টুকরো খবর
বিএসএফের বিরুদ্ধে মারধরের অভিযোগ
গ্রামবাসীদের উপরে বিএসেফের লাঠিচার্জের অভিযোগে উত্তেজনা ছড়াল গ্রামে। গ্রামবাসীদের অভিযোগ, লাঠির ঘায়ে ১৪ জন জখম হয়েছেন। এঁদের মধ্যে চারজনের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধ্যায় গোসাবার বালির ৯ নম্বর গ্রামে। স্থানীয় পঞ্চায়েত সদস্য বীরেন পাত্র জানান, এই এলাকায় বিএসএফের একটি প্রশিক্ষণ কর্মসূচি চলছে। সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত ওই কর্মসূচি ছিল। তাদের একটি স্পিডবোট নদীর ঘাটে বাঁধা ছিল। পারাপারের সময় স্থানীয় একটি ভুটভুটির দড়ি ওই স্পিড বোটের সঙ্গে জড়িয়ে যায়। ওই ভুটভুটির মাঝি ভবসিন্ধু মণ্ডল বলেন, “ভুটভুটিতে যাত্রী থাকায় তাড়াতাড়ি দড়ি খুলতে গিয়ে স্পিডবোটের একদিকের দড়ি খুলে যায়।” এই ঘটনায় বিএসএফের লোকজন ক্ষেপে গিয়ে ভবসিন্ধুবাবুকে তাদের ক্যাম্পে তুলে নিয়ে গিয়ে মারধর করে বলে অভিযোগ। ঘটনা জানাজানি হলে গ্রামে উত্তেজনা ছড়ায়। বিষয়টি নিয়ে মঙ্গলবার আলোচনায় বসেন বিএসএফ কর্তৃপক্ষ এবং গ্রামবাসীরা। গ্রামবাসীদের অভিযোগ, সেই সময় কোনও প্ররোচনা ছাড়াই তাঁদের উপরে লাঠিচার্জ শুরু করে বিএসএফের লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) কঙ্করপ্রসাদ বাড়ুই, এসডিপিও পিনাকরঞ্জন দাস, গোসাবা থানার ওসি কৃষ্ণেন্দু দাস, বাসন্তী থানার ওসি বিজয় ঘোষ। অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) বলেন, “এই ঘটনায় গ্রামবাসীরা লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে।”

একই লাইনে দু’টি মৃত্যু
১২ ঘণ্টার ব্যবধানে দক্ষিণ শহরতলির বাটানগরে রেললাইনের ধারে একই জায়গায় মিলল বছর সতেরোর এক কিশোর এবং পনেরো বছরের এক কিশোরীর ছিন্নভিন্ন দেহ। পুলিশের অনুমান, ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে তাদের। দু’টি দুর্ঘটনাই ঘটে নুঙ্গি এবং আক্রা স্টেশনের মধ্যে। পুলিশ জানায়, মঙ্গলবার রাতে রেললাইন ধরে হাঁটছিল অমর সর্দার এবং সুস্মিতা দাস। আচমকা ট্রেন এসে যায়। অমর সরে গেলেও ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয় সুস্মিতা (১৫)। হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়। বুধবার ওই দুর্ঘটনাস্থলেই মেলে অমরের (১৭) ছিন্নভিন্ন দেহ। পুলিশের অনুমান, বান্ধবীকে হারানোর শোকে ট্রেনের সামনে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে ওই কিশোর। রেলপুলিশ জানায়, অমর একাদশ শ্রেণির ছাত্র ছিল। সুস্মিতা পড়ত অষ্টম শ্রেণিতে। দু’জনেরই বাড়ি মহেশতলার শান্তিপল্লিতে। এলাকাবাসীরা জানান, তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। অমরের পরিজনেরা জানিয়েছেন, সুস্মিতার মৃত্যুর পরে বাকরুদ্ধ ছিল সে। দুর্ঘটনার জন্য নিজেকেই দায়ী করছিল। বুধবার সকাল সাড়ে ন’টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে যায় অমর। পুলিশের অনুমান, বেলা সাড়ে ১১টা নাগাদ ট্রেনের সামনে ঝাঁপায় সে। মৃতদেহ দু’টি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।

