খেলার টুকরো খবর
পুলিশ ক্রীড়া বর্ধমানে
বর্ধমান জেলা পুলিশ ক্রীড়ায় পুরুষ বিভাগে সার্বিক ব্যক্তিগত চ্যাম্পিয়ন হয়েছেন বর্ধমান সদর কনস্টেবল কালুরাম বর্মন। তিনি ১০০, ২০০ ও ৮০০ মিটার দৌড়ে প্রথম হয়েছেন। মহিলা বিভাগে যুগ্ম চ্যাম্পিয়ান হয়েছেন মৌমিতা সাঁতরা ও নাজমুন্নেসা বেগম। মৌমিতা ডিসকাস, শটপাট ও জ্যাভলিনে প্রথম ও নামুন্নেসা ১০০, ২০০ ও ৮০০ মিটার দৌড়ে প্রথম। মোট ৩৯টি বিভাগে কালনা কাটোয়া ও বর্ধমান মহকুমার প্রায় ১০০জন পুলিশ কমর্ীর্ অংশ নেন। অনুষ্ঠানের মূল আকর্ষন ছিল ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, জেলাশাসক ওঙ্কার সিংহ মীনা,এসপি হুমায়ুন কবীর, দুই বিধায়ক স্বপন দেবানাথ ও উজ্বল প্রামাণিক প্রমুখের পুট দ্য বল ও হিটিং দ্য উইকেটে অংশ নেওয়া। জেলাশাসক হিট দ্য উইকেট প্রতিযোগিতায় প্রথম হন। ক্রীড়ামন্ত্রী বলেছেন, “আমরা প্রতিটি থানায় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছি। টেবল টেনিস, ফুটবল, ক্রিকেট, বাস্কেট বল ও ক্রিকেটের সরঞ্জাম দেওয়া হবে প্রত্যেক থানাকে। এই সরঞ্জাম থানার কর্মীরা ব্যবহার করবেন। দিনে এক ঘন্টা অন্তর রাজ্যের সমস্ত থানার পুলিশ কর্মীদের খেলাধূলা করতে হবে। এই খেলাধূলায় অংশ নেবেন স্থানীয় মানুষ। ২৭ ডিসেম্বর স্পন্দনে এসপি একাদশ ও ক্রীড়া একাদশের মধ্যে খেলা হবে। এই ম্যাচে ক্রীড়ামন্ত্রী একাদশে অংশ নেবেন উদীয়মান ফুটবলাররেরা। তাঁদের মধ্যে থেকে বাছাই করা কয়েক জনকে কলকাতার বড় ক্লাবে খেলার সুযোগ করে দেওয়া হবে।”

চ্যাম্পিয়ন শিবাজি
চিত্তরঞ্জন আজাদ হিন্দ ক্লাবের উদ্যোগে আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল শিবাজি সঙ্ঘ। আজাদ হিন্দ মাঠে তারা লোহারপাড়া দেশবন্ধু ক্লাবকে ফাইনালে ৪-০ গোলে হারায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের রঞ্জিত দে। প্রতিযোগিতার সেরা হন একই দলের হিমাদ্রি চক্রবর্তী। উপস্থিত ছিলেন প্রাক্তন খেলোয়াড় তরুণ বসু।

হিরাপুরে ক্রিকেট
মদনডিহি যুব সমিতি আয়োজিত ক্রিকেট প্রতিযোগিতায় রবিবারের খেলায় জয়লাভ করে সোহরাব আলি একাদশ। মদনডিহি মাঠের খেলায় তারা এইচএমসিএকে ৫ উইকেটে হারায়। প্রথমে ব্যাট করে এইচএমসিএ ১০৭ রান করে। জবাবে ৫ উইকেটে জয়ের রান তুলে নেয় সোহরাব আলি একাদশ। এ দিন তিনটি উইকেট নেন বিজয়ী দলের আমির খান। ব্যাট হাতে করেন ৩৮ রান।

ধর্মসঙ্ঘের হার
ধর্মসঙ্ঘ আয়োজিত ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল ফুটবল প্লেয়ার্স অ্যাকাডেমি। শনিবার বেকারি মাঠে ফাইনালে তারা আয়োজক সংস্থাকে ২-১ গোলে হারায়। দুটি গোল করে ম্যাচের সেরা হয়েছেন বিজয়ী দলের মহম্মদ সহিফুল্লা। ম্যাচটি পরিচালনা করেন ভাস্কর মুখোপাধ্যায়, অরুণ রায়, কল্যাণ পাল।

স্মৃতি ফুটবল
আসানসোল মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত আরএ গুটগুটিয়া স্মৃতি ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল বড়ডাঙ্গা মিলন সঙ্ঘ। রবিবার কালাঝড়িয়া মাঠে ফাইনালে ধেনুয়া আদিবাসী মিলন সঙ্ঘকে তারা ১-০ গোলে হারায়। গোল করেন সঞ্জয় টুডু। ম্যাচটি পরিচালনা করেন সুখেন্দু বন্দ্যোপাধ্যায়, রূপেন্দু বন্দ্যোপাধ্যায় ও অরুণ রায়।

অনূর্ধ্ব ১৭ ফুটবল
মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত অনূর্ধ্ব ১৭ ফুটবল লিগে শনিবারের ম্যাচে ভলিবল ক্লাব ২-০ গোলে অগ্রনী সঙ্ঘকে হারায়। এএসপি মাঠে ম্যাচটি অনুষ্ঠিত হয়। রবিবার এই লিগের অআকখ মাঠের খেলায় তানসেন এসি ৮-০ গোলে পলাশডিহা তরুণ সঙ্ঘকে হারায়। বিবেক সিংহ দুটি হ্যাটট্রিক করেন। ম্যাচটি পরিচালনা করেন পার্থসারথি বন্দ্যোপাধ্যায়, সন্দীপ মুখোপাধ্যায় ও পার্থ কর্মকার।

জিতল অআকখ
ধান্ডাবাগ ইয়ুথ ক্লাব আয়োজিত তপন দে ও চরণ কর্মকার স্মৃতি অনূর্ধ্ব ১৭ ফুটবল প্রতিযোগিতার প্রথম দিনের খেলায় রবিবার বিজয়ী হয় অআকখ ক্লাব। তারা ৫-১ গোলে রবীন্দ্রভবনকে হারায়। ম্যাচের সেরা হন বিজয়ী দলের অনীশ বাউড়ি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.