ঋণ নেওয়া এক ব্যবসায়ীর কাছ থেকে ঘরের দখল নিতে গিয়ে তাঁর হাতেই প্রহৃত হলেন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাঙ্কের একটি শাখার ম্যানেজার। তিনি কাটোয়া হাসপাতালে চিকিৎসাধীন। সোমবার দুপুরে দাঁইহাটের চরপাতাইহাটের ঘটনা। কাটোয়া-২ বিডিও নির্মলকুমার দাস বলেন, “ওই ব্যাঙ্ক ম্যানেজারকে পুলিশ গিয়ে উদ্ধার করেছে। তার পরে তাঁকে কাটোয়া হাসপাতালে ভর্তি করে দেয়। |
ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, চরপাতাইহাটের বিকাশ হালদার পেশায় ব্যবসায়ী। ২০০৬ সালে তিনি ওই ব্যাঙ্কের অগ্রদ্বীপ শাখা থেকে ৬ লক্ষ টাকা ঋণ নেন। কিন্তু ৫ বছর ধরে কোনও টাকা শোধ না করায় বর্ধমানের জেলাশাসকের নির্দেশে ডিসেম্বরের ৮ তারিখ বাড়ির দখল নেন গ্রামীণ ব্যাঙ্ক কর্তৃপক্ষ। ওই দিনই ব্যাঙ্ক ম্যানেজারের কাছ থেকে দু’টি ঘর সাময়িক ভাবে ব্যবহার করার অনুমতি নেন বিকাশবাবু। সোমবারই ঘর দু’টি ছেড়ে দেওয়ার কথা ছিল।
ব্যাঙ্কের ম্যানেজার মিলনকুমার মুখোপাধ্যায় সোমবার দু’জন রক্ষী নিয়ে ঘরের দখল নিতে গেলে প্রথমে তাঁদের মধ্যে বাক্-বিতণ্ডা হয়। অভিযোগ, এর পরে তাঁদের ঘরে ঢুকিয়ে মারধর করে আটকে রাখা হয়। পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। ব্যাঙ্কের আইনজীবী বীরেন্দ্র চক্রবর্তী বলেন, “ম্যানেজার সুস্থ হলেই কাটোয়া থানায় অভিযোগ দায়ের হবে।” তাঁর অভিযোগ, বিকাশবাবু-সহ ৭ জন মিলে ম্যানেজারকে মারধর করেছে। |