টুকরো খবর |
মিরিকে জয়ী মোর্চা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
|
মিরিকের বুথে লাইনরবিন রাই। |
মিরিক পুরসভার ৫টি আসনে নির্বাচন অনুষ্ঠিত হল। রবিবার ওই নির্বাচনকে ঘিরে পুলিশি নিরাপত্তা জোরদার করা হয়। প্রশাসন সূত্রের খবর, মিরিক ৯টি আসনের মধ্যে ৪টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে গোর্খা জনমুক্তি মোর্চা সমর্থিত প্রার্থীরা। এদিন ২, ৬, ৭, ৮ এবং ৯ নম্বর আসনে নির্বাচন হয়। মোর্চার প্রার্থীদের সঙ্গে সংগঠনের বিক্ষুব্ধ প্রার্থীদের মধ্যে মূলত লড়াই হচ্ছে। অন্য কোনও দন নির্বাচনে প্রার্থী দেয়নি। দার্জিলিং, কালিম্পং ও কার্শিয়াং পুরসভায় আগেই মোর্চা প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর মিরিক ব্লক অফিসে ভোট গণনা হবে। কার্শিয়াংয়ের পুলিশ আধিকারিক নিমা নরবু ভুটিয়া বলেন, “শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হয়েছে।”
|
মোর্চা ছেড়ে কংগ্রেসে তিন পঞ্চায়েত সদস্য
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গোর্খা জনমুক্তি মোর্চার তিন পঞ্চায়েত সদস্য-সহ ৬ জন কংগ্রেসে যোগ দিয়েছেন বলে রবিবার শিলিগুড়ির হাসমি চকে বিধান ভবনে সাংবাদিক বৈঠকে দাবি করলেন দার্জিলিং জেলা কংগ্রেসের (সমতল) সভাপতি শঙ্কর মালাকার। তিনি বলেন, মোর্চার সদস্য বর্তমান প্রধান মীরা তামাং এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া রাজু খেড়িয়া-সহ ৬ সদস্য কংগ্রেসে যোগ দিয়েছে। ফলে মণিরাম পঞ্চায়েত কংগ্রেস একক ভাবে দখল করল। তৃণমূলের নকশালবাড়ি ব্লক সভাপতি গৌতম কীর্তনীয়া বলেন, “তৃণমূল ছেড়ে কেউ কংগ্রেসে গিয়েছে বলে জানা নেই।” গত পঞ্চায়েত নির্বাচনে ১৬ আসনের পঞ্চায়েতে কংগ্রেস ৭টি, মোর্চা ৩টি, আদিবাসী বিকাশ পরিষদ ২, বিজেপি ২, একটি কেপিপি এবং ১টি আসনে সিপিএম জয়ী হয়। কংগ্রেস ও বিজেপির ৬ সদস্য তৃণমূলে যোগ দেয়। এদিন ৬ সদস্যকে দলে আনে কংগ্রেস। প্রধান মীরা তামাং বলেন, “কংগ্রেসে গিয়ে কাজ করতে চাইছি।”
|
বার্ষিক সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • ফাঁসিদেওয়া |
তিস্তা ক্যানেল ক্ষতিগ্রস্ত ও দৈনিক মজদুর সমিতির দার্জিলিং জেলা কমিটির ষষ্ঠতম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল ফাঁসিদেওয়ায়। রবিবার স্থানীয় নিম্ন বুনিয়াদি বিদ্যালয় মাঠে ওই সম্মেলন হয়। সম্মেলনে উত্তরবঙ্গের প্রতিনিধিরা ছাড়াও শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি পাসকেল মিনজ, ফাঁসিদেওয়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রণবেশ মণ্ডল-সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও হাজির ছিলেন। সংগঠনের সম্পাদক নাসির আহমেদ জানান, তিস্তা প্রকল্প ছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পে বহু কৃষক পরিবার জমি দিয়েও এখনও ওই সব কৃষক পরিবারের বেশির ভাগ বেকার যুবক-যুবতীদের চাকরি হয়নি। এই নিয়ে সম্মেলনে আলোচনা হয়।
|
মোর্চা ছেড়ে কংগ্রেসে
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
গোর্খা জনমুক্তি মোর্চার তিন পঞ্চায়েত সদস্য-সহ ৬ জন কংগ্রেসে যোগ দিয়েছেন বলে রবিবার শিলিগুড়ির হাসমি চকে বিধান ভবনে সাংবাদিক বৈঠকে দাবি করলেন দার্জিলিং জেলা কংগ্রেসের (সমতল) সভাপতি শঙ্কর মালাকার। তিনি বলেন, মোর্চার সদস্য বর্তমান প্রধান মীরা তামাং এবং কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া রাজু খেড়িয়া-সহ ৬ সদস্য কংগ্রেসে যোগ দিয়েছে। ফলে মণিরাম পঞ্চায়েত কংগ্রেস একক ভাবে দখল করল। তৃণমূলের নকশালবাড়ি ব্লক সভাপতি গৌতম কীর্তনীয়া বলেন, “তৃণমূল ছেড়ে কেউ কংগ্রেসে গিয়েছে বলে জানা নেই।” গত পঞ্চায়েত নির্বাচনে ১৬ আসনের পঞ্চায়েতে কংগ্রেস ৭টি, মোর্চা ৩টি, আদিবাসী বিকাশ পরিষদ ২, বিজেপি ২, একটি কেপিপি এবং ১টি আসনে সিপিএম জয়ী হয়। কংগ্রেস ও বিজেপির ৬ সদস্য তৃণমূলে যোগ দেয়। এদিন ৬ সদস্যকে দলে আনে কংগ্রেস। প্রধান মীরা তামাং বলেন, “কংগ্রেসে গিয়ে কাজ করতে চাইছি।”
|
গ্রেফতার যুবক
