জেলার ভূমিহীনদের সরকারি দফতরে নিয়োগের দাবিতে মুখ্যমন্ত্রীর দারস্থ হল জলপাইগুড়ি জেলা ল্যান্ড লুজার কমিটি। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর দফতরে গিয়ে স্মারকলিপি জমা দেন কমিটির প্রতিনিধিরা। মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ চেয়ে আর্জি জানায় কমিটি। ওই কমিটির দাবি ভূমিহীন চাকরি প্রার্থীরা যে সব সরকারি দফতরে চাকরির ডাক পেয়েছেন, তাদের সেখানেই নিয়োগ করতে হবে। কমিটির সভাপতি গৌতম দাস বলেন, “আমরা মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি দিয়ে তাঁর হস্তক্ষেপ চেয়েছি। মাত্র অল্পসংখ্যক ভূমিহীনদের চাকরি হলেও বেশির ভাগ চাকরি প্রার্থীই বঞ্চিত থেকে গিয়েছেন। আশা করি মুখ্যমন্ত্রী এ বিষয়ে পদক্ষেপ করবেন।”
|
দীর্ঘ ১০ বছরের বেশি সময় ধরে অস্থায়ী কর্মী হিসাবে যাঁরা কাজ করছেন তাদের ন্যুনতম ৬৬০০ টাকা বেতন দেওয়ার সরকারি নির্দেশ কার্যকর করার দাবিতে বিক্ষোভ দেখাল বাম পুর কর্মচারী সংগঠন। বুধবার শিলিগুড়ি পুরসভার বোর্ড মিটিং চলাকালীন বাম পুর কর্মচারী সংগঠন শিলিগুড়ি মিউনিসিপ্যাল এমপ্লয়িজ অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়ন। সংগঠনের সম্পাদক জীবন নাথ জানান, অস্থায়ী কর্মীদের ন্যুনতম ৬৬০০ টাকা দিতে যে সরকারি নির্দেশ রয়েছে তা কার্যকর হচ্ছে না। সাফাই কর্মীদের বাসস্থান মেরামত-সহ অন্যান্য দাবির বিষয়গুলি বারবার জানানো হলেও কোনও ব্যবস্থা হয়নি।
|
ভূমিকম্পের ক্ষতিপূরণ বিলি |
ভূমিকম্পে জখমদের হাতে টাকা তুলে দেবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব। আগামী ৫ ডিসেম্বর শিলিগুড়িতে ৩৪ জনের হাতে ওই ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়া হবে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান, ভূমিকম্পে জখমদের হাতে ৩৪ লক্ষ টাকা তুলে দেওয়া হবে। জলপাইগুড়ি ও শিলিগুড়ি মিলিয়ে ৫১ জন জখমের হাতে ওই টাকা তুলে দেওয়া হবে। মন্ত্রী বলেন, “ভূমিকম্পে জখমরা যাতে সুস্থ ভাবে জীবন-যাপন করতে পারেন, সেদিকে লক্ষ্য রেখেই তাদের হাতে ওই টাকা তুলে দেওয়া হবে।”
|
পরীক্ষার জন্য উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন পিছিয়ে দেওয়ার দাবি জানাল এসএফআই। বুধবার ভারপ্রাপ্ত রেজিস্টারকে স্মারকলিপি দেয় তারা। জেলা সভাপতি সৌরভ সরকার জানান, ১৫ ডিসেম্বর নির্বাচন করার কথা। অথচ ওই সময় এমসিএ বিভাগের পরীক্ষা চলবে।
|
দুই ট্রাকের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এক ঘণ্টা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। বুধবার ঘটনাটি ঘটে ফালাকাটা থানার জটেশ্বর গ্রামের পাশে ৩১ নম্বর জাতীয় সড়কে। অভিযোগ, মঙ্গলবারও দুই গাড়ির রেষারেষিতে ওই রাস্তায় ৩ বাইক আরোহী মারা যান। বাসিন্দারা ট্রাফিক পোস্ট চালুর দাবিতে রাস্তা অবরোধ করেন।
|
মঙ্গলবার রাতে শামুকতলায় দুটি পৃথক পথ দুর্ঘটনায় দুই বৃদ্ধার মৃত্যু হয়েছে। প্রথমে চেপানি চৌপথীতে লরির ধাক্কায় আরতি দেবনাথ (৫০) ও হাতিপোতায় মোটরসাইকেলের ধাক্কায় মায়া দেব (৭০) মারা যান। পুলিশ দুটি গাড়ির চালককেই আটক করেছে। |