বাসের ধাক্কায় মৃত্যু প্রৌঢ়ার
নিজস্ব সংবাদদাতা • আমতা |
ট্রেকার ও বাষের রেষারেষির জেরে প্রাণ গেল এক প্রৌঢ়ার। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে আমতার আলতারা গ্রামের কাছে হাওড়া-পাঁচারুল রাস্তায়। দুর্ঘটনার প্রতিবাদে বাসিন্দারা দেহ আটকে রেখে ঘণ্টা দু’য়েক পথ অবরোধ করেন। রাত পর্যন্ত বছর পঞ্চান্ন বয়সী ওই প্রৌঢ়ার পরিচয় পুলিশ জানতে পারেনি। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, এ দিন সকাল সাড়ে ৮ টা নাগাদ বড়গাছিয়া-পাঁচারুল রুটের একটি বাসের পিছনের দরজা দিয়ে উঠেছিলেন ওই মহিলা। পিছনে আসছিল একটি ট্রেকার। তা দেখে বাসের চালক আচমকাই গতি বাড়িয়ে দেন। পড়ে যান মহিলা। বাসের পিছনের চাকায় পিষ্ট হয় তাঁর দেহ। ঘটনাস্থলেই মারা যান তিনি। বাসের গতি নিয়ন্ত্রণ করতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানোর দাবি তোলে জনতা। হাওড়ার অতিরিক্ত পুলিশ সুপার সুখেন্দু হীরা বলেন, “ওই এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হবে। আইনভঙ্গকারী বাসগুলির বিরুদ্ধে প্রয়োজনে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” |
মহিলার মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • সিঙ্গুর |
বাসের ধাক্কায় মোটর আরোহী এক তরুণীর মৃত্যু হয়েছে। বুধবার ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের বারুইপাড়ায়। পুলিশ জানায় মৃতের নাম বিজলি বাগ (২৪)। বুধবার সকালে চন্ডীতলার মশাটের বাসিন্দা বিজলি প্রতিবেশী এক যুবকের সঙ্গে বাইকে শ্রীরামপুরে যাচ্ছিলেন। সকাল ৯টা নাগাদ সিঙ্গুরের বারুইপাড়া ও মাঝেরপাড়ার মাঝে শ্রীরামপুর-জাঙ্গিপাড়া ৩১নং রুটের একটি বাস শ্রীরামপুর ফেরার পথে পিছন থেকে বাইটিকে ধাক্কা মারে। ছিটকে পড়ে বাসের চাকায় পিষ্ট বিজলিদেবী। চালক বাসটি ফেলে পালিয়ে যায়। পুলিশ বাসটিকে আটক করে। দেহ পাঠানো হয়েছে ময়না-তদন্তের জন্য। |
পুড়শুড়ায় দু’টি স্কুলের নির্বাচনে জয়ী তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
দু’টি স্কুলের পরিচালন কমিটির ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল। বুধবার ছিল পুড়শুড়ার জঙ্গলপাড়া হাইস্কুল এবং দেউলপাড়া হাইস্কুলের ভোটের মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। ভোট হওয়ার কথা ছিল আগামী ১১ ডিসেম্বর। দু’টি ক্ষেত্রেই ৬টি করে আসনের জন্য কেবলমাত্র তৃণমূলেরই ৬ জন করে মনোনয়ন জমা দেওয়ায় ভোটাভুটির আর অবকাশ থাকল না বলে দুই স্কুলের কর্তৃপক্ষ জানিয়েছেন। দু’টি স্কুলেই পরিচালন সমিতিতে দীর্ঘ দিন ধরে ক্ষমতায় ছিল সিপিএম। পুড়শুড়ার বিধায়ক তৃণমূলের পারভেজ রহমান বলেন, ‘‘সিপিএম যে এত দিন জোর করে পরিচালন কমিটি দখল করে রাখত, এ বার তা প্রমাণ হয়ে গেল। পরাজয় নিশ্চিত জেনে ওরা প্রার্থীই দেয়নি।” অন্য দিকে, সিপিএমের পুড়শুড়া জোনাল কমিটির সম্পাদক সুখেন্দু অধিকারী বলেন, “প্রার্থী দেওয়া তো দূরের কথা, পুড়শুড়ায় আমাদের লোকজনের হাঁটাচলাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে। সবেতেই অলিখিত নিষেধাজ্ঞা জারি করেছে মা-মাটি-মানুষের সমর্থকেরা।” |
দু’জনের মৃত্যু খানাকুলের গ্রামে
নিজস্ব সংবাদদাতা • খানাকুল |
মঙ্গলবার রাতে খানাকুলে দু’টি বিচ্ছিন্ন ঘটনায় দুই ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, সেকেন্দারপুর গ্রামে রঞ্জিত মালিক (২৭) নামে এক যুবক মানসিক অবসাদগ্রস্ত হয়ে নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় দড়ির ফাঁস লাগিয়ে ঝুলে পড়েন। পুলিশ পরে তাঁর দেহ উদ্ধার করে। কৃষ্ণনগর গ্রামে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন সুকদেব গায়েন (৬৬) নামে এক বৃদ্ধ। পুলিশের অনুমান, অসুস্থ থাকায় অবসাদে ভুগছিলেন তিনি। |
পাঠাগারের উদ্বোধন হল আরামবাগে
নিজস্ব সংবাদদাতা • আরামবাগ |
আরামবাগের আল মুস্তাফা এডুকেশন অ্যান্ড সোসাল ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে, কলকাতার আল-কোরান-এর অনুপ্রেরণায় এবং কেন্দ্রের সহযোগিতায় আল-মুস্তাফা পাঠাগারের উদ্বোধন হল আরামবাগে। উদ্যোক্তারা জানিয়েছেন, গত রবিবার স্থানীয় জিপি মাদ্রাসা চত্বরে এর উদ্বোধন করেন আলহাজ আইনাল হক। উপস্থিত ছিলেন সাংসদ শক্তিমোহন মালিক, শিক্ষাবিদ শেখ হাসান ইমাম, আবদুল খবির প্রমুখ বিশিষ্ট ব্যক্তি। |