টুকরো খবর
বিনপুরে গুলিতে খুন সিপিএম কর্মী
জঙ্গলমহলে আবার খুন। এ বার এক সিপিএম কর্মী। বুধবার সন্ধ্যায় বিনপুরের নান্দা গ্রামে তারাচাঁদ মুর্মু (৩৫) নামে ওই সিপিএম কর্মীকে গুলি করে খুন করে ৩-৪ জনের একটি সশস্ত্রদল। যাদের ‘মাওবাদী’ বলেই মনে করছে পুলিশ। আর তা হলে, কিষেণজি-র মৃত্যুর পর জঙ্গলমহলে এটাই মাওবাদীদের প্রথম আঘাত। নান্দা ও আশপাশের এলাকায় মাওবাদীদের গতিবিধি রয়েছে বলেই গোয়েন্দা সূত্রের খবর। তবে ঠিক কারা, কী কারণে তারাচাঁদবাবুকে খুন করেছেসে নিয়ে সিপিএম নেতৃত্ব কিছুটা ধন্দে। কয়েক দিন পরেই সিপিএমের বিনপুর লোকাল কমিটির সম্মেলন। তরুণ প্রজন্মের তারাচাঁদবাবুর কমিটির সদস্য হওয়ার সম্ভাবনা ছিল বলে দলীয় সূত্রের খবর। সিপিএমের স্থানীয় ভেটলি শাখার সদস্য তারাচাঁদবাবু ছিলেন দলের সর্বক্ষণের কর্মী। আগে বিনপুরে লোকাল কমিটির অফিসেই থাকতেন। বছর দু’য়েক আগে ওই অফিসে সিআরপি-র শিবির হওয়ার পর থেকে থাকতেন নান্দা গ্রামের বাড়িতেই। দলের তরফে তাঁকে ‘সাবধান’-এ থাকার পরামর্শও দেওয়া হয়েছিল। স্থানীয় সূত্রের খবর, এ দিন সন্ধ্যায় গ্রামেই অন্য এক জনের বাড়িতে ছিলেন তারাচাঁদবাবু। আততায়ীরা খুব কাছ থেকে গুলি করে হেঁটে খাল পেরিয়ে পালইডাঙার দিকে চলে যায়।

বধূমৃত্যু, জেলে স্বামী ও ভাসুর
মাত্র তিন মাস আগে বিয়ে হয়েছিল। সেই সদ্য-বিবাহিত স্ত্রীকে নির্যাতন ও আত্মহত্যায় প্ররোচনার দায়ে ৭ বছরের সশ্রম কারাদণ্ড হল স্বামীর। একই মেয়াদে কারাবাসের নির্দেশ হয়েছে মৃতার ভাসুরেরও। মৃতার নাম সোমা গিরি। দণ্ডিত স্বামী-ভাসুর যথাক্রমে অমিয় ও অশোক গিরি। মঙ্গলবার কাঁথি আদালতের ফাস্টট্র্যাক ফার্স্ট কোর্টের বিচারক প্রদীপ বন্দ্যোপাধ্যায় এই সাজা ঘোষণা করেন। মামলার সরকারি আইনজীবী বেণীমাধব পয়ড়্যা জানান, ২০০০ সালে কাঁথি থানার দণ্ডপুর গ্রামের অমিয় গিরির সঙ্গে লাউদণ্ডা গ্রামের সোমার বিয়ে হয়। বিয়ের পর থেকেই দেনাপাওনা নিয়ে শ্বশুরবাড়ির লোকজন সোমার উপর নির্যাতন শুরু করে। নির্যাতন সহ্য করতে না পেরে বিয়ের তিন মাসের মধ্যেই সোমা বিষ খেয়ে আত্মহত্যা করেন। সোমার বাপের বাড়ির পক্ষ থেকে স্বামী, ভাসুর, শাশুড়ি ও বড় জায়ের নামে কাঁথি থানায় অভিযোগ দায়ের করা হয়। বিচারক অবশ্য শাশুড়ি ও বড় জা-কে প্রমাণাভাবে মুক্তি দিয়েছেন।

