|
|
|
|
৮ থেকে জেলা প্রাথমিক ক্রীড়া |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
চক্র স্তরের বাইরে এই প্রথম মহকুমা স্তরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়েছে। মহকুমা স্তরে সফল ছাত্রছাত্রীদের নিয়ে আগামী ৮ ও ৯ ডিসেম্বর মেদিনীপুর শহরে হতে চলেছে জেলা স্তরের প্রতিযোগিতা। বুধবার এ কথা জানান পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি স্বপন মুর্মু। প্রাথমিকের ছাত্রছাত্রীদের নিয়ে ক্রীড়া প্রতিযোগিতার এ বার ৩৩ তম বর্ষ। সাংস্কৃতিক প্রতিযোগিতার সপ্তম বর্ষ। রাজ্যস্তরে সাংস্কৃতিক প্রতিযোগিতা হয় না। পশ্চিম মেদিনীপুরে গত ৬ বছর ধরে এই প্রতিযোগিতা হচ্ছে। ক্রীড়া প্রতিযোগিতায় ৩০টি ইভেন্ট ও সাংস্কৃতিক বিভাগে ৮টি ইভেন্ট আছে। ক্রীড়া বিভাগের প্রতি ইভেন্টে মহকুমা স্তর থেকে ২ জন করে প্রতিযোগী জেলা পর্যায়ে আসবে। সাংস্কৃতিক বিভাগের ক্ষেত্রে আসবে ৫ জন করে। বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষের বক্তব্য, অন্তত ৩০০ জন জেলা স্তরের প্রতিযোগিতায় যোগ দেবে। সাংস্কৃতিক বিভাগের এ বার সাঁওতালি ভাষায় আবৃত্তি আছে। সংসদ সভাপতির কথায়, “জঙ্গলমহলের আদিবাসী ছেলেমেয়েদের জন্য এই উদ্যোগ।”
মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে প্রতিযোগিতার আসর বসবে। গত বছর প্রাথমিক ক্রীড়ার জন্য ব্যয় হয়েছিল প্রায় ১৮ লক্ষ টাকা। সংসদ সূত্রে খবর, এ বার তা কমে ১৪ লক্ষ টাকা হচ্ছে। সংসদের এক আধিকারিক বলেন, “গত বছর মহকুমা স্তরে প্রতিযোগিতা হয়নি। এ বার তা হবে। তবুও কম খরচ হচ্ছে।” কী ভাবে? সভাপতির বক্তব্য, “আমাদের ধারণা গত বছর বেহিসেবি খরচ হয়েছে। দেখেছি, শুধু মাঠ পরিষ্কারেই ৮০ হাজার টাকা খরচ দেখানো হয়েছে। স্টেডিয়ামে তো সারা বছরই খেলা হয়। তা হলে শুধু প্রাথমিক ক্রীড়ার জন্য মাঠ পরিষ্কার করতে এত টাকা খরচ হবে কেন, বুঝতে পারছি না।”
অশান্তির জন্য গত বার জঙ্গলমহলের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় ঠিকমতো যোগ দিতে পারেনি। এ বার অবশ্য তেমন পরিস্থিতি নেই বলেই সংসদ কর্তৃপক্ষ জানাচ্ছেন। সংসদ সভাপতির কথায়, “ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ঘিরে জঙ্গলমহলেও উৎসাহ আছে। ক’দিন আগে মাওবাদী বন্ধ গিয়েছে। তার মধ্যেই ঝাড়গ্রামের একটি চক্রে ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে।” সংসদ সূত্রে খবর, মঙ্গলবারই ঘাটাল মহকুমায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়েছে। মেদিনীপুর মহকুমায় ২-৩ ডিসেম্বর, খড়্গপুরে ১-২ ডিসেম্বর ও ঝাড়গ্রামে ১-২ ডিসেম্বর এই প্রতিযোগিতা হবে। জেলা স্তরের প্রতিযোগিতার উদ্বোধন করতে আমন্ত্রণ জানানো হয়েছে পশ্চিমাঞ্চল উন্নয়নমন্ত্রী সুকুমার হাঁসদা, সাংসদ শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্ট ব্যক্তিদের।
|
|
|
|
|
|