সমন্বয় পরিচালিত একাদশ উত্তরপাড়া বইমেলা রবিবার থেকে শুরু হল। এ দিন বিকেলে উত্তরপাড়া রেল স্টেশন সংলগ্ন মনমোহন উদ্যানে মেলার উদ্বোধন করেন রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। উপস্থিত ছিলেন কলকাতা পাবলিশার্স এন্ড বুকসেলার্স গিল্ডের সম্পাদক ত্রিদিব চট্ট্যোপাধ্যয়, প্রাবন্ধিক মিরাতুন নাহা, সাহিত্যিক সৌমিত্র রক্ষিত প্রমুখ বিশিষ্টজনেরা। সমন্বয়ের সম্পাদক দিলীপ যাদব জানান, এ বার ৮৬টি বইয়ের স্টল থাকছে। এ ছাড়াও, থাকছে ৪০টি লিটিল ম্যাগাজিনের স্টল। প্রথম দিন থেকেই মেলাকে ঘিরে উৎসাহ তৈরি হয়েছে বইপ্রেমীদের মধ্যে। সন্ধ্যা থেকেই বিভিন্ন স্টলে কচিকাঁচা থেকে শুরু করে বয়স্করা ভিড় জমান। জমজমাট হয়ে ওঠে গোটা চত্বর। মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত। এই দিনগুলিতে বইয়ের বিকিকিনি ছাড়াও দর্শকদের জন্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনাচক্রের আয়োজন করা হয়েছে। উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা।
|
ওরা ছবি আঁকল, নাচ-গান করল। ওরা শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। সাধারন ছেলে-মেয়েদের সঙ্গেই তারা প্রতিযোগিতায় টক্কর দিল। ‘বাড়তে কদম’ প্রকল্পে বৃহস্পতিবার ও শুক্রবার আরামবাগ, বাতানল, কাবলে, কেশবপুর ও মলয়পুরে এলাকার শারীরিক প্রতিবন্ধী শিশু-কিশোররা এ ভাবেই আনন্দে কাটাল। স্থানীয় একটি সংস্থা প্রতিবন্ধকতা বিষয়ে সচেতনতামূলক প্রচারের এই অনুষ্ঠানের আয়োজন করেছিল। পাশাপাশি ছবি আঁকা, নাচ-গান, নাটক, ক্যুইজ-সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। ট্যাবলো, পোস্টার প্রদর্শণী হয়। বৃহস্পতিবার কেশবপুরে এই অনুষ্ঠানের সূচনা করেন মলয়পুর ২ পঞ্চায়েতের প্রধান সহদেব সামন্ত। |