একশো দিনের কাজ করতে গিয়ে এক গ্রামবাসীর কোদালের ডগায় মাটির তলা থেকে উঠে এল দুটি বালা। ওই দুটি সোনার বলে এলাকায় গুজব ছড়িয়ে পড়ায় রবিবার মালদহের হবিবপুরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। বিডিও অভিজিত ঘোষ বলেন, “উদ্ধার হওয়া বালা দু’টি সোনার কি না তা পরীক্ষা না করে বলা যাবে না। বতর্মানে ওই বালা দু’টি পুলিশের হাতে দেওয়া হয়েছে।” মাটির তলা থেকে একজোড়া বালা উদ্ধারকে ঘিরে হবিবপুরে কংগ্রেস ও সিপিএমের মধ্য চাপানউতোর শুরু হয়েছে। হবিবপুরের আইহো গ্রাম পঞ্চায়েতের চাচাই চণ্ডীপুরে একশো দিনের মাটি কাটার কাজ চলছে। বৃহস্পতিবার মাটি কাটতে গিয়ে উপর কেন্দুয়ার চুনীরাম হেমব্রমের কোদালের ডগায় চকচকে দুটি বালা উঠে আসে। চুনীরাম তা আইহো গ্রাম পঞ্চায়েতের সিপিএমের প্রধান তালা টুডুর হাতে দিয়েছিলেন। সোনার মতো চকচকে বালা দুটি হাতে পাওয়ার পর প্রধান কাউকে না জানিয়ে বাড়িতে রেখে দিয়েছিলেন বলে অভিযোগ। রবিবার সকালে ঘটনাটি জানাজানি হতেই গ্রামবাসীরা প্রধানের বাড়ি চড়াও হন। গ্রামবাসীদের চাপে পড়ে প্রধান ওই বালা দুইটি হবিবপুরের বিডিওর হাতে তুলে দেন। আইহো গ্রাম পঞ্চায়েতের বিরোধী দলনেতা প্রতাপ দাস অভিযোগ করেন, “সোনার বালা দুটি আত্মসাৎ করার চেষ্টা করেছিলেন সিপিএমের প্রধান।” আইহো গ্রাম পঞ্চায়েতের প্রধান বলেন, “ওই বালা দুটি কিসের তা পরীক্ষা করার জন্য নিজের কাছে রেখেছিলাম। স্থানীয় স্বণর্কাররা যখন ওই দুটি বালা দেখে জানাল সেটি সোনার তখনই আমি বালা দুটি বিডিওর কাছে জমা দিই।”
|
আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ইসলামপুর মহকুমার দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই দুই ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম নমিচাঁদ জৈন (৮৩) এবং পুনমমল অগ্রবাল (৬৫)। নমিচাঁদের বাড়ি চাকুলিয়া থানার কানকি এলাকায়। পুনমমল ইসলামপুর শহরের বাসিন্দা। দু’জনেই পেশায় ব্যবসায়ী। কানকির ওই ব্যবসায়ী কিছুদিন আগে তাঁর কলকাতার বাড়িতে ছেলের কাছে গিয়েছিলেন। গত ৩ জানুয়ারি দুপুরে বাথরুমে স্নান করার সময়ে তাঁর পা পিছলে যায়। জখম অবস্থায় তাঁকে আমরি হাসপালে ভর্তি করান পরিবারের লোকেরা। দু’দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, ইসলামপুরের ব্যবসায়ী পুনমমলবাবু বেশ কিছুদিন ধরে কলকাতার বাড়িতেই থাকতেন। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গত ১১ই নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
|
সরকারি উদ্যোগে সরাসরি ধান কেনার দাবিতে হাট বন্ধ করে বিক্ষোভ দেখালেন চাষিরা। রবিবার দুপুরে এলাকার কয়েকশো চাষি উত্তর দিনাজপুরের করণদিঘি থানার রসাখোয়া হাটের বেচাকেনা বন্ধ করে দিয়ে বিক্ষোভ দেখান। পরে পুলিশের আশ্বাসে চাষিরা বিক্ষোভ তুলে নিলেও এদিন হাটের বেচাকেনা বন্ধ ছিল।ৃএদিন দুপুরে একই দাবিতে কংগ্রেসের নেতৃত্বে করণদিঘি ব্লকের কয়েকশো চাষি দুপুর ১২টা থেকে টানা দুই ঘন্টা টুঙ্গিদিঘি এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। জেলা পরিষদের সভাধিপতি মোক্তার আলি সর্দার বলেন, “সব কথা সরকারকে জানানো হয়েছে।”
