টুকরো খবর
কারখানা খোলার দাবি, মন্ত্রীর দ্বারস্থ শ্রমিকেরা
রাজ্যের আইন ও বিচার মন্ত্রী মলয় ঘটকের কাছে রবিবার সকালে কারখানা খোলার আবেদন নিয়ে হাজির হন আসানসোলের একটি বেসরকারি কারখানার শ্রমিক-কর্মীদের পরিবারের শিশু ও মহিলারা। তাঁরা মলয়বাবুর কাছে যত দ্রুত সম্ভব কারখানা খোলা এবং ওই এলাকায় বিদ্যুৎ সংযোগের আবেদন করেন। মলয়বাবু জানিয়েছেন, তিনি বিষয়টি রাজ্যের শিল্পমন্ত্রীর নজরে এনেছেন। যত দ্রুত সম্ভব কারখানা খোলার ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ নেবেন তিনি। প্রসঙ্গত, প্রায় মাস খানেক হল আসানসোলের ধাদকা এলাকার ওই বেসরকারি কারখানাটিতে ‘সাসপেনসন অফ ওয়ার্ক’-এর নোটিস ঝুলিয়েছেন কর্তৃপক্ষ। কর্তৃপক্ষের দাবি, শ্রমিক-কর্মীরা উৎপাদন ব্যাহত করছিলেন ও কারখানায় কাজের পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই তাঁরা এই সিদ্ধান্ত নিয়েছেন। কারখানার কাছে বিদ্যুৎ বিল বাকি থাকায় ডিপিএসসি কর্তৃপক্ষ কারখানা ও সংলগ্ন আবাসনগুলির সংযোগ ছিন্ন করে দিয়েছেন। সমস্যায় পড়েছেন বাসিন্দারা।

দখল উচ্ছেদের নির্দেশ এডিডিএ-র
সিটি সেন্টার চত্বরে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন সংস্থার (এডিডিএ) জায়গা দখল করে গড়ে তোলা দোকান, রেস্তোঁরা সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার জারি করা এই নির্দেশে বলা হয়েছে, সাত দিনের মধ্যে একাজ সেরে ফেলতে হবে। অন্যথায় দোকান মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই নির্দেশ মাইকে করে তা প্রচার করে দেওয়া হয়েছে। এডিডিএ-র জায়গা দখল করে গত কয়েক বছরে সিটি সেন্টার এলাকায় বহু দোকানপাট গজিয়ে উঠেছে। আবার অনেক দোকানের মালিক সামনের জায়গা দখল করে দোকান সম্প্রসারিত করেছে। জমি চিহ্নিত। আইটি হাব গড়ার জন্য জাতীয় সড়কের পাশে মোট ১৪ একর জমি চিহ্নিত করেছে এডিডিএ। রাজ্যের নতুন সরকার দুর্গাপুর ও আসানসোলে আইটি হাব গড়ার কথা জানিয়েছিল। সংস্থার চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় জানান, শীঘ্র কাগজপত্র পাঠিয়ে দেওয়া হবে রাজ্যের শিল্পমন্ত্রীর দফতরে।

শ্রমিক জখম, ক্ষতিপূরণ দাবি
বনজেমারি কোলিয়ারির সাইডিংয়ে শুক্রবার বিকালে দুর্ঘটনায় এক বেসরকারি নিরাপত্তারক্ষীর পা জখম হয়। তাঁকে কাল্লা হাসপাতালে ভর্তি করা হয়। যুব তৃণমূল নেতা মুরলী উপাধ্যায় জানান, এই এরিয়ায় ঠিকাদার কালো তালিকাভুক্ত হয়েছে। ২৩৩ জন নিরাপত্তা কর্মী এরিয়ার বিভিন্ন কোলিয়ারিতে কাজ করছেন। বিক্ষোভের জেরে বকেয়া বেতন প্রথম পর্যায়ে মিটিয়ে দেওয়া হলেও এখনও বাকি আছে। এই অবস্থায় ইসিএল জখম কর্মীকে ক্ষতিপূরণের কোনও দায়িত্ব নিতে চাইছে না। মুরলীবাবু বলেন, “জখম এই কর্মীর ডান পায়ের একাংশ বাদ দিতে হয়েছে।” সালানপুর এরিয়ার জিএম হরিসাধন মুখোপাধ্যায় জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

লরির ধাক্কায় মৃত্যু
রাস্তা পেরোতে গিয়ে লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রবীর গুহঠাকুরতা (৪৮)। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে আসানসোল দক্ষিণ থানার কালিপাহাড়ির কাছে ২ নম্বর জাতীয় সড়কে। ওই ব্যক্তি ডিভিসি-র কর্মী। বাড়ি ঝাড়খণ্ডের মাইথনে। শনিবার রাতে কালাপাহাড়ির কাছে তিনি রাস্তা পেরোনোর সময় একটি লরি তাঁকে চাপা দিয়ে পালিয়ে যায়।

ক্ষতিপূরণের দাবি
বনজেমারি কোলিয়ারির সাইডিংয়ে শুক্রবার বিকালে দুর্ঘটনায় এক বেসরকারি নিরাপত্তারক্ষীর পা জখম হয়। কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণ দাবি করেছেন কর্মীরা।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.