিকম লাইসেন্সের আবেদনের সময় শেয়ার এবং মালিকানা সংক্রান্ত সব তথ্য জমা দেওয়া হয়েছে। আর সেই তথ্য সরকারি সংস্থা যাচাই করে নিয়েছে।’ টুজি স্পেকট্রাম বিতরণ মামলায় এটি সিবিআইয়ের তৃতীয় চার্জশিট। সিবিআইয়ের অভিযোগ, এসার গোষ্ঠী এমনিতেই একটি টেলিকম অপারেটর সংস্থা। কিন্তু লুপ টেলিকম তৈরি করে তারা অতিরিক্ত স্পেকট্রাম পাওয়ার চেষ্টা করেছে যা টেলিকম নীতি বিরোধী। কিন্তু এসারের দাবি, লুপ টেলিকমে প্রথম থেকেই তাদের মাত্র ২.১৫ শতাংশ শেয়ার রয়েছে। আবেদনের সময় তারা সরকারকে তা জানিয়েছিল, তাই কোনও নিয়মভঙ্গ হয়নি। তারা আরও জানিয়েছে, সিবিআইয়ের চার্জশিট তাদের ব্যবসার উপরে কোনও প্রভাব ফেলবে না।

বিমানমন্ত্রী হতে পারেন অজিত
কেন্দ্রীয় মন্ত্রিসভায় সম্ভবত বিমানমন্ত্রী পদের দায়িত্ব পাবেন ইউ পি এ-র নতুন শরিক রাষ্ট্রীয় লোকদল নেতা অজিত সিংহ। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করেন প্রয়াত প্রধানমন্ত্রী চরণ সিংহের পুত্র অজিত। তার পর সরকারি সূত্রে বলা হয়, মনমোহন মস্কো সফর সেরে ফেরার পর ১৮ ডিসেম্বর শপথগ্রহণ অনুষ্ঠান হতে পারে। রাষ্ট্রপতি দিল্লি ফিরছেন ১৩ তারিখ। অজিত শিবিরের তরফে চাপ দেওয়া হচ্ছে, যাতে প্রধানমন্ত্রী ১৫ ডিসেম্বর মস্কো যাওয়ার আগে শপথ গ্রহণ অনুষ্ঠান সেরে ফেলা হয়। বিশ্বনাথ প্রতাপ সিংহ সরকারে শিল্পমন্ত্রী হয়েছিলেন অজিত সিংহ। পরবর্তী কালে কংগ্রেসে যোগ দিয়ে নরসিংহ রাও সরকারে খাদ্যমন্ত্রীও হয়েছিলেন। কংগ্রেস সূত্রে বলা হচ্ছে, যেহেতু অজিত সিংহ ইউ পি এ-র শরিক হতে চেয়ে জোটের সভানেত্রী সনিয়া গাঁধীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছেন, তাই কাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর বাড়িতে ইউ পি এ-র শরিক দলের বৈঠকেও তাঁকে নিমন্ত্রণ জানানো হবে। কংগ্রেস নেতা তথা তেলুগু অভিনেতা চিরঞ্জীবীকে প্রতিমন্ত্রী করার প্রস্তাবও বিবেচনা করা হচ্ছে।

এ বার জাপানি ভাষায় কথামৃত
জাপানি ভাষায় শ্রীরামকৃষ্ণ কথামৃত অনুবাদ করল রামকৃষ্ণ মিশনের জাপান কেন্দ্র। জাপানি ভাষায় উপনিষদ ও স্বামী বিবেকানন্দ বিষয়ক কয়েকটি বইও প্রকাশ করা হয়েছে। বেলুড় মঠে মিশনের বার্ষিক সাধারণ সভায় পরিচালন সমিতির ২০১০-১১ সালের কার্যবিবরণীতে এ কথা জানানো হয়েছে। ওই বিবরণীতে বলা হয়েছে, ২০১০ সালের ৮ অক্টোবর থেকে ২০১১ সালের ১০ জুন পর্যন্ত কেন্দ্রীয় সরকারের আনুকুল্যে পরিচালিত সেবা প্রকল্পগুলির রূপায়ণে মোট ৮ কোটি ২০ লক্ষ টাকা খরচ হয়েছে। তার মধ্যে রয়েছে কল্যাণমূলক কাজ, শিক্ষা, চিকিৎসা এবং গ্রামীণ ও উপজাতি উন্নয়ন কর্মসূচি। নানা উল্লেখযোগ্য প্রকল্প রূপায়ণ করেছে বিভিন্ন দেশের কেন্দ্রগুলিও। রবিবার ওই কার্যবিবরণী প্রকাশ করে সাধারণ সম্পাদক স্বামী প্রভানন্দ জানান, আলোচ্যবর্ষে মোট ৩ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে দেশের বিভিন্ন প্রান্তে রামকৃষ্ণ মঠ ও মিশনের ত্রাণ ও পুনর্বাসন কর্মসূচিতে ১৭২৯টি গ্রামের ৬৮ হাজার পরিবারের ১ লক্ষ ৬৮ হাজার মানুষ উপকৃত হয়েছেন। শিশু বিভাগ থেকে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৩ লক্ষ ২২ হাজার ছাত্রছাত্রী শিক্ষালাভ করেছে। শিক্ষাখাতে মোট খরচের পরিমাণ ছিল ১৯৭ কোটি ৫০ লক্ষ টাকা।