|
আমরি হাসপাতালের অগ্নিকাণ্ডে ইসলামপুর মহকুমার দুই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ওই দুই ব্যবসায়ীর পরিবার সূত্রে জানা গিয়েছে, মৃতদের নাম নমিচাঁদ জৈন (৮৩) এবং পুনমমল অগ্রবাল (৬৫)। নমিচাঁদের বাড়ি চাকুলিয়া থানার কানকি এলাকায়। পুনমমল ইসলামপুর শহরের বাসিন্দা। দু’জনেই পেশায় ব্যবসায়ী। কানকির ওই ব্যবসায়ী কিছুদিন আগে তাঁর কলকাতার বাড়িতে ছেলের কাছে গিয়েছিলেন। গত ৩ জানুয়ারি দুপুরে বাথরুমে স্নান করার সময়ে তাঁর পা পিছলে যায়। জখম অবস্থায় তাঁকে আমরি হাসপালে ভর্তি করান পরিবারের লোকেরা। দু’দিনের মধ্যে তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল বলে জানা গিয়েছে। অন্যদিকে, ইসলামপুরের ব্যবসায়ী পুনমমলবাবু বেশ কিছুদিন ধরে কলকাতার বাড়িতেই থাকতেন। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন। গত ১১ই নভেম্বর থেকে তিনি ওই হাসপাতালে ভর্তি ছিলেন।
|
রায়গঞ্জ ব্লকের মসলন্দপুর হাটখোলা এলাকার মহাজাতি সংঘের উদ্যোগে আয়োজিত ১৩ হাত কালীপুজোকে কেন্দ্র করে একটি মেলার উদ্বোধন হল শনিবার। আগামী এক সপ্তাহ ধরে ওই মেলা চলবে। মেলা কেন্দ্র করে বাসিন্দাদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। প্রাচীন রীতিনীতি ও আচার বিধি মেনে ১৩ হাত কালী পুজো এ বছর ২০ বছরে পড়ল।
|
এক গৃহবধূকে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করার অভিযোগে ভাসুরকে গ্রেফতার করল পুলিশ। রবিবার সকালে উত্তর দিনাজপুরের করণদিঘি থানার মালিপাড়া এলাকা থেকে তাকে ধরা হয়। ধৃতের নাম, সোম হেমব্রম। পেশায় দিনমজুর ওই ব্যক্তির বাড়ি ওই এলাকাতেই। গত শনিবার স্থানীয় একটি পুকুর থেকে সিঙ্কি মুর্মু (৩৫) নামে ওই গৃহবধুর পচাগলা মৃতদেহ উদ্ধার করে পুলিশ। বুধবার থেকে ওই বধূ নিখোঁজ ছিলেন। ঘটনার পর থেকে পেশায় দিনমজুর মৃতার স্বামী মাতলা হেমব্রম পালিয়ে যাওয়ায় পুলিশের সন্দেহ হয়। এরপরই মৃতার ভাসুরকে গ্রেফতার করে জেরা করে পুলিশ। করণদিঘি থানার আইসি সুকুমার মিশ্র বলেন, “পারিবারিক বিবাদে স্বামী ও ভাসুর ওই গৃহবধূকে পিটিয়ে, শ্বাসরোধ করে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। স্বামীর খোঁজে তল্লাশি চলছে।”
|
পেট্রল পাম্পে ডাকাতির চেষ্টার অভিযোগে তিন যুবককে গ্রেফতার করল পুলিশ। শনিবার রাতে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার দোমহনা রহটপুর হাই মাদ্রাসা সংলগ্ন এলাকা থেকে তাদের ধরা হয়। ধৃতদের নাম এন্দাদুল হক, তালিম শেখ ও সামসুদ্দিন শেখ। এন্দাদুল ও তালিমের বাড়ি মালদহ জেলার বৈষ্ণবনগর থানা এলাকায়। সামসুদ্দিনের বাড়ি ফরাক্কা থানা এলাকায়। |