|
|
|
|
আফ্রিকা থেকে আরও বেশি তেল ও গ্যাস কিনবে দিল্লি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
জ্বালানির চাহিদা মেটাতে আফ্রিকার দেশগুলির থেকে আরও বেশি তেল ও গ্যাস আমদানি করতে চাইছে মনমোহন-সরকার।
বর্তমানে অশোধিত তেলের ৭৮ শতাংশই বিদেশ থেকে আমদানি করতে হয় ভারতকে। যার বেশির ভাগটাই আসে পশ্চিম এশিয়া থেকে। কিন্তু ওই অঞ্চলের রাজনৈতিক অস্থিরতার কথা মাথায় রেখে অন্যান্য উৎসও খুঁজতে চাইছে দিল্লি। চলতি সপ্তাহের শেষে এখানে তৃতীয় ভারত-আফ্রিকা হাইড্রোকার্বন সম্মেলন হবে। সেখানে প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ আফ্রিকার দেশগুলির সঙ্গে পাকাপাকি চুক্তি করে ফেলতে চাইছে কেন্দ্র। পেট্রোলিয়াম প্রতিমন্ত্রী আর পি এন সিংহ বলেন, “ভারতে প্রতি বছর ১৯.৪ কোটি টন তেল পরিশোধন করা হয়। দু’বছরের মধ্যে এই ক্ষমতা বেড়ে ২৩.৮ কোটি টনে পৌঁছে যাবে। এ ক্ষেত্রে আফ্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।” এ জন্য যে বাড়তি তেল প্রয়োজন, তা আফ্রিকা থেকেই আনতে চায় ভারত। এখন মোট তেল আমদানির মাত্র ২১.৫ শতাংশ আসে আফ্রিকা থেকে। এটা আরও বাড়িয়ে নিয়ে যেতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে আফ্রিকার বিভিন্ন দেশে আরও বিনিয়োগ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে ভারতের থেকে অনেক কদম এগিয়ে রয়েছে চিন। তবে পেট্রোলিয়াম মন্ত্রকের বক্তব্য, চিন যে পরিমাণে বিনিয়োগ করেছে, তা ভারতের পক্ষে সম্ভব নয়। ভারতকে নিজের ক্ষমতা অনুযায়ীই পরিকল্পনা ঠিক করতে হবে। তা ছাড়া চিন যে হারে বিনিয়োগ করছে, তা কতটা লাভজনক হবে, তা নিয়েও সন্দেহ রয়েছে ভারতের।
এর পাশাপাশি আফ্রিকায় পরিশোধিত তেল ও পেট্রো-পণ্য রফতানির পরিমাণও বাড়াতে চাইছে নয়াদিল্লি। প্রথম ইউপিএ-জমানায় বিদেশমন্ত্রী থাকাকালীনই প্রণব মুখোপাধ্যায় জ্বালানির অন্বেষণে আফ্রিকায় গিয়েছিলেন। ভারত-আফিকা হাইড্রোকার্বন সম্মেলনে সভাপতিত্ব করার জন্য তাঁকেই আমন্ত্রণ জানিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। গত মে মাসে প্রধানমন্ত্রী মনমোহন সিংহও আফ্রিকায় গিয়ে সেখানকার উন্নয়নে ভারতের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। |
|
|
|
|
|