মাদ্রাসা শিক্ষকদের বেতন নিয়ে বৈঠক
উত্তরপ্রদেশের ভোটে সংখ্যালঘু সমর্থন ফিরে পেতে সরকারি চাকরি ও উচ্চশিক্ষায় মুসলিমদের সংরক্ষণের জন্য ইতিমধ্যেই আলোচনা শুরু করেছে কেন্দ্র। এ বার মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন পাইয়ে দিতে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে বৈঠকে বসলেন রাহুল গাঁধী, দিগ্বিজয় সিংহরা। সোমবার বৈঠকের পরে দিগ্বিজয় জানিয়ে দেন, “অবিলম্বে মাদ্রাসা শিক্ষকদের বকেয়া বেতন মেটাতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বলকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।” পাশাপাশি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে শিক্ষার অধিকার আইনের বাইরে রাখার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন দিগ্বিজয়রা। রবিবার লখনউয়ে মুসলিম নেতাদের সঙ্গে রাহুল গাঁধীর বৈঠকের পরে এই অবস্থান নিয়েছে কংগ্রেস।

কুয়াশায় দু’টি গাড়ির সংঘর্ষে মৃত্যু ২ জনের
ঘন কুয়াশার মধ্যে দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দু’জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দু’জন। আজ সকাল ঘটনাটি ঘটেছে ৮৪ নম্বর জাতীয় সড়কে। মৃত দু’জনের নাম শিবজি শা (৩০) এবং মিঠু কুমার (২৫)। প্রথম জনের বাড়ি পটনার কাছে এবং দ্বিতীয়জন আরার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, আজ সকালে খবরের কাগজের একটি গাড়ি বক্সার থেকে পটনা ফিরছিল। ভোজপুর জেলার প্রতাপ সাগর গ্রামের কাছে উল্টোদিক থেকে সেই মুহূর্তে একটি লরি এসে পড়ায় দু’টি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। পুলিশ সূত্রে জানানো হয়েছে, রাস্তায় এত কুয়াশা ছিল যে সামনের কিছুই দেখা যাচ্ছিল না। তার জন্যই দুর্ঘটনাটি ঘটে।

জামুই থেকে অপহৃত সাত শ্রমিক মুক্ত
জামুই থেকে গত শুক্রবার মাওবাদীরা যে ৭ জন নির্মাণ কর্মীকে অপহরণ করেছিল তাঁদের সকলকেই মুক্তি দেওয়া হয়েছে। এই কর্মীরা খয়রা ব্লকের পাকড়ি গ্রামে একটি সেতু তৈরির কাজে যুক্ত ছিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ ভোর তিনটে নাগাদ অপহৃত শ্রমিকদের ছেড়ে দেওয়া হয়। এর আগেও ৩১ অক্টোবর এই জেলার সোনো গ্রাম থেকে ১৪ জন নির্মাণ শ্রমিককে মাওবাদীরা অপহরণ করেছিল। পরে ঠিকাদার সংস্থার কাছ থেকে তোলা আদায়ের পর তাঁদের ছেড়ে দেওয়া হয়। এলাকার বাসিন্দাদের বক্তব্য, এ বারেও সংশ্লিষ্ট ঠিকাদার সংস্থার কাছ থেকে টাকা পাওয়ার পর শ্রমিকদের ছেড়ে দেয় অপহরণকারী জঙ্গিরা।

৬২-তে রজনীকান্ত
আজ ৬২ বছরে পা রাখলেন রজনীকান্ত। তাঁর জন্মদিন উপলক্ষে চেন্নাইয়ে বিশেষ উপাসনার আয়োজন করা হয়েছিল। আনন্দ-উৎসবের মধ্যে দিয়ে রজনীকান্তের জন্মদিন পালন করেন তাঁর ভক্তরা। টুইটারে রজনীকান্তকে শুভেচ্ছা পাঠান অমিতাভ বচ্চন। লেখেন, “এত বড় অভিনেতা, তাঁর এত খ্যাতি, তা সত্ত্বেও অত্যন্ত ভদ্রলোক আর খুব ভাল বন্ধু রজনীকান্ত। তাঁর শারীরিক সুস্থতা কামনা করি।” রজনীকান্ত জীবন শুরু করেন বাস কন্ডাক্টর হিসেবে। তাঁর আসল নাম ছিল শিবাজি রাও গিকওয়াড়। পরে নির্দেশক কে বালাচন্দর তাঁকে আবিষ্কার করেন ও সিনেমায় নামার সুযোগ করে দেন। বাকিটা ইতিহাস। গত বছর ‘রানা’র শু্যটিংয়ের সময়ে কিডনির অসুখে অসুস্থ হন। দীর্ঘদিন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে ছিলেন তিনি।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.