|
|
|
|
পরীক্ষার দিন বদল চান বিমান |
মাধ্যমিকের দিনেই শিল্প ধর্মঘট, বিভ্রান্তি |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
গত বারের মাধ্যমিকের ফল ঘোষণার দিনেই পরবর্তী মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ ও সূচি জানিয়ে দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও আগামী মাধ্যমিক পরীক্ষার দিনেই শিল্প ধর্মঘট ডাকায় পরীক্ষার্থী এবং অভিভাবকেরা বিভ্রান্ত।
আগামী ২৮ ফেব্রুয়ারি সারা দেশে ২৪ ঘণ্টা শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে ১১টি শ্রমিক সংগঠন। আর ওই দিন এ রাজ্যে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষা হওয়ার কথা। এই পরিপ্রেক্ষিতে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু রবিবার আর্জি জানিয়েছেন, শিল্প ধর্মঘটের জন্য পরীক্ষা নিয়ামকেরা যেন পরীক্ষার দিন পরিবর্তনের কথা বিবেচনা করেন।
মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, আগামী ২৪ ফেব্রুয়ারি এ রাজ্যে মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১১ লক্ষ। পরীক্ষার মধ্যে দেশ জুড়ে ধর্মঘটের ডাক দেওয়ায় বিপাকে পড়েছেন পর্ষদের আধিকারিকেরাও। পর্ষদের সভাপতি চৈতালি দত্ত বলেন, “ব্যাপারটা শুনে আমি বিস্মিত।” ধর্মঘটের দিন কী ভাবে মাধ্যমিক পরীক্ষা হবে বা পরীক্ষাসূচিতে কোনও পরিবর্তন হবে কি না, সেই বিষয়ে এ দিন নিশ্চিত করে কিছু জানাতে পারেননি চৈতালিদেবী। তিনি জানান, ছুটির দিন বলে রবিবার কোনও আলোচনা হয়নি। এই ব্যাপারে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গেও কথা বলবেন চৈতালিদেবী।
২৮ ফেব্রুয়ারি যারা শিল্প ধর্মঘটের ডাক দিয়েছে, সেই ১১টি ট্রেড ইউনিয়নের মধ্যে বামপন্থী, কংগ্রেস এবং বিজেপি-র সংগঠনও আছে। প্রস্তাবিত সেই ধর্মঘট সমর্থন করছে বামফ্রন্ট। রবিবার আলিমুদ্দিনে বামফ্রন্টের বৈঠকের পরে বিমানবাবু বলেন, “২৮ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা থাকতে পারে। সর্বভারতীয় স্তরের যে-নেতৃত্ব ধর্মঘটের দিন স্থির করেছেন, তাঁরা হয়তো বিষয়টি জানতেন না। কিন্তু এ রাজ্যের অভিজ্ঞতায় আমাদের মনে হয়, ওই সময়ে মাধ্যমিক পরীক্ষা থাকে। ওই দিন পরীক্ষা থাকলে পরীক্ষা পরিচালক এবং নিয়ামকদের এই বিষয়ে লক্ষ রাখা উচিত।” বিভিন্ন শ্রমিক সংগঠন সূত্রে জানানো হয়েছে, ধর্মঘটের দিনক্ষণ ঠিক হলেও এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে তা ঘোষণা করা হয়নি। এই সপ্তাহেই তা করা হতে পারে।
|
ক্যুইজ |
উত্তর দিনাজপুর জেলা ক্যুইজ ক্লাব ও রায়গঞ্জ কালচারাল ফোরামের উদ্যোগে রায়গঞ্জে বসছে উত্তরবঙ্গ কলেজ ভিত্তিক ক্যুইজ প্রতিযোগিতার আসর। ১২ থেকে ১৪ জানুয়ারি প্রতিযোগিতা। বিধান মঞ্চে মুর্শিদাবাদ ও উত্তরবঙ্গের ৬ জেলার ৭০টি কলেজের প্রতিটি থেকে ২ জন করে অংশ নেবেন। |
|
|
|
|
|