চিত্র সংবাদ |
|
পরিবেশ সচেতনতার প্রসারে ও প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে অনুষ্ঠিত হল মোটরবাইক র্যালি। উদ্যোক্তা ছিল
বরাহনগর পুরসভা। মশাল জ্বালিয়ে র্যালির সূচনা করেন কেন্দ্রীয় নগরোন্নয়ন প্রতিমন্ত্রী সৌগত রায়।
উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তাপস রায়-সহ অন্য পুর-প্রতিনিধিরা। রবিবার। নিজস্ব চিত্র
|
|
জঙ্গল থেকে লোকালয়ে চলে আসা একটি ময়াল সাপ উদ্ধার করল বন দফতর। শনিবার নিতুড়িয়া ব্লকের
শালতোড় গ্রাম থেকে ওই সাপটি উদ্ধার করা হয়। রঘুনাথপুরের রেঞ্জ অফিসার সোমনাথ চৌধুরী জানান, পূর্ণবয়স্ক
ময়ালটির ওজন ২১ কিলোগ্রাম। প্রায় দশ ফুট লম্বা। তিনি বলেন, “সাপটি সম্ভবত খাবারের সন্ধানে জঙ্গল
ছেড়ে লোকালয়ে চলে এসেছিল। গ্রামবাসীদের কাছ থেকে খবর পেয়ে সাপটি উদ্ধার করা হয়। স্বাস্থ্য
পরীক্ষা করার পরে সাপটিকে গড়পঞ্চকোটের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়।” নিজস্ব চিত্র।
|
|
কালনার গুপ্তিপুর গ্রামের বাসিন্দারা রবিবার একটি তালগাছের তলা থেকে এই সাদা পেঁচাটি উদ্ধার করেন।
কালনা প্রাণিসম্পদ উন্নয়ন দফতর জানায়, সেটির চিকিৎসা করে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে। নিজস্ব চিত্র।
|
|
অন্যের শাবককে ফের দুধ খাইয়ে বনকর্তাদের নিশ্চিন্ত করল জলদাপাড়ার কুনকি হাতি চম্পাকলি। পুরুলিয়ার
বাঘমুণ্ডি থেকে শুক্রবার হলং পিলখানায় উদ্ধার করে আনা ১৫ দিনের হস্তিশাবকটির পালক মায়ের বন্দোবস্ত
করতে গিয়ে সমস্যায় পড়েন বনকর্তারা। জলদাপাড়ার অন্য একটি কুনকি হাতি মুক্তিরানিকে বাছাই করা হয়।
কিন্তু দুধ খাওয়ানো দূরে থাক, মুক্তিরানি কাছে ঘেঁষতেই দেয়নি মা-হারা শাবকটিকে। গ্লুকোজ আর গুঁড়ো দুধ
খাওয়ানো হচ্ছিল তাকে। রবিবার হলংয়ে আনা হয় চম্পাকলিকে। বিকেলে চম্পাকলির কাছে শাবকটিকে আনার
পরে সেটি দুধ খেতে শুরু করে। নিজের ১০ মাস বয়সী সন্তান ছাড়াও বাঁকুড়ার দ্বারকেশ্বর নদে ভেসে আস
শাবক দ্বারকাপ্রসাদকেও গত তিন মাস ধরে লালনপালন করছে চম্পাকলিই। রাজকুমার মোদকের তোলা ছবি। |
|