সরকারি সম্পত্তি নষ্ট করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল সিআইডি। মঙ্গলবার ইসলামপুর থানার শ্রীকৃষ্ণপুর এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম নারায়ণ দাস। বাড়ি ওই এলাকাতেই। সিআইডি সূত্রের খবর, গত বছরের ২৯ জুলাই ইসলামপুরের শ্রীকৃষ্ণপুর হাইস্কুলের জমি দখলের গোলমালের জেরে স্থানীয় জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে দীপক মৃধা নামে এক ব্যক্তির মৃত্যু হয়। উত্তেজিত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ। ওই ঘটনায় সিআইডির উপর তদন্তের ভার পড়ে। ওই ঘটনায় সিআইডি তদন্তে নেমে মূল অভিযুক্ত হিসাবে যুক্ত থাকার অভিযোগে নায়ায়ণ দাসকে গ্রেফতার করে সিআইডি। এ দিন অভিযুক্তকে ইসলামপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন। সরকারি আইনজীবী মানবেন্দ্র মোহন সরকার জানান, ধৃত ওই ব্যক্তির বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট করা সহ একাধিক মামলা রয়েছে। সিআইডি এ দিন তাকে বিচারপতি শ্রীরূপা মাঝির এজলাসে তুললে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।
|
৩ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করল মালদহ জেলা পুলিশ। বুধবার জেলার বৈষ্ণবনগর থানার পিটিএস মোড় এলাকা থেকে ওই টাকা-সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম বাবলু মিয়া। তার কাছ থেকে ২৯টি এক হাজার টাকা মূল্যের এবং ১৯০টি পাঁচশো টাকার জাল নোট মিলেছে। জেলার পুলিশ সুপার জয়ন্ত পাল বলেন, “বিএসএফের কাছ থেকে খবর পাওয়ার পর বৈষ্ণবনগর থানার পুলিশ হানা দিয়ে ৩ লক্ষ ৯০ হাজার টাকার জাল নোট উদ্ধার করে। এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ধৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
|
সেতুর রেলিংয়ের সঙ্গে ছোট গাড়ির ধাক্কায় মৃত্যু হল সরকারি হাসপাতালের এক চিকিৎসক-সহ দুজনের। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে দক্ষিণ দিনাজপুরের হিলি থানার খারুন এলাকায়। পুলিশ জানায়, মৃত দুজনের নাম, মিলন পাল মজুমদার (৫৯) ও মিঠুন বসাক (২৬)। মিলনবাবু গঙ্গারামপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক ছিলেন। অন্য জন গাড়ির চালক। অন্য এক আরোহী সুবিমল সরকারকে চিকিৎসার জন্য কলকাতায় পাঠানো হয়েছে। হিলি থানার ওসি সৌম্যজিৎ রায় বলেন, “রাতে কুয়াশা ছিল। সেতুতে ওঠার সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে সোজা রেলিংয়ে ধাক্কা মারেন বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।” |