দরজা ভেঙে লুঠ দোকানে
দরজা ভেঙে কাঁকিনাড়া বাজারের একটি মনোহারি দোকান থেকে নগদ কয়েক হাজার টাকা ও জিনিসপত্র লুঠ করে পালাল দুষ্কৃতীরা। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটে। দোকান-মালিক রাজেশ সাউ বুধবার সকালে এসে দোকানে ওই অবস্থা দেখে পুলিশে খবর দেন। বাজারে রাত-পাহারার ব্যবস্থা রয়েছে। মঙ্গলবার রাতে পাহারার দায়িত্বে ছিলেন এক যুবক। পুলিশকে তিনি জানান, দুষ্কৃতীরা সংখ্যায় ছিল জনা পাঁচেক। এক জন তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে রাখে। বাকিরা লুটপাট চালায়। পুলিশ ওই যুবককে আটক করেছে।

সন্দেশখালি থেকে গ্রেফতার ৭ দুষ্কৃতী
মঙ্গলবার রাতভর তল্লাশি চালিয়ে সাত জন দুষ্কৃতীকে গ্রেফতার করল সন্দেশখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছু দিন ধরেই দুষ্কৃতীদের উপদ্রব বেড়েছে এই ব্লকে। মঙ্গলবার ন্যাজাট, দাউদপুর, খুলনা এবং সরবেরিয়া এলাকা থেকে ওই সাত জনকে ধরা হয়। পুলিশের দাবি, ধৃতদের বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, আগ্নেয়াস্ত্র দেখিয়ে ব্যবসায়ীদের থেকে তোলা আদায়ের অভিযোগ রয়েছে। বুধবার ধৃতদের বসিরহাট এসিজেএম আদালতে তোলা হয়। বিচারক তাদের ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

নলি কাটা দেহ উদ্ধার
গলার নলি কাটা অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বুধবার সকালে উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ স্থানীয় বর্ণবেড়িয়া গ্রামে থেকে দেহটি উদ্ধার করে। অজ্ঞাতপরিচয় ওই যুবকের পরনে ছিল লুঙ্গি এবং হাফ প্যান্ট। তাঁর কাছ থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি মোবাইল ফোন এবং সিগারেটের প্যাকেট দেখে পুলিশের অনুমান ওই যুবক বাংলাদেশি। প্রাথমিক তদন্তের পরে পুলিশের বক্তব্য, বছর চব্বিশের ওই যুবককে অন্য কোথাও খুন করে এখানে ফেলে রেখে গিয়েছে দুষ্কৃতীরা। দেহটি ময়নাতদন্তের জন্য বনগাঁ মহকুমা হাসপাতালো পাঠানো হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সীমান্তবর্তী গ্রাম হওয়ায় এখান দিয়ে প্রচুর গরু পাচার হয়। ওই যুবক পাচারের কাজে জড়িত ছিল। পাচারকারীদের অভ্যন্তরীণ বিবাদের জেরে ওই যুবক খুন হয়েছে কিনা খতিয়ে দেখছে পুলিশ।

প্রতিযোগিতা
বুধবার একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ‘হাসনাবাদ ব্লক সাংস্কৃতিক প্রতিযোগিতা’ হয়ে গেল মাখালগাছা গ্রামে। প্রতিযোগিতায় শতাধিক ছেলেমেয়ে যোগ দেয়। মেধাবী ছাত্রছাত্রীদের বই দেওয়া হয়।

দুষ্কৃতী-হামলা
একটি বিয়েবাড়ি লক্ষ করে বোমা-গুলি চালাল দুষ্কৃতীরা। বুধবার নিউ ব্যারাকপুরের সাজিরহাটের ঘটনা। পুলিশ জানায়, সকাল সাড়ে দশটা নাগাদ বোলেরো গাড়ি চেপে জনা ছয়েক দুষ্কৃতী এসে ওই কাণ্ড ঘটায়। ওই বাড়ির একাংশে একটি চিটফান্ডের অফিসও রয়েছে। ঘটনায় সঞ্জয় শিকদার নামে এক গাড়িচালক আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত বিয়েবাড়ির গেটটিও। পুলিশ সূত্রের খবর, কয়েক মিনিট ধরে বোমাবাজির পরে গাড়ি নিয়ে পালায় দুষ্কৃতীরা। যাওয়ার পথে কামারগাজি মোড়েও বোমা ছোড়ে। দুষ্কৃতীরা কী উদ্দেশে এসেছিল তদন্ত করে দেখছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.