টুকরো খবর
টাকা তছরূপের অভিযোগ, ধৃত
একশো দিনের কাজে দুর্নীতির অভিযোগে এক পঞ্চায়েত কর্মী ও এক সমবায় ব্যাঙ্কের এক কর্মীকে গ্রেফতার করে পুলিশ। নওদার রায়পুর গ্রাম পঞ্চায়েতের একশো দিনের কাজ প্রকল্পের সুপারভাইসার প্রশান্ত বিশ্বাস ও আলমপুর সমবায় ব্যাঙ্কের কর্মী বিকাশ বাজপেয়ীকে বুধবার গ্রেফতার করে পুলিশ। রায়পুর গ্রাম পঞ্চায়েত আরএসপি পরিচালিত। তবে ওই পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আরএসপি-র জেলা পরিষদ সদস্য বিশ্বজিৎ ঘোষ বলেন, “মিথ্যা অভিযোগ করে ওই কর্মীকে ফাঁসানো হয়েছে। সঠিক তদন্ত বলেই সব জানা যাবে।” নওদার বিডিও মানস মণ্ডল বলেন, “একশো দিনের কাজে কয়েক জন শ্রমিক কাজ না করলেও তাদের নামে টাকা তোলার অভিযোগে ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনারতদন্ত শুরু করেছে।”

জঙ্গিপুর কলেজে অধ্যক্ষ ঘেরাও
তিন অস্থায়ী কর্মী নিয়োগকে কেন্দ্র করে জঙ্গিপুর কলেজের অধ্যক্ষকে বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত ঘেরাও ঘেরাও করে রাখলেন ছাত্র পরিষদের সমর্থকেরা। ছাত্র পরিষদের জেলা কমিটির সাধারণ সম্পাদক পলাশ সাহা বলেন, “ওই কলেজের অধ্যাপক ও কর্মীদের তিন ছেলেকে অস্থায়ী ভাবে সম্প্রতি কলেজে নিয়োগ করা হয়েছে। এ ব্যাপারে সরকারি কোনও অনুমোদন নেওয়া হয়নি। পরিচালন সমিতিও এই নিয়োগের ব্যাপারে কিছু জানে না। এই অবৈধ নিয়েগ বাতিলের দাবিতে আমরা অধ্যক্ষকে ঘেরাও করে রেখেছি।” অধ্যক্ষ আবু এল সুকরানা মণ্ডল বলেন, “এই নিয়োগ অবৈধ নয়। তাই বাতিলেরও প্রশ্ন ওঠে না।”

অপহরণে ৮ জনের কারাদণ্ড
এক কিশোরীকে অপহরণের দায়ে একই পরিবারের আট সদস্যকে আট বছরের সশ্রম কারাদণ্ডের সাজা দিল আদালত। বুধবার জঙ্গিপুরের চতুর্থ ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক রীতা মুখোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। সরকারি আইনজীবী রামপ্রসাদ চক্রবর্তী বলেন, “২০০৬ সালের ১৪ মে সাবিনা খাতুন নামে ১৩ বছরের এক কিশোরীকে গ্রামেরই যুবক সাবু শেখ অপহরণ করে। পুলিশকে জানানো হলেও কোনও ব্যবস্থা নওয়া হয়নি। সাবিনার বাবা আবদুল বাসি জঙ্গিপুর মহকুমা আদালতে সাবু, তার বাবা, মা-সহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালত সাগরদিঘির পুলিশকে অভিযুক্তদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ দেয়। আজ তাদের সাজা ঘোষণা করেছে আদালত।”

তিন জনের যাবজ্জীবন
জাল নোটের কারবারে যুক্ত থাকায় তিন জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিল আদালত। বুধবার জঙ্গিপুরের তৃতীয় ফাস্ট ট্র্যাক আদালতের বিচারক বিদ্যুৎকুমার রায় সাজা ঘোষণা করেন। সাজাপ্রাপ্তদের সাফিকুল ইসলামের বাড়ি বাংলাদেশের শিবগঞ্জে। সফিকুল ইসলাম ও ঝেন্টু শেখের বাড়ি মালদহের বৈষ্ণবনগরে। সরকারি আইনজীবী আফজালুদ্দিন বলেন, “গত বছরের ২৪ অগস্ট সাগরদিঘির হাটে গরু কেনাবেচার নাম করে হাজির হয় তারা। পুলিশ গোপনে খবর পেয়ে তিন জনকে ২৫ হাজার টাকার জাল নোট-সহ গ্রেফতার করে। পরে বৈষ্ণবনগরের দু’জন জামিনে মুক্তি পেয়ে গেলেও সফিকুল জেল হাজতেই ছিলেন। বুধবার তিন জনকেই যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দেওয়া হয়।”

