কর্মীর অভাবে ধুঁকছে জেলার বহু গ্রন্থাগার। রাজ্যে গ্রন্থাগারগুলিতে ১৪০০ শূন্য পদে দ্রুত কর্মী নিয়োগ করতে মুখ্যমন্ত্রীকে আবেদন জানানো হয়েছে। শনিবার কালনায় এ কথা জানিয়ে গেলেন রাজ্যের গ্রন্থাগার ও জনশিক্ষা প্রসারমন্ত্রী আব্দুল করিম চৌধুরী। জেলায় দুঃস্থ ছেলেদের থাকা ও খাওয়ার জন্য হোম থাকলেও সরকারি হোমের সুবিধা থেকে বঞ্চিত দুঃস্থ মেয়েরা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন তিনি। বৈদ্যপুরের একটি মূক ও বধির স্কুল, পূর্ব সাতগাছিয়ার একটি হোম ছাড়া মন্ত্রী দেখেন স্বামী বিবেকানন্দের পৈত্রিক বাসভূমি দত্তদরিয়া গ্রাম। দেখা করেন নসীপুরে লাইনে ফাটল দেখে ট্রেন দুর্ঘটনা রুখে দেওয়া শুভঙ্কর ও রাজু বিশ্বাসের সঙ্গে।
|
শুক্রবার গভীর রাতে মারা গিয়েছেন কাঁকসার আমলাজোড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান সিপিএম সদস্য তথা দলের রাজবাঁধ শাখার সদস্য হারাধন গড়াই (৭১)। বর্ধমানের একটি নার্সিংহোমে তাঁর চিকিৎসা চলছিল। সেখানেই তাঁর মৃত্যু হয়। শনিবার তাঁর মরদেহ আনা হয় কাঁকসা ২ নম্বর লোকাল কমিটির কার্যালয়ে। |