|
|
|
|
বেআইনি মদের রমরমা, ক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • শামুকতলা |
ডুয়ার্সের শামুকতলা বাজার জুড়ে মদের নেশা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পান দোকান, মুদি দোকানগুলিতে অবাধে মদ বিক্রি হচ্ছে। এ ছাড়া হাড়িয়া ও চোলাই মদের দাপট তো রয়েছেই। শামুকতলা থানা এলাকায় বেশ কিছু চোলাই মদের কারখানা রমরমিয়ে চলছে বলে অভিযোগ। আবগারি দফতর বেআইনি মদের ঠেক বা চোলাই বন্ধ করতে উদ্যোগ না নেওয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়েছে। শামুকতলা থানা, আবগারি দফতর সহ বিভিন্ন দফতরে দাবিপত্র পেশ করেছেন এলাকার স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। দ্রুত মদের ঠেক বন্ধ না করা হলে বৃহত্তর আন্দোলনে নামার হুমকি দিয়েছেন তাঁরা। শামুকতলা স্বনির্ভর গোষ্ঠীর নেত্রী তথা পঞ্চায়েত সদস্য সরস্বতী শর্মার অভিযোগ, “মাতালের উৎপাতে মহিলাদের রাস্তায় চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। আবগারি দফতর বা পুলিশের কাছে বারবার জানিয়েও লাভ হচ্ছে না। শীঘ্রই আমরা অতিরিক্ত পুলিশ সুপার ও মহকুমাশাসকের কাছে দরবার করে এই নিয়ে লাগাতার আন্দোলনে সামিল হব।” শামুকতলা থানার ওসি প্রবীন প্রধান বলেন, “বেআইনি মদের ঠেক এবং চোলাই বন্ধে আমরা লাগাতার অভিযান চালাচ্ছি। একমাসে কয়েক হাজার লিটার বেআইনি মদ উদ্ধার করা হয়েছে। মাতাল দেখা মাত্র ধরা হচ্ছে।” আলিপুরদুয়ারের মহকুমাশাসক অমলকান্তি রায় বলেন, “অবৈধ মদের ঠেক এবং চোলাই বন্ধ করতে আবগারি দফতর ও পুলিশকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে।” আলিপুরদুয়ারে অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জয়সোয়াল এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন। |
|
|
|
|
|