|
|
|
|
প্রতিবন্ধীদের প্রকৃতিপাঠ মৌরিতে |
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
সারা দেশের প্রতিবন্ধী ছেলেমেয়েদের নিয়ে হিমালয়ান নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার্স ফাউন্ডেশন (ন্যাফ)-এর প্রকৃতিপাঠের শিবির এ বার ডুয়ার্সের মৌরি বনবস্তিতে। জলঢাকার কাছে জায়গাটি কালিম্পং বন বিভাগের এলাকায়। আগামী ১৮-২৩ ডিসেম্বর সেখানেই প্রকৃতি পাঠের শিবির হচ্ছে। পাহাড়, নদী ঘেরা ওই বনাঞ্চলে ওই কটা দিন প্রতিবন্ধকতাকে দূরে সরিয়ে গাছ, পাতা, পাখি চিনবেন তাঁরা। পশু, পাখির ডাকের সঙ্গে পরিচিত হবেন। বুনো জন্তুতে ভরা জঙ্গলের মাঝে ক্যাম্পে রাত কাটানোর রোমাঞ্চ উপভোগ করবেন। বনাঞ্চলে ঘুরে, পাহাড়ি নদীতে স্নান করে আনন্দে মেতে উঠবেন। স্থানীয় বাসিন্দাদের শিল্প সংস্কৃতির সঙ্গে পরিচিত হবেন।
উদ্যোক্তা ন্যাফ-এর কর্মকর্তারা জানিয়েছেন, প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে শিলিগুড়ি, জলপাইগুড়ির বিভিন্ন সংগঠনের ছেলেমেয়েরা তো বটেই উত্তরবঙ্গের অন্যান্য জেলায় ওই ধরনের সংস্থা থেকে ছেলেমেয়েরা অংশ নেবেন। কলকাতা, বেনারস, ঝাড়খণ্ড, অসম থেকেও প্রতিবন্ধী ছেলেমেয়েরা আসবেন। সব মিলিয়ে প্রায় ৭০ জন। গাইড, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে সব মিলিয়ে প্রায় ১৫০ জনের দল। তাঁদের সঙ্গে অংশ নেবেন মৌরি বনবস্তি এলাকার প্রতিবন্ধী ছেলেমেয়েরাও। ন্যাফের সভাপতি প্রদীপ নাগ বলেন, “গত ২০ বছর ধরেই চ্যালেঞ্জড্ ছেলেমেয়েদের নিয়ে এ ধরনের শিবির করা হচ্ছে। বনপাহাড় ঘেরা বিভিন্ন জায়গায় শিবির হয়েছে। এ বার হচ্ছে মৌরি বনবস্তি এলাকায়। শিলিগুড়ি থেকে প্রায় ৮৫ কিলোমিটার দূরে জলডাকার কাছে ওই এলাকা। শিবিরে অংশ নিতে উৎসাহী হন অনেকেই। নতুনদের পাশাপাশি আগে যাদের এই ধরনের শিবিরে যোগ দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাদেরও সুযোগ দেওয়া হয়।” ন্যাফের তরফে নীলয় বসু জানান, চোখে দেখতে পান না, মুক ও বধির, মানসিক প্রতিবন্ধী বা শারীরিক প্রতিবন্ধী সমস্ত ধরনের ছেলেমেয়েরাই এতে অংশ নেবেন। এমনকি সামাজিক প্রতিবন্ধী তথা অনাথ ছেলেমেয়েরাও শিবিরে থাকছেন। ৫ থেকে ২৫ বছরের প্রতিবন্ধী ছেলেমেয়েরা অংশ নিতে পারবেন। এই শিবিরের পর ওই জায়গাতেই সাধারণ ছেলেমেয়েদের নিয়েও একই ধরনের প্রকৃতি পাঠের শিবির হবে ২৫-৩০ ডিসেম্বর পর্যন্ত। কর্মকর্তারা জানান, সাধারণ বা প্রতিবন্ধী যাঁরাই শিবিরে অংশ নেবেন এই ক’টা দিন বিছানা পাতা থেকে স্নান করা সমস্ত কাজ নিজেদেরই করতে হয়। তাতে প্রতিবন্ধী ছেলেমেয়েদের মধ্যে আত্মনির্ভর হওয়ার মনোভাব গড়ে ওঠে। যা জীবন সংগ্রামে তাঁদের উৎসাহ যোগায়। |
|
|
|
|
|