টুকরো খবর
পরমাণু অস্ত্র, জারদারিকে বিঁধলেন কুরেশি
ঘরে-বাইরে কোনও ভাবেই স্বস্তি পাচ্ছেন না পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি। জাতীয় নিরাপত্তা নিয়ে এ বার দেশের ভিতরেই প্রশ্নের মুখে পড়লেন তিনি। জারদারির ‘রাজত্বে’ পাকিস্তানের পরমাণু অস্ত্রসম্ভার আদৌ সুরক্ষিত নয় বলে তীক্ষ্ন ভাষায় সরাসরি অভিযোগ করলেন ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টির প্রাক্তন নেতা শাহ মেহমুদ কুরেশি। সম্প্রতি সিন্ধু প্রদেশের ঘোটকিতে এক জনসভায় ইমরান খানের দল তেহরিক-ই-ইনসাফে যোগ দেন কুরেশি। সেখানেই একদা জারদারি-ঘনিষ্ঠ এই নেতা দাবি করেন, পাক সেনার হাতে থাকা পরমাণু অস্ত্রগুলি যথেষ্ট সুরক্ষিত নয়। এর ফলে জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়বে। তবে কী কারণে তিনি এই মন্তব্য করছেন, তা স্পষ্ট করেননি কুরেশি। সম্প্রতি বিদেশি বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছিলেন, পাকিস্তানের পরমাণু অস্ত্রগুলি তালিবান জঙ্গিদের হাতে পড়তে পারে। সেই প্রেক্ষিতে কুরেশির মন্তব্য তাৎপর্যপূর্ণ। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছে পাক সরকার। তাঁর মন্তব্যের কড়া সমালোচনা করেছেন পাক বিদেশ মন্ত্রকের মুখপাত্র তেহমিনা জানজুয়াও। ওই মুখপাত্রের বক্তব্য, কুরেশি ভিত্তিহীন কথা বলছেন। জানজুয়ার দাবি, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন পার্লামেন্ট কমিটির তদারকিতে কড়া নিরাপত্তায় দেশের পরমাণু অস্ত্রগুলি রয়েছে। আর জাতীয় নিরাপত্তার প্রশ্নে পাকিস্তান কোনও আপস করে না।

মায়ানমারে ধরা পড়লেন পরেশ-ঘনিষ্ঠ জীবন মরান
আলফার অর্থ সচিব তথা পরেশ বরুয়ার ঘনিষ্ঠ সঙ্গী জীবন মরানকে গ্রেফতার করল মায়ানমার সেনা। কাল এক ভারতীয় সাংবাদিক ও তাঁর সফরসঙ্গীর সঙ্গেই জীবনকে গ্রেফতার করা হয়। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, ভারত-মায়ানমার সীমান্তের কোথাও তাঁদের ধরা হয়। খবর রটেছে, ধরা পড়েছেন পরেশ বরুয়াও। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব আর কে সিংহ দিল্লিতে বলেন, “পরেশ বরুয়াকে ধরা হয়েছে এমন খবর আমাদের কাছে নেই।” ওই সাংবাদিককে আজ ছেড়ে দেওয়া হয়েছে। আগের মাসেই পরেশ বরুয়ার সাক্ষাৎকার নেওয়ার জন্য আলফার গোপন ঘাঁটিতে গিয়েছিলেন রাজীব ভট্টাচার্য নামে গুয়াহাটির ওই সাংবাদিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব আর কে সিংহ জানান, রাজীব ও জীবনকে মায়ানমার সেনা গ্রেফতার করেছে বলে কেন্দ্র জানতে পেরেছে। পরেশের বিষয়ে কিছু জানা যায়নি। বাংলাদেশ থেকে ঘাঁটি গোটানোর পরে পরেশ, জীবন মরান, বিজয় চাইনিজ, দৃষ্টি রাজখোয়ারা মায়ানমারের উত্তর-পশ্চিম সীমা ও চিনের ইউনান প্রদেশের রুইলিতে আস্তানা পাল্টে থাকতেন। সম্প্রতি আলফার সভাপতি অরবিন্দ রাজখোয়া-সহ আলফার কেন্দ্রীয় সমিতির অধিকাংশ নেতা শান্তি আলোচনায় যোগ দেওয়ায় পরেশ সংগ্রামপন্থী আলফার কেন্দ্রীয় কমিটি গড়েন। নবগঠিত কমিটিতে জীবনকে অর্থ সচিবের দায়িত্ব দেওয়া হয়। রাজখোয়াদের শান্তি স্থাপন উদ্যোগকে গুরুত্ব না দিয়ে পরেশ ঘোষণা করেন, লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে। স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, রাজীব ভট্টাচার্য ও প্রদীপ গগৈকে আজ ছাড়া হয়। জীবন মরানকে দিল্লির হাতে কবে বা তুলে দেওয়া হবে তা নিয়ে কিছু জানানো হয়নি।

