নিজস্ব সংবাদদাতা • ইলামবাজার |
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদকে ছাত্র সংসদের নির্বাচনে মনোনয়নপত্র তুলতে দেওয়া থেকে শুরু করে বিনা বাধায় যাতে নির্বাচন হয় অধ্যক্ষকে তা দেখার নির্দেশ দিল বোলপুর আদালত। এই মর্মে কলেজের অধ্যক্ষ তথা ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের আইনজীবী। ঘটনাটি ইলামবাজার থানার কবি জয়দেব মহাবিদ্যালয়ের। ওই কলেজ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৭ ডিসেম্বর নির্বাচনের দিন ধার্য হয়েছে। অধ্যক্ষ মহাদেব দেবাশীর দেওয়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মনোনয়নপত্র তোলা হবে ৭ ডিসেম্বর। মনোনয়নপত্র জমা ও যাচাই করার দিন ছিল ৮ ডিসেম্বর। ৯ ডিসেম্বর ছিল মনোনয়ন প্রত্যাহারের দিন এবং পরের দিন ছিল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা ছাত্রছাত্রীদের চূড়ান্ত তালিকা প্রকাশ।
কিন্তু কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসনের যোগসাজোসে তৃণমূল ছাত্র পরিষদ মনোনয়ন তুলতে দেয়নি বলে অভিযোগ করেছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তারা আদালতের দ্বারস্থ হয়েছিল। তাদের আইনজীবী রামপ্রসাদ ভট্টাচার্য বলেন, “বোলপুরের সিভিল জজ জুনিয়ার ডিভিশন প্রথম আদালতের বিচারক পীযূষ ঘোষ আবেদনকারীদের মনোনয়নপত্র তুলতে ও জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন। এ ছাড়া, ভোট দেওয়া-সহ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত পুরো প্রক্রিয়া যাতে বিনা বাধায় হয়, তা কলেজের অধ্যক্ষ তথা ছাত্র সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারকে দেখার নির্দেশ দিয়েছেন। ওই চিঠি আমি কলেজ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিয়েছি।” অন্য দিকে, তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি সত্যজিৎ চট্টোপাধ্যায়ের দাবি, “আমরা ১২টি আসনের মধ্যে ১১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছি।” অভিযোগ সম্পর্কে তিনি বলেন, “তাদের সাংগঠনিক ক্ষমতা নেই। তাদের ব্যর্থতা ঢাকতে মিথ্যা অভিযোগ করেছে।” বার বার চেষ্টা করেও অধ্যক্ষ মহাদেব দেবাশীর সঙ্গে যোগাযোগ করা যায়নি। |