সমবায় মন্ত্রীকে স্মারকলিপি
বকেয়ার দাবিতে সমবায় মন্ত্রী হায়দর আজিজ সফির কাছে স্মারকলিপি দিলেন বিদ্যাসাগর সেন্ট্রাল কো-অপারেটিভের পূর্ব মেদিনীপুর সমবায় সুরক্ষা সমিতির প্রতিনিধিরা। মঙ্গলবার মহাকরণে গিয়ে তাঁরা সমবায় দফতরের সচিব সৈয়দ আহমেদ বাবার কাছে দাবিপত্র জমা দেন। সমিতির সম্পাদক সীতারাম পাহাড়ি ও সভাপতি দীনেশ প্রধান জানিয়েছেন, ২০০৭-০৮ সালে বৈদ্যনাথন কমিটির সুপারিশ অনুযায়ী সমবায় সমিতিগুলিকে শক্তিশালী করার লক্ষে একটি ‘রিভাইভাল প্যাকেজ’ ঘোষণা করা হয়। প্যাকেজ অনুযায়ী, কেন্দ্র ও রাজ্য নির্দিষ্ট অনুপাতে টাকা দেওয়ার কথা সমবায় ব্যাঙ্কগুলিকে। অভিযোগ, ২০০৮-০৯ সালে ওই কো-অপারেটিভ ব্যাঙ্কের পশ্চিম মেদিনীপুরের সবকটি শাখা টাকা পেলেও রাজনৈতিক কারণে টাকা দেওয়া হয়নি পূর্ব মেদিনীপুরের শাখাগুলিকে। তাদের প্রাপ্য মোট ১১ কোটি ৭৮ লক্ষ টাকা। তারই দাবিতে মহাকরণে গিয়েছিলেন পটাশপুরের তৃণমূল বিধায়ক জ্যোতির্ময় কর ও সমিতির অন্য প্রতিনিধিরা। দীনেশবাবু বলেন, “বকেয়া টাকা পাওয়ার ব্যাপারে মন্ত্রী দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। ফ্যাক্সের মাধ্যমে ওই দাবিপত্র কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের দফতরেও পাঠানো হয়েছে।”

বিশ্ববিদ্যালয়ে সেমিনার
ইউজিসি-র বিশেষ সাহায্য কার্যক্রমের অর্থানুকূল্যে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উদ্যোগে জাতীয় পর্যায়ের আলোচনাচক্র হল মঙ্গল ও বুধবার। আলোচনার বিষয় ছিল: ‘রিসেন্ট ট্রেন্ডস অন নোভেল মেটেরিয়ালস’। মঙ্গলবার আলোচনাচক্রের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান শাখার প্রাক্তন ডিন, অধ্যাপক সুশান্ত চক্রবর্তী। উপস্থিত ছিলেন খড়্গপুর আইআইটি-র প্রাক্তন অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের বিশেষ সাহায্য কার্যক্রম কমিটিতে ইউজিসি-র প্রতিনিধি আর এন পি চৌধুরী, বিভাগীয় প্রধান পরেশচন্দ্র জানা প্রমুখ। আলোচনায় অংশ নেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর কাল্টিভেশন অব সায়েন্সের অধ্যাপক শ্যামল সাহা, সত্যেন্দ্রনাথ বসু ন্যাশানাল সেন্টার ফর বেসিক সায়েন্সের অধ্যাপক কল্যাণ মণ্ডল, সাহা ইন্সটিটিউট অব নিউক্লিয়ার ফিজিক্সের অধ্যাপক তাপস চিনি, খড়্গপুর আইআইটি-র অধ্যাপক টি কে নাথ প্রমুখ।

বন্ধ সমর্থন
খুচরো ব্যবসায় বিদেশি বিনিয়োগের প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী ব্যবসা-বন্ধকে সমর্থন জানাল পূর্ব মেদিনীপুরের তমলুক শহরের ব্যবসায়ীরাও। শহরের ব্রহ্মা বারোয়ারি ব্যবসায়ী কমিটির সম্পাদক তথা তমলুক পুরসভার তৃণমূল কাউন্সিলর রবীন্দ্রনাথ সেন বলেন, “ওই বন্ধের সমর্থনে বৃহস্পতিবার আমরাও শহরের সমস্ত দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।” বিক্ষোভ। সহায়ক মূল্যে ধান কেনা শুরু, একশো দিনের প্রকল্পে কাজ দেওয়া-সহ নানা দাবিতে বুধবার বিকেলে তমলুকের বিডিও অফিসের কাছে বিক্ষোভ দেখাল কংগ্রেস। নেতৃত্ব দেন অসিত পাল, তপন মাইতি।

প্রয়াত প্রাক্তন অধ্যাপক
মারা গেলেন কাঁথি প্রভাতকুমার কলেজের প্রাক্তন অধ্যাপক কনক ভৌমিক। মঙ্গলবার কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সন্ধ্যায় কাঁথিতেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১বছর। প্রভাতকুমার কলেজে বেশ কিছুদিন ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবেও কাজ করেছিলেন কনকবাবু। গত কয়েক বছর কিডনির অসুখে ভুগছিলেন। বুধবার কলেজ বন্ধ রাখা হয় তাঁর স্মৃতিতে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.