|
|
|
|
এসএফআই-তৃণমূল সংঘর্ষ, জখম ২০ |
নিজস্ব সংবাদদাতা • চাঁচল |
বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে এসএফআই ও তৃণমূল ছাত্র পরিষদের কর্মী সমর্থকদের সংঘর্ষের জেরে মালদহের সামসিতে উত্তেজনা ছড়িয়েছে। সঙ্গলবার সন্ধ্যায় সামসি কলেজে অনুষ্ঠান শেষে কলেজের বাইরে ওই সংঘর্ষের ঘটনাটি ঘটে। সংঘর্ষে অল্পবিস্তর জখম হয়েছে দুই সংগঠনের ২০ জনেরও বেশি কর্মী সমর্থক। গুরুতর জখম ৫ জনকে সামসি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রলয় ঘোষ বলেছেন, “অনুষ্ঠান শেষ হওয়ার পর ঘটনাটি ঘটেছে কলেজের বাইরে।” কলেজে ছাত্র সংসদের দায়িত্বে রয়েছে এসএফআই। অনুষ্ঠান শেষে মঞ্চে উঠে এসএফআই কর্মী সমর্থকরা সংগঠনের নামে স্লোগান দিতে থাকে বলে অভিযোগ। কলেজ সূত্রে ডানা গিয়েছে, তৃণমূল ছাত্র পরিষদ তার প্রতিবাদ জানালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ থাকায় তখনকার মতো সমস্যা মিটে যায়। কিন্তু কলেজ থেকে এক কিলোমিটার দূরে কলেজ মোড়ে দু পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। তৃণমূলের কলেজ ইউনিটের সভাপতি মুন্সেফ হকের অভিযোগ, “ওঁরা মঞ্চে স্লোগান দেওয়ায় প্রতিবাদ করা হয়। কলেজ মোড়ে পরিকল্পিতভাবে আমাদের কর্মী সমর্থকদের উপর লাঠিসোটা নিয়ে ঝাঁপিয়ে পড়ে।” কলেজের জিএস হাফিজুর রহমানের দাবি, “ওরাই হামলা চালিয়েছে। অনুষ্ঠানে ওরাও তো স্লোগান দিচ্ছিল।” |
|
|
|
|
|