কান্দিতে ট্রাকের ধাক্কায় মৃত্যু
পাথর বোঝাই ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে এক বালিকার। মঙ্গলবার সন্ধ্যায় খড়গ্রামের বালিয়ায় দুর্ঘটনাটি ঘটেছে। মাম্পি মাঝি (৭) নামে ওই বালিকার বাড়ি ভরতপুরের জজান গ্রামে। তার মা শকুন্তলা মাঝিও এই দুর্ঘটনায় দুরুতর জখম হয়েছেন। তাঁকে কান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পরে স্থানীয় বাসিন্দারা ট্রাকটি ভাঙচুর করে। পরে পুলিশ গিয়ে ট্রাকটি আটক করেছে। তবে চালক পলাতক। অন্য দিকে, ধানবোঝাই ট্রাক্টরের সঙ্গে একটি লরির ধাক্কায় মৃত্যু হয়েছে মানিক মণ্ডল (৪৭) নামে এক ব্যক্তির। বাড়ি রঘুনাথগঞ্জে। বুধবার সকালে ৩৪ নম্বর জাতীয় সড়কের মঙ্গলজনের কাছে দুর্ঘটনাটি ঘটে। এ দিন ট্রাক্টরে করে ধান নিয়ে আহিরণের দিকে যাচ্ছিলেন মানিকবাবু।

ফের উড়ো ফোনে থমকে গেল ট্রেন
বোমাতঙ্কের শিকার। থমকে গিয়েছে ট্রেন। হাসপাতাল-যাত্রীর
অপেক্ষা প্ল্যাটফর্মে। ছবি: গৌতম প্রামাণিক।
লালগোলার পরে ভগবানগোলা স্টেশন। উড়ো ফোনে ট্রেন উড়িয়ে দেওয়ার হুমকিতে বুধবার ভগবানগোলা স্টেশনে থমকে গেল লালগোলা-শিয়ালদহ শাখায় একাধিক দূর পাল্লার ট্রেন। প্রায় ঘণ্টা তিনেক তল্লাশির পরে বম্ব স্কোয়াডের কর্মীরা খোঁজ পাননি বিস্ফোরকের। মঙ্গলবারও লালগোলা স্টেশনে উড়ো ফোনে বোমার আতঙ্ক ছড়িয়ে থমকে দেওয়া হয়েছিল কয়েকটি ট্রেন। ভগবানগোলা স্টেশন মাস্টার প্রত্যুষ রায় বলেন, “তিন বার ফোন করে ‘মাওবাদী’ পরিচয় দিয়ে হুমকি দিয়ে বলা হয় হাজারদুয়ারি এক্সপ্রেস উড়িয়ে দেওয়া হবে।” বহরমপুর জিআরপি থানা জানিয়েছে, লাইনে বোমা রাখা আছে বলে জানানো হলে কয়েকটি ট্রেনকে বিভিন্ন স্টেশনে দাঁড় করানো হয়। খোঁজ মেলেনি বিস্ফোরকের।

কিনারা হয়নি ব্যাঙ্ক ডাকাতির
ঘটনার এক দিন পরেও বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের নবগ্রাম শাখার ডাকাতির কিনারা করতে পারেনি পুলিশ। জেলার পুলিশ সুপার ভরতলাল মিনা বলেন, “কাউকে গ্রেফতার বা আটক করা হয়নি। তদন্ত চলছে।” তবে এ দিন ওই ব্যাঙ্কের ভল্ট থেকে বিশেষজ্ঞরা ‘ফিঙ্গার প্রিন্ট’ নেন। বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের নবগ্রাম শাখার ম্যানেজার সচল দত্ত বলেন, “ফিঙ্গার প্রিন্ট বিশেষজ্ঞরা অনুমতি না দেওয়া পর্যন্ত ক্যাশ-রুম সিল করা থাকবে। ভাঙা ভল্টও সরানো যাবে না। ফলে দু’ দিন ধরে টাকা লেনদেন বন্ধ।”

দুর্ঘটনায় মৃত্যু
দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির। জখম হয়েছেন আরও ৬ জন। মঙ্গলবার ধুলিয়ান-পাকুড় সড়কে সাইকেলে করে গ্যাসের সিলিন্ডার নিয়ে যাওয়ার সময়ে লরির সংঘর্ষে সিলিন্ডারটি ফেটে যায়। দগ্ধ হন সাইকেল আরোহী-সহ ৫ পথচারী। তাঁদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার দিলীপ রবিদাস (৩৮) নামে এক জনের মৃত্যু হয়।

কাটা পড়ে মৃত্যু
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। নাম অনির্বান ঘটক (৪৫)। বাড়ি চাকদহের নিমতলা গ্রামে। রেল পুলিশের অনুমান, ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে তিনি আত্মঘাতী হয়েছেন। দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.