অস্বাভাবিক মৃত্যু ছাত্রের |
মেধাবি এক ছাত্রের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শনিবার হৃদয়পুর স্টেশনের কাছে তাঁকে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় বাসিন্দা তাঁকে উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে একটি নার্সিংহোমে স্থানান্তরিত করা হয়। সেখানেই রাতে তাঁর মৃত্যু হয়। পুলিশ জানায়, মৃতের নাম শ্যামাপ্রসাদ দে (২১)। তাঁর বাড়ি বসিরহাটের মির্জাপুরে। তিনি দমদম মতিঝিল কলেজে ইংরেজি নিয়ে এমএ পড়তেন। মৃতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন দুপুরে হৃদয়পুরে এক বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন শ্যামাপ্রসাদ। বিকেলে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখান থেকে বের হন। রাতে বাড়ির লোকজন জানতে পারেন নার্সিংহোমে ভর্তি করা হয়েছে তাঁকে। মৃতের মাসতুতো ভাই চিরন্তন মণ্ডল বলেন, “নার্সিংহোমের কর্মীরা আমাদের জানান, কানে মোবাইল ধরে যাওয়ার সময় হৃদয়পুর স্টেশনের কাছে ট্রেনের ধাক্কায় শ্যামাপ্রসাদ আহত হয় বলে ভর্তি করতে আসা লোকদের মুখে তাঁরা শুনেছেন।” ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
|
বসিরহাটে সংঘর্ষ, ধৃত পঞ্চায়েত সদস্য |
বিতর্কিত জমির উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারির ঘটনায় একজনকে গ্রেফতার করল পুলিশ। শেখ গিয়াসুদ্দিন নামে বসিরহাটের বেগমপুর পঞ্চায়েতের ওই সদস্যকে শনিবার গয়ড়া গ্রামে বাড়ি থেকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত বৃহস্পতিবার দুপুরে গয়ড়া গ্রামে একটি বিতর্কিত জমির উপর দিয়ে বিদ্যুতের তার নিয়ে যাওয়াকে কেন্দ্র দু’পক্ষের মধ্যে মারামারি বাধে। তার জেরে সন্ধ্যায় একটি দোকানে ভাঙচুর, লুঠপাট করা হয়। সংঘর্ষে দু’পক্ষের কয়েকজন জখম হন। গ্রামবাসীরা থানা এসে দোষীদের গ্রেফতারের দাবি জানান। শেখ গিয়াসুদ্দিন অবশ্য দাবি করেন, তাঁকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। |