ট্রাকের ধাক্কায় মৃত্যু যুবকের |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। পুলিশ জানায়, মৃতের নাম টুটুল দলুই (৩০)। পেশায় বাসকর্মী ওই যুবকের বাড়ি মাড়গ্রাম থানার বিষ্ণুপুরে। শনিবার বেলা ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে পানাগড়-মোড়গ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে, নলহাটি-রামপুরহাট বাসস্ট্যান্ডে। অন্য দিকে, ওই দিন দুপুরে বাঁকুড়ায় ওন্দায় লরির ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মৃতের নাম উত্তম মিশ্র (৪৯)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দিন টুটুল দলুই নলহাটি-রামপুরহাট বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বাসের চাকা পরীক্ষা করছিলেন। সেই সময় পিছন থেকে রামপুরহাটমুখী একটি ট্রাক তাঁকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম অবস্থায় তাঁকে রামপুরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, ট্রাক ও চালকের খোঁজে তল্লাশি চলছে। অন্য দিকে, শনিবার দুপুরে ওন্দা থানার সাহাপুরে লরির ধাক্কায় মৃত উত্তর মিশ্রের বাড়ি ওই থানার কলাবেড়িয়া এলাকার বিক্রমপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তমবাবু মাকুড়গ্রাম-জয়কৃষ্ণপুর রাস্তা ধরে হেঁটে যাচ্ছিলেন। সেই সময় বিষ্ণুপুরমুখী একটি ট্রাক নিয়ম্ত্রণ হারিয়ে তাঁকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। পুলিশ জানিয়েছে, লরিটি আটক করা হয়েছে। চালক পালিয়েছে। তার সন্ধান করা হচ্ছে।
|
একটি সোনার দোকানে চুরির ঘটনা ঘটেছে নলহাটি রেলগেট সংলগ্ন এলাকায়। রবিবার সকালে পুলিশ এলাকায় গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে দুষ্কৃতীরা ওই দোকানে হানা দেয়। সেই সময় তাদের দেখে ফেলেন ওই দোকানের পিছনে থাকা একটি আইসক্রিম মিলের কর্মী। তখন দুষ্কৃতীরা ওই কর্মীকে ভয় দেখিয়ে আটকে রেখে পিছনের জানলা ভেঙে সোনার দোকানে ঢোকে। চুরি করে পালিয়ে যাওয়ার পরে ওই কর্মী দোকানের মালিককে খবর দেন। তিনি এসে দেখেন, দোকানের লোহার সিন্দুর ভাঙা। জিনিসপত্র এ-দিক, ও-দিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তিনি অবশ্য দুপুর পর্যন্ত অভিযোগ করেননি।
|
গরুরহাট থেকে বাড়ি ফেরার পথে টাকা ছিনতাই হল এক ব্যবসায়ীর। ঘটনাটি ইলামবাজার থানা এলাকার। শনিবার রাতে এই মর্মে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ জানায়, তদন্ত শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতি শনিবার ইলামবাজারের শুকবাজারে গরুর হাট বসে। বিলতি পঞ্চায়েতের হরিশপুরের ব্যবসায়ী শেখ জান আলি ওই দিন ব্যবসার টাকা নিয়ে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বেলেয়া গ্রাম পেরিয়ে হরিশপুর রাস্তা ধরার আগে মোটরবাইকে করে পাঁচ জন ধাক্কা মারে। তার পরে তারা গলায় ছুরি লাগিয়ে টাকা নিয়ে পালিয়ে যায়।
|
জীবনবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ নিয়ে দু’দিনের একটি জাতীয় আলোচনাচক্র হয়ে গেল বিশ্বভারতীতে। উদ্যোক্তা বিশ্বভারতীর পল্লিশিক্ষা ভবনের কৃষি সম্প্রসারণ, কৃষি অর্থনীতি ও কৃষি পরিসংখ্যান বিভাগ। শনি ও রবিবার এই সভা হয়েছে। ওই বিভাগের প্রধান তথা আলোচনাচক্রের আহ্বায়ক দেবাশিস ভট্টাচার্য জানান, জীবনবিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিংয়ে পরিসংখ্যান পদ্ধতির প্রয়োগ কতদূর সার্থক হয়েছে তা নিয়ে আলোচনা করেন বিভিন্ন প্রান্তের সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। |