টুকরো খবর
বাসের ধাক্কায় বালকের মৃত্যু
চলন্ত বাসের ধাক্কায় মৃত্যু হল সাইকেল আরোহী ১২ বছরের এক বালকের। জখম হয়েছে ওই সাইকেলেরই ক্যারিয়ারে বসা আর এক বালক। আজ সকালে মুজফ্ফরপুর জেলায় আহিয়াপুর থানার অধীন বাইরিয়ায় এই দুর্ঘটনার পর এলাকা জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। ক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে দু’টি বাস জ্বালিয়ে দেয়। ইটপাটকেলের ঘায়ে ভেঙেছে বেশ কিছু গাড়ির কাচ। ঘটনাস্থলে পুলিশ এসে অবরোধ সরাতে গেলে মারমুখী জনতা পুলিশের উপরে চড়াও হয়। অবস্থা নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠি চালাতে হয়। সিনিয়র জেলা পুলিশ সুপার রাজেশ কুমার জানান, আজ সকালে ১২ বছরের বালক অভি কুমার তারই সমবয়সী এক বন্ধুকে পিছনে ক্যারিয়ারে তুলে সাইকেল চালিয়ে যাচ্ছিল বাইরিয়ায়। তীব্র গতিতে একটি বাস এসে সাইকেলটিতে ধাক্কা মারলে দুই বালকই সাইকেল-সহ রাস্তায় ছিটকে পড়ে। অভী ঘটনাস্থলেই মারা যায়। তার সঙ্গী বালকটিকে গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার পরই এলাকার লোকজন ছুটে এসে বিক্ষোভ দেখাতে থাকেন। ক্ষুব্ধ জনতার একাংশ দু’টি বাস জ্বালিয়ে দেয়, ইটপাটকেল ছোড়ে। পরে পুলিশ লাঠি চালিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে।

মান্ডুতে জয়ী জেএমএম
ঝাড়খণ্ড বিধানসভার মান্ডু আসনটি নিজেদের দখলে রাখল ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএনএমএম)। এই আসনের উপ-নির্বাচনী লড়াই হয়েছিল বহুমুখী। নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে ২৩ হাজার ৭৬৮ ভোটে পরাজিত করে মান্ডু আসনে জয়ী হয়েছেন জেএমএমের জয়প্রকাশ পটেল। উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন জয়প্রকাশবাবুর বাবা টেকলাল মাহাত। তাঁর মৃত্যুতে আসনটি খালি হয়।মান্ডু উপনির্বাচনে উল্লেখযোগ্য ঘটনা হল, জাতীয় রাজনীতির বাধ্যবাধকতা থেকে সরে এসে এই এনডিএ-র শরিক জলতা দল (ইউনাইটেড)-কে বিজেপি-র সমর্থন না-করা।

আইটিবিপি ঘাঁটি এ বার বিহারেও
ভারত-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) এ বার বিহারেও ঘাঁটি গাড়ছে। কেন্দ্র বিহারের দু’টি স্থানে ব্যাটেলিয়ান কেন্দ্র এবং একটি সেক্টর সদর দফতর স্থাপনের অনুমতি দিতে সম্মত হয়েছে। সেক্টর সদর দফতরটি স্থাপিত হবে রাজধানী পটনায়। এই দফতরের নেতৃত্বে থাকবেন ডেপুটি ইন্সপেক্টর জেনারেল পদমর্যাদার একজন অফিসার। এ ছাড়া ব্যাটেলিয়ন দু’টি খোলা হবে ছাপরা এবং কাটিহার জেলায়। বিহারের মতো সমতলভূমির রাজ্যে আইটিবিপি-র দফতর স্থাপন এই প্রথম। আইটিবিপি মুলত ভারত-চিন সীমান্তে এবং উত্তর ভারতের পার্বত্য এলাকাতেই কাজ করে।

