অধীর চৌধুরীর বাড়ির তালা ভাঙল দুষ্কৃতীরা |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মোটরবাইকে এসে অধীর চৌধুরীর বহরমপুরের বাড়ির তালা ভেঙে পালিয়ে গেল জনা কয়েক যুবক। বুধবার ভর সন্ধ্যায় ওই ঘটনার সময়ে সাংসদের বাড়িতে অধীরবাবু বা তাঁর স্ত্রী ছিলেন না। |
তদন্তে পুলিশ। নিজস্ব চিত্র। |
জেলা কংগ্রেসের মুখপাত্র অশোক দাস বলেন, “সাংসদ দিল্লিতে। তিনি দিল্লিতে থাকলে সাধারনত তাঁর বহরমপুরের বাড়িতে কেউ থাকেন না। এ দিন সাংসদের গাড়ির চালক ও এক জন বেসরকারি নিরাপত্তা কর্মী ছাড়া কেউই ওই বাড়িতে ছিলেন না। ওই চালক ও নিরাপত্তা কর্মী সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ চা খেতে বাড়ির বাইরে গিয়েছিলেন। সেই সময় কয়েক জন যুবক তিনটি মোটরবাইকে এসে সাংসদের বাড়ির গাড়ির গ্যারাজের তালা ভেঙে পালিয়ে যায়।” গ্যরাজটি বাড়ির প্রধান ফটকের পাশেই। বহরমপুর থানার আই সি প্রমোদরঞ্জন বর্মন বলেন, “কারা এ ভাবে তালা ভেঙে পালিয়েছে তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।” এই নিয়ে গত ৬ মাসে অধীরবাবুর বাড়ির গেটে দু বার তালা ভাঙার ঘটনা ঘটল। এর আগে গত ২৯ মে দুপুরেও একই ভাবে তালা ভেঙে ছিল দুষ্কৃতীরা। তবে পালানোর সময়ে জনতার হাতে তারা ধরা পড়ে যায়। ধৃত দু-জনের মধ্যে এক জন মানসিক ভারসাম্যহীন বলে পুলিশ জানায়। তবে এ বার আগের মতো বাইকের ধাক্কায়, নাকি অন্য কোনও ভাবে তালা ভাঙা হয় তা পুলিশ এখনও জানাতে পারেনি। |