তিন বছর দু’মাস পরে বাংলার কোনও ক্রিকেটারের ব্যাট থেকে এল আন্তর্জাতিক সেঞ্চুরি। তিন বছর আগে করা সেই টেস্ট সেঞ্চুরির মালিক রবিবারের দুপুরে টিভির সামনে থেকে ওঠেননি। মনোজ তিওয়ারির প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির একটি বলও মিস করেননি, করতেও চাননি। সন্ধেয় চেন্নাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পঞ্চম ওয়ান ডে-তে মনোজের ১২৬ বলে করা ১০৪ নট আউটের ইনিংস নিয়ে আনন্দবাজারের সঙ্গে কথা বললেন সৌরভ গঙ্গোপাধ্যায়।
প্রশ্ন: মনোজের ইনিংসটা দেখলেন?
সৌরভ: নিশ্চয়ই। দুর্দান্ত অ্যাচিভমেন্ট। ফ্যান্টাস্টিক। আমি ইনিংসটার একটা বলও মিস করিনি। বল বাই বল দেখেছি। খুব দামি একটা ইনিংস। ওর জন্য খুব ভাল লাগছে।
প্র: দামি ইনিংস কেন? আন্তর্জাতিক সেঞ্চুরি বলে?
সৌরভ: অবশ্যই। হান্ড্রেড ইজ আ হান্ড্রেড। প্রতিটা সিরিজে শেষ ম্যাচটায় চান্স পেয়ে রান করা কিন্তু একেবারেই সহজ নয়। ব্যাপারটা খুব টাফ। একটাই চান্স পেয়েছে সিরিজটায়, সেটাতেই সেঞ্চুরি করেছে।
|
প্র: ২০০৮-এ মোহালিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে আপনার করা ১০২ বাংলার কোনও ক্রিকেটারের করা শেষ আন্তর্জাতিক সেঞ্চুরি। তার পরেই মনোজের চেন্নাইয়ের ইনিংসটা। তিন বছর পরে বাংলার কেউ আন্তর্জাতিক সেঞ্চুরি পেল...
সৌরভ: হু। তিন বছর পরে। চেন্নাইয়ের উইকেটটা সহজ ছিল না। বল নিচুও হচ্ছিল। ঠিক যে ভাবে খেলা উচিত, সে ভাবে খেলেছে মনোজ। বলছিলাম না, এটাই ছিল সিরিজের শেষ ম্যাচ। মনোজ আগে খুব বেশি সুযোগ পায়নি। পাঁচটা মাত্র ম্যাচ খেলেছিল। সেখানে চাপ নিয়ে রান করে দেওয়াটা বড় ব্যাপার।
প্র: আপনি তো আগেও বহুবার বলেছেন, মনোজের জাতীয় দলে সুযোগ পাওয়া উচিত.... ইডেনে গত অক্টোবরে রান না পাওয়ার পরেও বলেছিলেন অপেক্ষা করুন...
সৌরভ: নিশ্চয়ই। আমি বলেছিলাম। একটা দুটো ম্যাচ দিয়ে কাউকে বিচার করা যায় না। করা উচিত নয়। বেঙ্গলের যত ছেলে ইন্ডিয়া খেলবে, তত আমার ভাল লাগবে। বাংলার একটা ছেলে হান্ড্রেড করছে, এর চেয়ে ভাল খবর হয় নাকি?
প্র: এর পর নিশ্চয়ই অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজে ওর প্লেনের টিকিট নিশ্চিত?
সৌরভ: অবশ্যই। আর কী করতে হবে? অস্ট্রেলিয়ায় ওয়ান ডে সিরিজে মনোজের নিশ্চয়ই টিমে সুযোগ পাওয়া উচিত। এই ইনিংসের পরে ওর না থাকার কোনও কারণ নেই।
প্র: বাংলার সামনে যখন অবনমনের দুশ্চিন্তা রয়েছে, মনোজের এই ইনিংসটা রঞ্জির বাকি ম্যাচগুলোয় টিমের কাছে বাড়তি অক্সিজেন নয়?
সৌরভ: নিশ্চয়ই। খাটলে যে তার ফল পাওয়া যায়, মনোজের এই ইনিংসটা তার প্রমাণ। রঞ্জির বাকি ম্যাচগুলোয় তো মনোজকে আমরা পাব। মিডল অর্ডারটা অনেক ভাল হবে। দেখা যাক। |