লালু হতাশ, জয়ী জেডিইউ
লালু ফের হতাশ। বিহারে নীতীশের জয় অব্যাহতই রইল। মধুবনী জেলার লৌকা বিধানসভার উপ-নির্বাচনে জেডিইউ প্রার্থী সতীশ কুমার সাউা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আরজেডি-র মুক্তার আহমেদকে ২২ হাজারের উপর ভোটে হারিয়ে দিয়েছেন। এই আসনটি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী হরিপ্রসাদ শাহের মৃত্যুতে শূন্য হয়। হরিপ্রসাদের ছেলে সতীশকে উপ-নির্বাচনে প্রার্থী করেন নীতীশ কুমার। জেডিইউ-এর এই জয়ে প্রমাণ হল, লালুপ্রসাদ যাদব যতই দাবি করুন, বিহারে নীতীশের জনপ্রিয়তায় যে এখনও ভাটা পড়েনি, আবার তা প্রমাণ হল।

মুখ্যমন্ত্রীর সভায় আত্মহত্যার চেষ্টা
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণের সভায় আত্মহত্যার চেষ্টা করলেন এক কৃষক। আজ দুপুরে অমরাবতীর ধামানগাঁওয়ে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, মুখ্যমন্ত্রীর নির্বাচনী জনসভা শুরু হওয়ার সময় ৪৫ বছরের কৃষক অরুণ সাবানে স্লোগান দিচ্ছিলেন। তার পর হঠাৎই বিষ খান। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে অমরাবতীর সিভিল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অরুণের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। জমির অনুর্বরতার জন্য কম ফলন এবং ঋণের দায়ে বিদর্ভের কৃষকরা জর্জরিত। তার উপর ফসলের দাম না পাওয়ায় সমস্যা বেড়েছে। ফলে বিদর্ভে বহু কৃষক আত্মহত্যা করতে বাধ্যহন।

বাঁধের নিরাপত্তা চেয়ে চিঠি জয়ার
মুল্লাপেরিয়ার বাঁধে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ) মোতায়েনের অনুরোধ করলেন মুখ্যমন্ত্রী জয়ললিতা। প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে লেখা একটি চিঠিতে এই অনুরোধ করেছেন তিনি। মুল্লাপেরিয়ার বাঁধ নিয়ে কেরল -তামিলনাড়ুর বিবাদ চলছেই। জয়া চিঠিতে জানিয়েছেন, বাঁধের কাছে হিংসাত্মক কার্যকলাপে মদত দিচ্ছে কেরলের কিছু রাজনৈতিক দল। তাই বাঁধের সুরক্ষার জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা প্রয়োজন।

মাদেরনাকে দিল্লি আনল সিবিআই
ভাঁওয়ারি দেবী অন্তর্ধান কাণ্ডে আরও জেরা করতে রাজস্থানের প্রাক্তন মন্ত্রী মাদেরনাকে দিল্লি নিয়ে এসেছে সিবিআই। এই ঘটনায় জড়িত সন্দেহে শুক্রবার মাদেরনাকে ধরা হয়। তাঁকে ৯ ডিসেম্বর পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কোর্ট। রাজস্থানে সিবিআই অফিসারদের হুমকি দেওয়া হচ্ছে বলে সিবিআই অভিযোগ করেছিল। তাই মাদেরনাকে দিল্লিতে আনা হয়েছে।

রক্ষা পেল ট্রেন
অল্পের জন্য রক্ষা পেলেন হাওড়া থেকে জম্মু-তাওয়াইগামী এক্সপ্রেসের যাত্রীরা। রবিবার অম্বালার কাছে রেল লাইনে একটি ফাঁক দেখতে পায় রেলের নজরদারি দল। সঙ্গে সঙ্গে থামিয়ে দেওয়া হয় জম্মু-তাওয়াই এক্সপ্রেসকে। লাইন মেরামতির পরে ফের চালু হয় ট্রেন-চলাচল। সংবাদসংস্থা পিটিআইকে এ খবর জানিয়েছেন অম্বালা রেল ডিভিশনের ম্যানেজার পি কে সাংহি।

ভদ্র ব্যবহারের নির্দেশ সরকারি কর্মচারীদের
হয় ভদ্র ব্যবহার করুন, না হলে মাথার উপর শাস্তি নাচছে। সাংসদ-বিধায়কদের সঙ্গে ভাল ব্যবহার করার জন্য সরকারি কর্মীদের জন্য এমন নির্দেশিকাই জারি করল কেন্দ্র।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.