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জ্যোতি শর্মা জখমের ঘটনায় তাঁর দাদাকে গ্রেফতার করল পুলিশ। রবিবার শিলিগুড়ি থেকে অভিযুক্তকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ। পুলিশ জানায়, ধৃতের নাম চন্দন শর্মা। তার বাড়ি হায়দরপাড়ায়। গত বুধবার সকালে শোওয়ার ঘর থেকে জখম অবস্থায় উদ্ধার হয় তরুণী জ্যোতি। তাঁর গলা ব্লেড দিয়ে ক্ষত করা হয়েছিল। ওই ঘটনায় চন্দনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এদিন তাকে গ্রেফতার করা হয়।
|
চোরাই গাড়ি উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • ফুলবাড়ি |
ফের তিনটি চোরাই গাড়ি উদ্ধার করল নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। এই নিয়ে মোট ১০ খানা গাড়ি উদ্ধার করা হয়েছে বলে ফাঁড়ির ওসি বাসুদেব সরকার জানিয়েছেন। ওই গাড়িগুলির মধ্যে রয়েছে, ১ টি টাটা সুমো, ১ টি বোলোরো ও ৭ টি পিক-আপ ভ্যান। বিভিন্ন ভিন রাজ্য থেকে ওই গাড়িগুলি চুরি করে জাল কাগজপত্র তৈরি করে ভুয়ো নম্বর দিয়ে গাড়িগুলি সস্তা দামে বিক্রি করা হচ্ছে। গোপন সূত্রে খবর পেয়ে শুক্র ও শনিবার অভিযানে নেমে ওই গাড়িগুলি উদ্ধার করা হয়। এই ঘটনায় জড়িত থাকায় ইতিমধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে।
|
মিনি ক্রিকেট
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
রাজগঞ্জের মাঝিয়ালি অঞ্চলে প্রয়াত জরিফন নেছা ও মহেন্দ্রনাথ রায় স্মৃতিস্মরণে দিনরাতের মিনি ক্রিকেট প্রতিযোগিতা হল ভুটকিহাটের বাদলাগছে। স্থানীয় মিলন সঙ্ঘ ও জলপাইগুড়ি জেলা কংগ্রেসের সংখ্যালঘু সেলের নেতা হাজি নূরুল ইসলামের ব্যবস্থাপনা ও পরিচালনায় শনি ও রবিবার দু’দিন ব্যাপী প্রতিযোগিতার উদ্বোধন করেন স্থানীয় পঞ্চায়েত প্রধান রজব আলি চৌধুরী। ছিলেন জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু, রাজগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি দেবব্রত নাগ প্রমুখ। ব্লকের ৩৬ টি ক্রিকেট দল অংশ নেয়।
|
মৃত দুই তরুণ
নিজস্ব সংবাদদাতা • রাজগঞ্জ |
একই দিনে দুই তরুণের মৃত্যু হয়েছে রাজগঞ্জ থানা এলাকায়। শনিবার দুপুরে করতোয়া এলাকায় ট্রাকের ধাক্কায় স্থানীয় একটি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র বিপুল রায়ের (২০) মৃত্যু হয়। বাড়ি স্থানীয় মনুয়াগছ এলাকায়। অন্য দিকে, এ দিন দুপুরে কীটনাশক খেয়ে মারা যায় স্থানীয় ধারাগছের বাসিন্দা মনু রায় (২০)।
|
কম্পিউটার সেন্টার
নিজস্ব সংবাদদাতা • বেলাকোবা |
রবিবার বেলাকোবা বিবেকানন্দ ইউনিটি সেন্টারের তরফে এলাকায় একটি কম্পিউটার সেন্টার খোলা হল। উদ্বোধন করেন শিলিগুড়ির অতিরিক্ত জেলাশাসক তপনকুমার বর্মন। সংগঠনের সম্পাদক বিশ্বদীপ সাহা জানান, দ্বিতীয় শ্রেণি থেকে দশম শ্রেণির ছেলেমেয়েদের এখানে প্রশিক্ষণ দেওয়া হবে।
|
প্রবন্ধ প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
পূবালী সেনগুপ্ত স্মৃতি সংস্থার উদ্যোগে আয়োজিত প্রবন্ধ প্রতিযোগিতার ফলাফল ঘোষণা হল। বাংলায় উৎসা দত্ত ও বিদিশা সরকার, ইংরেজিতে দামিনী বসু, নেপালি ভাষায় প্রভাকর রাই, হিন্দিতে সৌরভ কেশরী ও উর্দূতে জুবেইর আনসারি প্রথম হয়েছে। শিলিগুড়িতে ৩০ সেপ্টেম্বর প্রতিযোগিতা হয়। বিষয় ছিল আমার মা।
|
সম্মেলন |
পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ ওয়ার্কমেন্স ইউনিয়নের শিলিগুড়ি উপ বিভাগীয় সম্মেলন হল শনিবার। সম্মেলনে ১২৫ জন প্রতিনিধির উপস্থিতিতে দীপক চক্রবর্তীকে সভাপতি ও প্রদীপ কুণ্ডুকে সম্পাদক করে ২৭ জনের কমিটি করা হয়।
|
নয়া জুনিয়র হাই স্কুল |
রাজগঞ্জের কুকুরজান অঞ্চলের কাঞ্চনসিরিতে একটি জুনিয়র হাই স্কুল খোলা হল। জলপাইগুড়ি জেলা সর্বশিক্ষা মিশনের আর্থিক সহায়তায় তৈরি ওই স্কুলের উদ্বোধন করেন রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়। উপস্থিত ছিলেন রাজগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি সত্যেন মণ্ডল, পঞ্চায়েত প্রধান ভানুমতি রায়। |
|