আমেরিকায় বৃদ্ধাকে বিবস্ত্র করে তল্লাশি
৮৫ বছরের এক বৃদ্ধা। ছোটখাটো চেহারার লেনর জিমারম্যান লাঠি ছাড়া হাঁটতে পারেন না। তাঁর চেহারা কিংবা আদবকায়দায় হয়তো ‘সন্দেহজনক’ কিছু দেখতে পেয়েছিলেন জন এফ কেনেডি বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। তাই সম্পূর্ণ বিবস্ত্র করে তল্লাশি করা হল তাঁকে। জেএফকের নিরাপত্তা ব্যবস্থা এতই জোরদার যে তল্লাশি করার সময় মারাত্মক জখম হলেন লেনর। তাঁর কথায়, “রক্তে ভিজে গিয়েছিল আমার মোজা”। ঠিক কী ঘটেছিল? আধুনিক যন্ত্রে তল্লাশি করতে ভয় পাওয়ায় বিশেষ ঘরে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানে তল্লাশির সময় হেনস্থা করা হয়।

হিলারির ফোন, তবু অনড় গিলানি
ন্যাটোর হামলা নিয়ে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা জারি রাখছে আমেরিকা। গত সন্ধ্যায় মার্কিন বিদেশসচিব হিলারি ক্লিন্টন ফোন করেন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিকে। ২৪ জন সেনার মৃত্যুর জন্য ফের দুঃখপ্রকাশ করেন হিলারি। সেই সঙ্গে, বন শহরে আফগানিস্তান সংক্রান্ত সম্মেলন বয়কট করার সিদ্ধান্তও পুনর্বিবেচনা করার জন্যও গিলানিকে অনুরোধ জানান হিলারি। তবে, এখনও পাকিস্তান ওই সম্মেলনে যোগ না দেওয়ার সিদ্ধান্তেই অনড়। এর মধ্যেই পাক সরকারের নির্দেশ মেনে শামসি বিমানঘাঁটি খালি করা শুরু করেছে আমেরিকা।

ধাক্কা খেতে পারেন পুতিন
রবিবার ছিল রাশিয়ার পার্লামেন্ট-নির্বাচন। প্রেসিডেন্টের গদিতে ফের এক বার ফিরে আসার পরীক্ষা
দিলেন প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন। মস্কোর একটি বুথে ভোট দিতে যাচ্ছেন তিনি। ছবি: এএফপি
রুশ পার্লামেন্টের নির্বাচনে বড় ধাক্কা খেতে পারে প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিনের ইউনাইটেড রাশিয়া পার্টি। এমনকী, তারা সংখ্যাগরিষ্ঠতা হারাতে পারে বলেও একটি বুথ-ফেরত সমীক্ষায় ইঙ্গিত পাওয়া গিয়েছে। রবিবার পার্লামেন্টের নির্বাচনে ভোট দেন রাশিয়ার মানুষ। আগামী বছর প্রেসিডেন্টের পদে ফেরার পরিকল্পনা রয়েছে পুতিনের। ফলে, এই ভোটে ইউনাইটেড রাশিয়া ধাক্কা খেলে তা পুতিনের ভবিষ্যৎ পরিকল্পনার পক্ষে উদ্বেগজনক হয়ে উঠতে পারে। তবে দেশের কয়েকটি প্রান্তে নির্বাচনী অনিয়ম হয়েছে বলে অভিযোগ করেছে বিরোধী দলগুলি। প্রচারমাধ্যমের একাংশের দাবি, তাদের ওয়েবসাইটগুলি বন্ধ করে দিয়েছে হ্যাকাররা। কারণ, নির্বাচনী অনিয়মের কথা যাতে প্রচারিত না হয় সে জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.