টুকরো খবর |
প্রতিবন্ধী দিবস
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে শনিবার নানা কর্মসূচির আয়োজন করেছিল মেদিনীপুর টাউন হ্যান্ডিক্যাপড্ ওয়েলফেয়ার সোসাইটি। মেদিনীপুর শহরে সংস্থার কার্যালয় চত্বরেই এই কর্মসূচীর আয়োজন করা হয়। সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বেরয়। পদযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। দুপুরে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী ছেলেমেয়েরাই এতে যোগ দেন। প্রতিবন্ধকতা নির্ণয় শিবিরেরও আয়োজন করা হয়েছিল। পরে এক আলোচনাসভা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি-সহ বিশিষ্টরা। সোসাইটির সম্পাদক অলোক ঘোষ বলেন, “প্রতি বছরই আমরা এ ধরনের কর্মসূচির আয়োজন করি।” এ দিনই বিশ্ব প্রতিবন্ধী দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করেছিল দক্ষিণ-পূর্ব রেলওয়ে ওলেফেয়ার অ্যাসোসিয়েশন ফর হ্যান্ডিক্যাপড্। খড়্গপুর শহরের নিউ সেটলমেন্ট এলাকায় সংস্থার অফিস প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীরকুমার মণ্ডল, জহর পাল, টি বি রামনা-সহ বিশিষ্টজনেরা।
|
জঙ্গলমহলের বাসিন্দাদের সাহায্য সিআরপি-র
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শীতবস্ত্র, স্কুলের ব্যাগ থেকে খেলার সরঞ্জাম দিয়ে গ্রামবাসীদের সাহায্য করল ৬৬ ব্যাটেলিয়ানের কেওয়াকোল ক্যাম্প। শনিবার শালবনি থানা এলাকার সিজুয়া, মধুপুর ও বাঁধগোড়া গ্রামে শিবির করা হয়। সেখানে সাধারণ গ্রামবাসীদের কম্বল, প্লাস্টিকের বালতি, বিছানার চাদর, লুঙ্গি, শাড়ি, মশারি, জলের ফিল্টার দেওয়া হয়। ছাত্রছাত্রীদের স্কুল ব্যাগ ও পড়াশোনার সরঞ্জাম, বিভিন্ন ক্লাবকে ফুটবল, ভলিবল, ক্যারাম, স্পোর্টস স্যু বিতরণ করা হয়। করা হয় স্বাস্থ্য শিবিরও। সেখানে ৩৫৬ জনের স্বাস্থ্য পরীক্ষা ও নিখরচায় ওষুধও দেওয়া হয়।
|
স্কুল ভোটে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চন্দ্রকোনা-১ ব্লকের চাঁদুর উচ্চ মাধ্যমিক স্কুলের পরিচালন সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেল তৃণমূল। শনিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। কিন্তু সিপিএম কোনও প্রার্থী দেয়নি। বিগত ৩৪ বছর ধরেই স্কুল পরিচালন সমিতি সিপিএমের দখলেই ছিল। রাজ্যে সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গেই স্কুলে মনোনয়নই জমা দিতে পারল না সিপিএম। স্কুলের প্রধান শিক্ষক স্বপন পইড়া জানান, গতবার পরিচালন সমিতির নির্বাচনকে কেন্দ্র করে প্রবল উত্তেজনা ছিল। তবে এবার একপক্ষই মনোনয়ন দিয়েছে। অন্যপক্ষ মনোনয়ন না দেওয়ায় স্বাভাবিক ভাবেই বিনা প্রতিন্দ্বন্দ্বিতাতেই জয়ী হবেন তাঁরা।
|
জেলা সম্মেলন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গণতান্ত্রিক আইনজীবী সঙ্ঘের দ্বাদশ জেলা সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার। উদ্বোধন করেন সংগঠনের রাজ্য সম্পাদক অশোক বক্সী। জেলার বিভিন্ন ইউনিট থেকে শতাধিক আইনজীবী এ দিনের সম্মেলনে যোগ দেন। শুরুতে আইনজীবীদের সমস্যা-দাবি প্রভৃতি নিয়ে আলোচনা হয়। পরে নতুন জেলা কমিটি গঠন করা হয়। কমিটিতে সব মিলিয়ে ২৫ জন সদস্য রয়েছেন। সম্পাদক হয়েছেন রঘুনাথ ভট্টাচার্য। সভাপতি দেবীদাস চক্রবর্তী। কার্যকরী সভাপতি হয়েছেন প্রদীপ বসু। মেদিনীপুর শহরে এবিপিটিএ’র জেলা কার্যালয়ে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
|
যুব উৎসব
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
গড়বেতায় রবিবার শুরু হয়েছে যুব ও ছাত্র উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারি প্রতিনিধি জয় রায়, গড়বেতা পঞ্চায়েত সমিতির সভাপতি আদিত্য সাহা। জয়বাবু বলেন, “উৎসব যাতে সব দিক দিয়ে সফল হয়, সে জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।”
|
স্কুলে অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
পিংলা সুরেন্দ্র প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রতিবন্ধী দিবস পালিত হল শনিবার। এই উপলক্ষে স্কুলে রক্তদান শিবিরের পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। প্রতিবন্ধী পড়ুয়ারা, গান, আবৃত্তিতে অংশ নেন। স্কুলের শিক্ষক সুমন চক্রবর্তী জানান, ছাত্রছাত্রীদের উৎসাহ দিতেই এই ধরনের অনুষ্ঠানের আয়োজন।
|
স্কুলের অনুষ্ঠান |
রবিবার সকালে শ্রীরামকৃষ্ণের আবির্ভাব দিবস উদ্যাপন এবং বার্ষিক পুরস্কার বিতরণী-সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে বেলদা রামকৃষ্ণ শিশুশিক্ষা নিকেতনে। পূজার্চনা, ধর্মগ্রন্থ পাঠ, শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল।
|
ক্ষুদিরাম স্মরণে |
শনিবার গোলবাজার দুর্গামন্দিরে ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উপলক্ষে অনুষ্ঠান হয়। উদ্যোক্তা পতঞ্জলি যোগ সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। |
|