বিবাদের জেরে পাড়ায় খুন তৃণমূল কর্মী |
জমি নিয়ে বিবাদের জেরে খুন হলেন এক তৃণমূল কর্মী। পুলিশ জানায়, নিহতের নাম বিন্ধ্যেশ্বর মাহাতা (৫২)। বাড়ি পুরুলিয়ার পাড়া থানার তদ গ্রামে। শনিবার রাতের ওই ঘটনায় সাত জনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে নিহতের পরিবারের তরফে। তদন্তের স্বার্থে পুলিশ অভিযুক্তদের নাম জানাতে চায়নি। তবে তাঁরা সকলেই পলাতক বলে পুলিশের দাবি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই জমির মালিকানা নিয়ে বিন্ধ্যেশ্বরবাবুর পরিবারের সঙ্গে বিবাদ ছিল এক পড়শির। শনিবার বিকেল থেকে বিবাদ তুঙ্গে ওঠে। অভিযোগ, রাতে ওই পড়শির পরিবারের কিছু লোক লাঠি, রড, চপার নিয়ে চড়াও হয় ওই তৃণমূলকর্মী ও তাঁর পরিবারের সদস্যদের উপরে। গুরুতর জখম অবস্থায় বিন্ধ্যেশ্বরবাবুকে পাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হলে সেখানেই তিনি মারা যান। জখম হন তাঁর ভাই পরমেশ্বর মাহাতা ও ভাইপো অজয় মাহাতা। দু’জনেই পুরুলিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন।
|
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথপুর |
বেসরকারি শিক্ষক-শিক্ষণ কলেজের শিলান্যাস হল রঘুনাথপুরে। রবিবার শহরের প্রান্তে রঘনাথপুর মহকুমা হাসপাতালের অদূরে প্রস্তাবিত কলেজটির শিলান্যাস করেন রঘুনাথপুরের পুরপ্রধান মদন বরাট। ছিলেন পুরসভায় তৃণমূলের দলনেতা বিষ্ণু মেহেতা। এই কলেজটি তৈরি করছে আসানসোলের একটি বেসরকারি সংস্থা। বর্তমানে পুরুলিয়া জেলায় একটি মাত্র সরকারি বিএড কলেজ রয়েছে। সেখানে আসন সংখ্যা সীমিত হওয়ায় পড়ুয়াদের যেতে হয় অন্য জেলায়। বেসরকারি সংস্থাটির পক্ষে জিতেন চট্টোপাধ্যায় জানান, কলেজ তৈরির জন্য ইতিমধ্যেই দু’বিঘা জমি কেনা হয়েছে। তিনটি পর্যালয়ে কলেজ তৈরি হবে। তিনি বলেন, “প্রথম দফায় প্রাথমিক শিক্ষক-শিক্ষণ কেন্দ্র, পরে বিএড এবং শেষে এমএড পাঠ্যক্রম চালু হবে।” এনসিটিই-র অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী আবেদন করা হয়েছে বলেও সংস্থার তরফে জানানো হয়েছে।
|
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। শনিবার দুপুরে ওন্দা থানার সাহাপুরে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম উত্তম মিশ্র (৪৯)। ওন্দা থানার কলাবেড়িয়া এলাকার বিক্রমপুর গ্রামে তাঁর বাড়ি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তমবাবু মাকুড়গ্রাম-জয়কৃষ্ণপুর রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় বিষ্ণুপুরমুখী একটি ট্রাক নিয়ম্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, লরিটি আচক করা হয়েছে। চালক পালিয়েছে। তার সন্ধান করা হচ্ছে। অন্য দিকে, ওই দিন ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম টুটুল দলুই (৩০)। পেশায় বাসকর্মী ওই যুবকের বাড়ি বীরভূমের মাড়গ্রামে।
|
অ্যাডভেঞ্চার ক্যাম্প শুরু মুকুটমনিপুরে |
নিজস্ব সংবাদদাতা • মুকুটমনিপুর |
স্কুলের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের নিয়ে একটি ‘অ্যাডভেঞ্চার স্পোটর্স ক্যাম্প’ শুরু হল। বাঁকুড়ার পর্যটন কেন্দ্র মুকুটমনিপুর লাগোয়া বারঘুটু এলাকায় এই শিবির হচ্ছে। রবিবার সর্বশিক্ষা মিশনের উদ্যোগে এবং একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের পরিচালনায় এই শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলাশাসক (সাধারণ) মৌমিতা বসু। এ দিনের অনুষ্ঠানে হাজির ছিলেন সর্বশিক্ষা মিশনের জেলা প্রকল্প আধিকারিক ব্রিজিত সুচিতা কুডুর, মহকুমাশাসক (খাতড়া) দেবপ্রিয় বিশ্বাস প্রমুখ। শিবির চলবে ১৯ জানুয়ারি পর্যন্ত। পাহাড় চড়া ও সাঁতার কাটার কৌশল শেখার পাশাপাশি ছাত্রীদের আকর্ষণীয় নানা বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।
|
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
ব্লক ছাত্র-যুব উৎসব হয়ে গেল মানবাজারে। শনি ও রবিবার মানবাজারে রাধামাধব বিদ্যায়তনে ব্লক ছাত্র ও যুব উৎসব অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক প্রতিযোগিতায় রবীন্দ্র সঙ্গীত, আবৃত্তি, প্রশ্নোত্তর প্রভৃতি ছিল। ওই মাঠে ক্রীড়া প্রতিযোগিতাও হয়। অনুষ্ঠানে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শনিবার উৎসব কমিটির পক্ষ থেকে প্রবীণ স্বাধীনতা সংগ্রামী চিত্তভূষণ দাশগুপ্ত ও মালতি দাশগুপ্ত, জেলার বিশিষ্ট সঙ্গীত শিল্পী গোরাচাঁদ নারায়ণ দেব এবং খুদে অ্যাথলিট পূর্ণিমা সিংহকে সংবর্ধনা দেওয়া হয়। ছিনতাই। হাট থেকে বাড়ি ফেরার পথে টাকা ছিনতাই হল এক ব্যবসায়ীর। শনিবার ঘটনাটি ঘটে বীরভূমের ইলামবাজারে। পুলিশ তদন্ত শুরু করেছে।
|
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
এক ব্যক্তির ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। সুনীল মান্ডি (৪০) নামে মৃত ব্যক্তির বাড়ি সাঁতুড়ির পিড়রগড়িয়া গ্রামে। রবিবার সকালে বাড়ি থেকেই তাঁর ঝুলন্ত দেহ মেলে। |