ক্ষুদ্র ও কুটির শিল্পীদের ঋণে বাড়তি সুযোগ |
ক্ষুদ্র ও কুটির শিল্পীদের রাজ্য সরকারের তরফে এ বার দেওয়া হবে ব্যাঙ্কের ক্রেডিট কার্ড। যাতে ওই শিল্পীরা সহজে ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারেন। এর পাশাপাশি দেওয়া হচ্ছে একটি করে স্বাস্থ্য বিমা কার্ড এবং পরিচয়পত্রও। রাজ্যের ক্ষুদ্র কুটির শিল্প দফতরের মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “কুটির শিল্পকে আরও চাঙ্গা করতেই রাজ্য সরকারের এই নয়া উদ্যোগ।” গ্রামের প্রত্যন্ত এলাকার ওই শিল্পীদের আর্থিক সমস্যা রয়েছে। ব্যাঙ্কও তাঁদের সহজে ঋণ দিতে চায় না। ফলে ওই শিল্পীরা তাঁদের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারেন না। এই কার্ড দিয়ে ওই সব শিল্পীদের ঋণ পেতে অনেক সাহায্য করবে বলেও মনে করেন মন্ত্রী। বিমা কার্ডেও শিল্পী পরিবারের যে কোনও চার জন ১৫ হাজার টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ পাবেন। রাজ্যের হস্তশিল্প মেলায় এই কার্ড বিলির কাজ শুরু হয়েছে বলে মন্ত্রী জানিয়েছেন।
|
উপহার ভাউচার আনল এয়ার ইন্ডিয়া |
বিয়ের উপহারের ভাউচার ছাড়ল এয়ার ইন্ডিয়া। খরচ কমিয়ে আয় বাড়াতেই এই উদ্যোগ। এই ‘শগুন ভাউচার’ কেনা যাবে বিমান সংস্থার দফতর থেকে। সঙ্গে রাখতে হবে বিয়ের নিমন্ত্রণের কার্ড। ভাউচারে বর-বধূর নাম লেখা থাকবে। মধুচন্দ্রিমার কথা ভেবেই নতুন এই ভাউচার চালু হচ্ছে বলে সংস্থার এক কর্তা জানান। অভ্যন্তরীণ বা ঘরোয়া রুটে বর-বধূ একত্রে গেলে তবেই সেটি টিকিট কাটার সময়ে ব্যবহার করা যাবে। ১০০১-১০০০১ টাকার ভাউচার পাওয়া যাবে। ১০০১ টাকার ভাউচার কিনলে দিতে হবে ৯০১ টাকা। ১০০০১ টাকার ক্ষেত্রে ৯০০১ টাকা। কিনতে হবে ২০১২-র ৩১ মার্চের মধ্যে এবং তা ভাঙানো যাবে এক বছর পর্যন্ত।
|
ইনফোকম প্রদর্শনীতে ভাল বাণিজ্যিক সাড়া |
ইনফোকমের এ বারের প্রদর্শনী প্রায় ৩০ কোটি টাকার ব্যবসা-সম্ভাবনা তৈরি করেছে। রবিবারই ছিল মিলন মেলা প্রাঙ্গণে চার দিনের এই প্রদর্শনীর শেষ দিন। স্টল ছিল ১৫০টি। আয়োজক এবিপি প্রাইভেট লিমিটেড জানিয়েছে, ৬০ হাজারেরও বেশি মানুষ এসেছেন সেখানে। বিভিন্ন অ্যানিমেশন ছবি-র টুকরো অংশের মাধ্যমে প্রযুক্তির ব্যবহার দেখতে ভিড় করেন বহু মানুষ। প্রযুক্তির উদ্ভাবন প্রদর্শনের জন্য ৫টি কলেজের পড়ুয়ারাও মেলায় অংশ নেয়। |